Rose Rose ★__ছড়ায় ছন্দে ব্লগ পোস্ট__★Rose Rose

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১২ মে, ২০১৫, ০৮:৫৮:৩২ রাত



ব্লগ পাড়া থমকে গেছে এটাত যায়না মানা

শিখতে এসে শিখাইয়ো সবাই এইতো মোদের চাওয়া ।

Rose Rose Rose RoseRose Rose Rose Rose

ফেসবুক আর ব্লগ পাড়া এক যেমনতেমন না

ব্লগ হলো শিক্ষিতমহল জানাতে হবেনা?



জ্ঞানি গুনি সবাই মিলে শিখাতে যদি আসেন

দেশের সবাই জানতে পারবে ব্লগ ফাড়া কেমন।

Rose Rose Rose RoseRose Rose Rose Rose

সেরা সেরা ব্লগার ছিলেন লিখতেন হাত খুলে

আছেন কোথায় কি করেন আজ জানতে ইচ্ছে করে।



ফাঁকিবাজি করেছেন যারা ব্লগ পাড়া ছড়ে

শান্তিতে আছেন বলে আমি করিনা মনে।

Rose Rose Rose RoseRose Rose Rose Rose

আসুন সবাই মিলেমিশে আজ হাতে হাত রাখি

ব্লগপাড়াতে আমরা হই যেন একে অন্যের সাথী।

Rose Rose Rose RoseRose Rose Rose Rose

বিষয়: বিবিধ

১১৬৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319633
১২ মে ২০১৫ রাত ০৯:০৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up
১৩ মে ২০১৫ রাত ০৩:১৪
260794
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং প্রেরণাপূর্ণ সুন্দর অনুভূতিসহ উৎসাহব্যঞ্জজক মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
319667
১৩ মে ২০১৫ রাত ১২:৩০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সবাই মনে হয় ব্যস্ত হয়ে পড়েছে।
১৩ মে ২০১৫ রাত ০৩:১২
260791
আবু তাহের মিয়াজী লিখেছেন : ওয়ালাইকুম ওয়া আচ্ছালাম। আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং প্রেরণাপূর্ণ সুন্দর অনুভূতিসহ উৎসাহব্যঞ্জজক মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
১৩ মে ২০১৫ রাত ০৩:৩৩
260798
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভাইজান, উপরের ছবি গুলা আপনার ব্লগ থেকে চুরি করেছি।
আর ব্লগারেরা অনেকেই ব্যাস্থ মনে হয়।আমিও আগের নেয় থাকতে পারিনা।মোবাইলে ব্লগ পড়ি এবং মন্তব্য করি। তবে মন্তব্য করতে অনেক কস্ট হয়। আপনার জন্য শুভ কামনা ভালো থাকবেন অবিরত,,,
319672
১৩ মে ২০১৫ রাত ০১:০৩
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই, চমৎকার কবিতা, কিন্তু ব্লগ ফাড়া মানে কি?
পাড়া নাকি ফাড়া ? বিষয়টি বুঝে আসছে না। ধন্যবাদ।
১৩ মে ২০১৫ রাত ০৩:১০
260788
আবু তাহের মিয়াজী লিখেছেন : ওয়ালাইকুম ওয়া আচ্ছালাম, আসলে আমার বানানে অনেক ভূল হয়।
আপনি আমার ভূল ধরিয়ে দেয়ার জন্য শুভ কামনা থাকলো। আর আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং প্রেরণাপূর্ণ সুন্দর অনুভূতিসহ উৎসাহব্যঞ্জজক মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
319674
১৩ মে ২০১৫ রাত ০১:০৬
বৃত্তের বাইরে লিখেছেন : ব্লগের সব ভাই-বোন, ভাইয়া-আপু-ভাপু- আপুনি-ভাপুনী সবার সরব উপস্থিতিতে ব্লগ পাড়া মুখরিত থাক সবসময়। শুভকামনা সবার জন্য Good Luck Rose Good Luck Rose Good Luck Rose
১৩ মে ২০১৫ রাত ০৩:২৪
260795
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাই। আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং প্রেরণাপূর্ণ সুন্দর অনুভূতিসহ উৎসাহব্যঞ্জজক মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
আর বৃত্তের বাইরে ভাইকে, আমার ব্লগ বাড়িতে ফেয়ে, আমি আনন্দিত, সিক্ত অনুপ্রানিত। আসা করি আপনার ডাকে সাড়া দিবে।
১৩ মে ২০১৫ রাত ০৮:২৭
260924
গাজী সালাউদ্দিন লিখেছেন : মিঃ!!!!বৃত্তের বাইরে ভাই নয়, আমাদের সবার প্রিয় বোন!!!!

বোনের উদ্দেশ্যে বলছি, আপনার পরিচয় গোপন রাখেন, মানুষ কে ধোঁয়াশার মধ্যে না রেখে লিঙ্গ পার্থক্যটা তো জানান দেবেন!
১৪ মে ২০১৫ রাত ০৩:০৬
260994
বৃত্তের বাইরে লিখেছেন : হা হা, না পরিচয় তো গোপন করিনি। ভাইয়া সম্ভবত আমার লেখা পড়েননি তাই বুঝতে পারেননিHappy
319688
১৩ মে ২০১৫ রাত ০১:৪৪
শেখের পোলা লিখেছেন : 'ব্লগ ফাড়া' কোথায় তাতো জানিনা৷ স্যরি৷
১৩ মে ২০১৫ রাত ০৩:২৫
260797
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসলে সেখ ভাই,আমার বানানে অনেক ভূল হয়।
আপনি আমার ভূল ধরিয়ে দেয়ার জন্য শুভ কামনা থাকলো। আর আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং প্রেরণাপূর্ণ সুন্দর অনুভূতিসহ উৎসাহব্যঞ্জজক মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
319709
১৩ মে ২০১৫ সকাল ০৭:৫০
গাজী সালাউদ্দিন লিখেছেন : কই থামেনি! আমি এসে গেছি মন্তব্যের জাহাজ নিয়ে।

সেরাদের শোকে মুহ্যমান হয়ে আমাদের মত আনাড়িদের অবহেলা করবেন না পিলিজ!
১৩ মে ২০১৫ দুপুর ১২:০৩
260834
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাই।আর সেরাদের মধ্যে আপনিও আছেন,আপনি তো পুরন যানা আছে ।
আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং প্রেরণাপূর্ণ সুন্দর অনুভূতিসহ উৎসাহব্যঞ্জজক মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর। Good Luck Good Luck
319779
১৩ মে ২০১৫ দুপুর ০২:৪২
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া ।

না না ব্লগ পাড়া থামবে না আমি আছি না -----তবে আমি ও কেন জানি সময়ের সাথে পাল্লা দিয়ে পেরে উঠছি না ।

ধন্যবাদ ভাইয়া ।
320589
১৭ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১১
egypt12 লিখেছেন : সত্যি বলছি ব্লগারদের অনেক ভালোবাসি আর উনাদের সাথে দেখা হলে নতুন পরিচয় হলে অনেক ভাল লাগে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File