★_রৌদ্র তাপে মরুর বুকে তপ্ত প্রবাসী_★
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৭ জুলাই, ২০১৫, ০২:২৪:৩১ দুপুর
রৌদ্র তাপে মরুর বুকে তপ্ত প্রবাসী
উদীপ্ত যুবক হাজারো লড়াইয়ে সংগ্রামী
সবকিছু ছেড়ে ছুড়ে জীবনের তাগিদে
ছিনিয়ে আনতে সোনালী দিনের রঙিন ঊষাকে।
।
শত শত দেশের লোকে আসে প্রবাসে
তাহার মাঝে অল্পবয়সী শুধু বাংলাদেশী
বাংলাদেশের সন্তানেরা মাথা তোলা দিলে
চিন্তাকরে কখন যাবে সোনার হরীন ধরতে।
।
বিশেষ করে যাদের সাথে প্রবাসীদের আছে সম্পর্ক ।
চেস্টা করে বিদেশ এসে টাকা রোজগার করুক দ্রুত।
কিছু কিছু প্রবাসী আসে উচ্ছৃঙ্খলা নিয়ে
দেশের মানসম্মান ডুবায় ওরা অন্যদেরকেও হতাস করে।
বিষয়: বিবিধ
১০৭৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিছু কিছু প্রবাসী আসে উচ্ছৃঙ্খলা নিয়ে
দেশের মানসম্মান ডুবায় ওরা অন্যদেরকেও হতাস করে।
দেশে কিছুই নাই!!
ধন্যবাদ ভাইজান
আমি প্রবাসী আমি লড়ার
জন্য প্রস্তুত....!
সংসারে শান্তি পেরাতে
হচ্ছি মরু আমে শান্তির দূত।
প্রবাসে পড়ে আছি
ভালোবেসে পরিবার,
পরিবার হাসতে
দন্যবাদ আপনাকে.............
এটাকি কবিতা নাকি গদ্য??
আমি প্রবাসী আমি লড়ার
জন্য প্রস্তুত....!
সংসারে শান্তি পেরাতে
হচ্ছি মরু আমে শান্তির দূত।
প্রবাসে পড়ে আছি
ভালোবেসে পরিবার,
পরিবার হাসতে দেখলে
কেটে যায় সব মনের আঁধার।
হাসি দেখব বলে
কাঁদি দিনের পর দিন,
ভাবি বসে বসে
সংসার আছে অনেক ঋণ।
এতো বড় মাপের মন সবাইর থাকে যাহা আপনার মধ্যে ফেলাম।
আল্লাহ্ আপনাকে উত্তম হায়াতে জাযাদিন। আমীন
মন্তব্য করতে লগইন করুন