হায়রে প্রবাস জীবন

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৩৯:১৭ সন্ধ্যা

আমার বাংলাদেশের

প্রবাসীদের গল্প বলি শুন

এই গল্প কিন্তু কল্পনা নয়

সবাই কি তা জান।।

-

দেশের সবাই ভালো আছে

নেইতো কোন জ্বালা

প্রবাসেতে ফাঁড়ী দিয়ে

বাড়ছে নানান পালা।।

_

ভাগ্যের চাকা ঘুরাইতে

আসে প্রবাসে

স্বপ্ন দেখে কোটি টাকার

মালিক হবে সে।।

_

কত যন্ত্রণা প্রবাসেতে

সেই খবর কি কেউ রাখে

চোখের জল শুখায় না

দিন কিংবা রাতে।।

_

টাকার পিছে দৌড়াইয়া

২৪ ঘন্টা শেষ

জীবন নামের পাতা থেকে

ঝরে গেলো বেশ।।

_

বিদেশ নাকি টাকার খনি

হাত দিলেই মিলে

মাসের শেষে হিসেব কষে

ডুকরে কেঁদে উঠে।।

_

মা বাবার আদর থেকে

থাকে বঞ্চিত

না দেখার যন্ত্রণায়

কাঁদে অবিরত॥

_

স্ত্রী সন্তান ছেড়ে থাকে

কঠিন কষ্ট করে

ধোঁকা দিয়ে বলে যায়

আসব কয়দিন পরে।

_

অসুস্থ হলে পরে

দেখার কেহো নেই

ধৈর্যধারণ করে বলে

আল্লাহ্‌ মালিক সাই।।

_

সারা জীবন বইতে হয়

চৌদ্দগোষ্ঠীর বোঝা

সোনার হরিন ধরতে এসে

পাচ্ছে এমন শাজা।।

_

আমার কথার সত্য মিথ্যা

প্রবাসীরাই জানি

সবার সুখেই ব্যাস্থ থাকি

আমরা প্রবাসী।।

বিষয়: বিবিধ

২৪০১ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341479
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : প্রবাসীদের কথা প্রবাসী শুধু বুঝে। ধন্যবাদ
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৫৮
282959
আবু তাহের মিয়াজী লিখেছেন : আকাশ সমান স্বপ্ন নিয়ে প্রবাসে আসে
পরে বুঝে।
ধন্যবাদনিন প্রিয় অবিবাহিত ভাই।
341491
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৩
অপি বাইদান লিখেছেন : আবারো প্রমান হল- সব মুসলিম ভাইভাই। আমির, ফকির সব সমান।
341492
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪৪
অনেক পথ বাকি লিখেছেন : এসব দেখলে কষ্ট লাগে ভাই। চোখের পানি আটকাতে পারি না। Sad
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:০৩
282961
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভাইজান,, প্রবাসীরা দেয়াল বিহিন কারাগারে থাকে।
আর সংসার সংসার করে বেশিরভাগ লোক-ই জীবন নস্ট করে।
পড়ার জন্য শুকরিয়া।
341498
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশে যে ভাত না্ই তার উপর ভ্যাট!!
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:০৫
282962
আবু তাহের মিয়াজী লিখেছেন : দেশে ভাত আছে ভাই
শুধু সততার অভাব।
আর ভ্যাট?
ধন্যবাদনিন ভাই
341504
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:১৫
আব্দুল গাফফার লিখেছেন : লাইক Rose Rose
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:০৭
282963
আবু তাহের মিয়াজী লিখেছেন : লাইকের জবাব কি দিব!
শুভেচ্ছা থাকলো
341522
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৭
ছালসাবিল লিখেছেন : Crying Day Dreaming
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:১০
282964
আবু তাহের মিয়াজী লিখেছেন : প্রবাস মানে যন্ত্রণা
দেশের লোকে বুঝেনা
দুআ করবেন ভাইজান।
341542
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:০৬
আবু জান্নাত লিখেছেন : প্রথম দিকের কলিগুলো একটি ভিড়িও গানে শুনেছিলাম, জানি না কে সে গায়ক।

ধন্যবাদ
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:১২
282965
আবু তাহের মিয়াজী লিখেছেন : প্রথম চার লাইন
অইখানের কলি ঠিক বলেছেন।
সেই ভিডিওটি দেখার পরেই
এই লিখাটি।
শুকরিয়া বাইজান।
341564
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৩২
প্যারিস থেকে আমি লিখেছেন : আমিও প্রবাসী।
১৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:১৮
282986
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনি প্রবাসী
সাথে ফ্যামিলি আছে
<:-P <:-P Tongue
341668
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪২
শেখের পোলা লিখেছেন : প্রবাস মানেই উন্মুক্ত কারাগার৷ বাইদানীরে ব্লক করেন৷ধন্যবাদ৷
১০
341699
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৫
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ছড়া,গল্প,কবিতায় দেশের মানুষকে প্রবাসীদের কষ্ট বুজানো যায়না।
ওরা বুজে প্রবাস মানেই টাকা , প্রবাস মানেই শান্তি।
আমি বলি কি তোমরা দেশে থেকে এই কথা বলনা।
বিদেশে এসে দেখ প্রবাসে কত ভোগান্তি।
১১
341728
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৫৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : প্রবাসীদের বাস্তবতা তুলে ধরার জন্য ধন্যবাদ। প্রবাস জীবনের কাল্পনিক টাকার পাহাড়ের স্বপ্ন না দেখে দেশে পরিশ্রমী হলেই ভালো হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File