★_পুটির মাগো পুটির 'মা' থাকি কেন দূরে_★
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৩ আগস্ট, ২০১৫, ০৭:২৯:২৬ সন্ধ্যা
পুটির 'মা'গো পুটির'মা' থাকি কেন দূরে
মাসে মাসে টাকা চাও, সাধ্যের বাহিরে।
টেবিলে বসে নাস্তা খাও, উপরে চলে ফ্যান
মার্কেটিং কর সিএনজি নিয়ে, হাতে দামী ব্যাগ।
.
গয়নাগাটি সাজু গুজু, ঠোটে লিবিস্টিক
অবলীলায় ঘুরে বেড়াও, যেন মিনিস্টার।
পুটিকে নিয়ে স্বপ্নজাল, বোনে তার বাবা
প্রবাসী হয়ে পুটির বাবা হয়েছে দিসাহারা।
.
স্বপ্ন হাজার ফাঁড়ি দিয়ে, হয়েছে প্রবাসী
নাস্তা নেয় পলিথিনে, করতে ডিউটি।
পঞ্চাশ ডিগ্রী রোদের মধ্যে, কাজ করেতে হয়
বালু পাথর ঠাসা খেজুর গাছের নিছে, বিশ্রামের জন্য ঠাঁই হয়।
.
পুটির বাবার কস্টের কথা, বুঝতে দেয়না কাউকে
অন্তরালে ব্যাথা নিয়ে, মিষ্টি হেসে থাকে।
দেশের লোকে বুঝতে চায়না, প্রবাসীদের ব্যাথা
কষ্ট করে টাকা পাঠায়, জীবনটাই বৃথা।
.
সবচেয়ে বড় মিথ্যা কথা, বলে প্রবাসীরা
দুঃখ কষ্ট লাঞ্চনা বুকে নিয়ে, অভিনয় করে ওরা।
বলে আমরা ভালো আছি, আছি সুখে অনেক
পুটির'মা' বুঝে চল, কেনো মরি বিদেশ।
বিষয়: বিবিধ
১৩২৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাতি জানতে চায়।
ভালো লাগলো অনেক ধন্যবাদ
এই গরিবের নাড়িতে এসেছেন বলে।
জোগান দিতে খেটে মরে আমার প্রবাসী ভাইয়েরা
আমার আপুজিও তাই বলে গেলেন।
শুভ কামনা থাকলো আপুজির জন্য।
উনাদের রংচং দেখলে গাঁ গ্রামের লোকেরা মিটমিট করে হাসে।
অথচ বিদেশে কত কস্ট করে তাদের স্বামীরা।
শুভ কামনা থাকল, সুন্দর মন্তব্য করার জন্য।
তবে সবারই সর্ব ক্ষেত্রে সিচুয়েশন বুঝে চলা উচিত।
ছবির ভাই গুলো জন্যে মায়া হচ্ছে, বিদেশে যেয়ে ওরা আসলেও অনেক কস্ট করে..।
মন্তব্য করতে লগইন করুন