=সাধের জন্মভূমি=
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১৮:৪৬ সন্ধ্যা
মন ছুঁয়ে যায় বাংলার জমিন
মন ছুঁয়ে যায় মন
ইচ্ছে করে ঘুরে বেড়াই
ঘুরি সারাক্ষণ।।
।
শিশু কিশোর লাফিয়ে পড়ে
সাঁকোর উপর থেকে
পাগল মন হারিয়ে যায়
ঘুরে একেবেঁকে।।
।
দীঘির জলে শাপলা নাচে
এদিক ওদিক হেলে
কোমর জলে শাপলা তুলে
কৃষক শ্রমিক জেলে।।
।
পাল উড়িয়ে নৌকা চলে
নদীর বুকে হায়
মাঝি-মাল্লা গান গেয়ে যায়
দূর সীমানায়।।
।
বৃষ্টি দিনে ছাতা মাথায়
গাঁয়ের মানুষ চলে
দিকদিগন্তে হারিয়ে যায়
খোশগল্প বলে।।
।
বিল-ঝিল, হাওর-বাওর
পানি থৈ থৈ করে
কাঁস্তে কাটে সোনার ফসল
ঈদ আনন্দ ঘরে।।
।
মন মাতানো মন ভুলানো
রূপের ঝলক তুমি
প্রাণের প্রিয় দেশ আমার
সাধের জন্মভূমি।।
বিষয়: বিবিধ
১০৪৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন