★__ছড়ায় ছন্দে ব্লগ পোস্ট__★
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১২ মে, ২০১৫, ০৮:৫৮:৩২ রাত
ব্লগ পাড়া থমকে গেছে এটাত যায়না মানা
শিখতে এসে শিখাইয়ো সবাই এইতো মোদের চাওয়া ।
ফেসবুক আর ব্লগ পাড়া এক যেমনতেমন না
ব্লগ হলো শিক্ষিতমহল জানাতে হবেনা?
জ্ঞানি গুনি সবাই মিলে শিখাতে যদি আসেন
দেশের সবাই জানতে পারবে ব্লগ ফাড়া কেমন।
সেরা সেরা ব্লগার ছিলেন লিখতেন হাত খুলে
আছেন কোথায় কি করেন আজ জানতে ইচ্ছে করে।
ফাঁকিবাজি করেছেন যারা ব্লগ পাড়া ছড়ে
শান্তিতে আছেন বলে আমি করিনা মনে।
আসুন সবাই মিলেমিশে আজ হাতে হাত রাখি
ব্লগপাড়াতে আমরা হই যেন একে অন্যের সাথী।
বিষয়: বিবিধ
১১৬৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর ব্লগারেরা অনেকেই ব্যাস্থ মনে হয়।আমিও আগের নেয় থাকতে পারিনা।মোবাইলে ব্লগ পড়ি এবং মন্তব্য করি। তবে মন্তব্য করতে অনেক কস্ট হয়। আপনার জন্য শুভ কামনা ভালো থাকবেন অবিরত,,,
পাড়া নাকি ফাড়া ? বিষয়টি বুঝে আসছে না। ধন্যবাদ।
আপনি আমার ভূল ধরিয়ে দেয়ার জন্য শুভ কামনা থাকলো। আর আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং প্রেরণাপূর্ণ সুন্দর অনুভূতিসহ উৎসাহব্যঞ্জজক মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
আর বৃত্তের বাইরে ভাইকে, আমার ব্লগ বাড়িতে ফেয়ে, আমি আনন্দিত, সিক্ত অনুপ্রানিত। আসা করি আপনার ডাকে সাড়া দিবে।
বোনের উদ্দেশ্যে বলছি, আপনার পরিচয় গোপন রাখেন, মানুষ কে ধোঁয়াশার মধ্যে না রেখে লিঙ্গ পার্থক্যটা তো জানান দেবেন!
আপনি আমার ভূল ধরিয়ে দেয়ার জন্য শুভ কামনা থাকলো। আর আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং প্রেরণাপূর্ণ সুন্দর অনুভূতিসহ উৎসাহব্যঞ্জজক মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
সেরাদের শোকে মুহ্যমান হয়ে আমাদের মত আনাড়িদের অবহেলা করবেন না পিলিজ!
আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং প্রেরণাপূর্ণ সুন্দর অনুভূতিসহ উৎসাহব্যঞ্জজক মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
না না ব্লগ পাড়া থামবে না আমি আছি না -----তবে আমি ও কেন জানি সময়ের সাথে পাল্লা দিয়ে পেরে উঠছি না ।
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন