-------বাঁশিঅলা---

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২২ অক্টোবর, ২০১৫, ০৩:৫০:১৭ দুপুর

সকাল-সন্ধা ইঁদুর গুলি করতো দৌঁড়া-দৌড়ী

হঠাত ওরা থেমে গেছে নেইতো হামাগুড়ি।

আলু-পটল শিম-কুমড়ো খেত শাগ-সবজি

চলতো তাদের ভরদুপুরে বিনা কষ্টে রুজি।

.

আমজাম কাঁঠাল লিচু রকমারি ভোজ

কেটে-কুটে সাবাড় করতো পার্টি হত রোজ।

অপূর্ব সেই দিনগুলো আজ চলে গেলো যেই-

চালাক ইঁদুর বলছে ডেকে ভেজাল মুক্ত নেই।

.

তাইতো আমায় বলছে রেগে কি যে খাও ইশ

মানুষ হয়ে মানুষের খাবারে মিশায় কেন বিষ।

ফরমালিন যুক্ত খাবার খেয়ে হবে যে ক্যান্সার

রোজ হাসরে পাবে ওরা ভয়ানক এন্সার।

.

ফরমালিন মাখা খাবার গুলো খায়না এখন ইঁদুরে

মানুষ হয়েও বুঝলে না যে কেমন পশু আহারে।

দিবানিশি ডাক দিয়ে যাই এসো হ্যামিলনের বাঁশিঅলা

সমাজ থেকে নাও তাড়িয়ে দেখতে চাইনা পশুগুলা।

-----------------------------------------------------------

--------------২৩/১০/২০১৫ ইং------------------

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346839
২২ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৫৬
346851
২২ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:১৩
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।

মেসেজ সম্বলিত কবিতাটি পড়ে ভালো লাগলো!

মনে পড়ে গেলো বুদ্ধদেব গুহ এর লিখা ইঁদুর গল্পটি!

শুকরিয়া আপনাকে।
346880
২২ অক্টোবর ২০১৫ রাত ১০:২৩
দ্য স্লেভ লিখেছেন : তাইতো আমায় বলছে রেগে কি যে খাও ইশ

মানুষ হয়ে মানুষের খাবারে মিশায় কেন বিষ।

ফরমালিন যুক্ত খাবার খেয়ে হবে যে ক্যান্সার

রোজ হাসরে পাবে ওরা ভয়ানক এন্সার।

বি:দ্র: ফর্মালিন ছাড়া দেশ অচল। এটা মুক্ত করলে বদ হজম হতে পারে Happy
346967
২৩ অক্টোবর ২০১৫ রাত ১১:৪৩
আফরা লিখেছেন : উপরে পন্ডিত হুজুরে ঠিক কথাই বলেছেন ফরমালিক মুক্ত খাবার খেলে দেশে মানুষের বদ হজম হতে পারে ।

কবিতা ভাল হয়েছে ধন্যবাদ ভাইয়া ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File