★★_পাখির ছানা_★(শিশুতোষ ছড়া)
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০১:১৪:১১ দুপুর
রাস্তার পাশে একটি ছানা
কাঁপছে থরেথর
রোদের উত্তাপ সইতে ওর
হচ্ছে কষ্টকর।।
-
কুড়িয়েছি সেই ছানাটি
রেখেছি কিছুক্ষন
অসহায় মা'পাখিটি
খুঁজবে সর্বক্ষন।।
-
মা'পাখিটি যেমনি ভাবে
করবে আদর যত্ন
আমার কাছে বে-ইন্সাফি
থাকে যদি আবদ্ধ।।
-
তাইতো আমি ছেড়ে দিলাম
উড়ে গিয়ে উড়ুক
আকাশ পানে ঢেউ পবনে
মেঘের দেশে ঘুরুক।।
১৫/০৯/২০১৫ ইং
বিষয়: বিবিধ
১৫৩০ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছড়াটি লিখেছি বাস্তবিক।
গত কয়েকদিন আগে কিছু কেনাকাটার জন্য বের হলাম।
আসার পথে ফেলাম পাখির ছানাটি।
সুন্দর মন্তব্যের জন্য, অনেক অনেক ধন্যবাদ
প্রিয় সবুজ ভাই।
বারাকাল্লাফিক।
আপুজিরা লিখেন,তাই হিংসা করে চেস্টা চলছে
মন্তব্য করতে লগইন করুন