,,,,ভুখা পেটে যে দেশেতে,,,,

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২০ আগস্ট, ২০১৫, ১২:৪০:৩৫ রাত



ভুখা পেটে যে দেশেতে

মানুষ মরে ধুঁকে ধুঁকে

সে দেশেতে আসবে গাইতে

সানি লিওন ডেন্স নিয়ে।

-

সর্বনিম্ন টিকেট হবে

১৫হাজার টাকা

চার হাজার দর্শক নিয়ে

চলবে নোংরামির আড্ডা।

-

আসে পাশে আছে কত

পাড়াপড়শি

বিনাচিকিৎসায় মরে

আপন গরিব দুঃখী।

-

ভিক্ষু কে ভিক্ষা চাইলে

বল পকেট ফাকা

নোংরা কাজে খরচ কর

তোমরা কেমন বোকা।

-

আল্লাহ্‌ তাআলা প্রশ্ন করবেন

করছ কোন,পথে আয়

হিসেব নিবেন তিলেতিলে

কোন খাতে করেছ ব্যয়।

-

★তাইতো হযরত আলী (রাঃ) যুবকদেরকে উদ্দেশ্য করে বলেছেন -

যৌবনের তাড়নায় কখনো কোন গুনাহ করিও না, কারণ যৌবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু গুনাহ কখনোই শেষ হবে না।

বিষয়: বিবিধ

১০৭৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337012
২০ আগস্ট ২০১৫ রাত ০১:৪৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সানিদের জন্য টাকার কমতি হবেনা!! বুঝতে হবে মুক্তমনার উম্মুক্ত অভিসার!!
337034
২০ আগস্ট ২০১৫ সকাল ০৫:৪৩
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার।
337039
২০ আগস্ট ২০১৫ সকাল ০৫:৫৪
337064
২০ আগস্ট ২০১৫ সকাল ১০:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই দেশে মানুষের থেকে পতিতাদের দাম বেশি!
337080
২০ আগস্ট ২০১৫ সকাল ১১:১৩
দুষ্টু পোলা লিখেছেন : ধন্যবাদ ভালো লাগলো
337087
২০ আগস্ট ২০১৫ সকাল ১১:৩৩
হতভাগা লিখেছেন : শাহরুখ, অক্ষয়রা যখন এসেছিল তখন আমাদের আপুরা তো তাদের নিয়ে চুমু খেয়েছে , মজা লুটেছে । সে সময়ে এত হাহাকার কৈ ছিল ?

এখন ছেলেদের সামনে সুযোগ এসেছে । যে মজা লুটতে চায় লুটবে । আগে মেয়েরা মজা লুটেছে, এখন ছেলেরা লুটবে ।
337425
২২ আগস্ট ২০১৫ রাত ০৩:৩৯
এলিট লিখেছেন : sony থেকে sunny পর্যন্ত - এখানে ক্লিক করুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File