=সাধের জন্মভূমি=

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১৮:৪৬ সন্ধ্যা



মন ছুঁয়ে যায় বাংলার জমিন

মন ছুঁয়ে যায় মন

ইচ্ছে করে ঘুরে বেড়াই

ঘুরি সারাক্ষণ।।



শিশু কিশোর লাফিয়ে পড়ে

সাঁকোর উপর থেকে

পাগল মন হারিয়ে যায়

ঘুরে একেবেঁকে।।



দীঘির জলে শাপলা নাচে

এদিক ওদিক হেলে

কোমর জলে শাপলা তুলে

কৃষক শ্রমিক জেলে।।



পাল উড়িয়ে নৌকা চলে

নদীর বুকে হায়

মাঝি-মাল্লা গান গেয়ে যায়

দূর সীমানায়।।



বৃষ্টি দিনে ছাতা মাথায়

গাঁয়ের মানুষ চলে

দিকদিগন্তে হারিয়ে যায়

খোশগল্প বলে।।



বিল-ঝিল, হাওর-বাওর

পানি থৈ থৈ করে

কাঁস্তে কাটে সোনার ফসল

ঈদ আনন্দ ঘরে।।



মন মাতানো মন ভুলানো

রূপের ঝলক তুমি

প্রাণের প্রিয় দেশ আমার

সাধের জন্মভূমি।।

বিষয়: বিবিধ

১০৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343025
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫৩
আফরা লিখেছেন : খুব সুন্দর হয়েছে কবিতা ধন্যবাদ ভাইয়া ।
343879
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২০
মোহাম্মদ লোকমান লিখেছেন : খুব ভালো লাগলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File