প্রবাস থেকে বলছি,দেশের ছেলে দেশে একটা কিছু করার চেস্টা করুন।

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০৭ মে, ২০১৫, ১১:৪৮:৪৩ সকাল



প্রবাস জিবনে যারা পদার্পণ করেছেন একমাত্র তারাই প্রবাস জীবন যে কেমন নির্দয় এবং নির্মম তার ব্যাখ্যা দিতে পারবেন ।শস্য-শ্যামলা সবুজেঘেরা সোনার বাংলাদেশ এবং মা-বাবা ভাই- বোন স্ত্রী-সন্তান,আত্মীয়স্বজন,, সংসারের সবার মুখে হাসি ফুটাবার জন্য , আর্থিক উন্নতির জন্যই প্রবাসের মাটিতে পা রাখতে হয় ।বিদেশ এসে চাকুরী করে অনেক টাকা পয়সা বড়ীতে পাঠাবে, সংসারে দুঃখের ছায়ার পরিবর্তে সুখের রংগিলা সংসার উজ্জ্বল হবে। এ প্রত্যাশা বুকে নিয়ে আমরা প্রবাসে এসেছি কিন্তু আমাদের সেই শুখ, সেই সুখের স্বপ্ন সবাই কি পূরণ করতে পেরেছি? না । বেশির ভাগ প্রবাসিরাই তাদের আশা-আকাংখা এবং তাদের যে উদ্দেশ্যে প্রবাসে আসা তা বাস্তবায়িত করতে সক্ষম হননি।



এইতো গত তিনদিন আগের ঘটনা,

কাতারের দোহা সিটির নাজমা এলাকায় কাজ না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মিজানুর রহমান নামে এক বাংলাদেশি। মিজানুর রহমানের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলায়।

গত তিনমাস আগে ভিসা দালালের খপ্পরে পড়ে ধারদেনা ও জমি-জমা বিক্রি করে সাত লাখ টাকা খরচ করে কাতারে এসেছিলেন মিজান। কিন্তু গত তিনমাসেও তেমন কোনো কাজ না পাওয়ায় প্রচণ্ড মানসিক অস্থিরতায় ভুগছিলেন। ধারদেনা করে আসায় প্রতিনিয়ত পাওনাদারদের চাপে ছিলেন, সেই সঙ্গে পরিবারের কাছেও কোনো টাকা পাঠাতে পারছিলেন না তিনি।

তিনমাস ধরে অনেক চেষ্টা করেও তেমন ভালো কোনো কাজ খুঁজে পাচ্ছিল না মিজান। যে কাজ পেতো তাতে তার নিজের থাকা খাওয়ার খরচই ঠিকভাবে মেটাতে পারতো না। অন্যদিকে প্রতিনিয়ত বাড়ি থেকে টাকার জন্য তাগাদা আসতো। তাই সারাক্ষণই মানসিক যন্ত্রণার মধ্যে থাকতো তিনি।

সুত্রঃ কাতারে বাংলার মুখপাত্রঃ

আমার এলাকার এমদাদের কথাই বলি!

তার দেশের বাড়িতে একটা দোকান ছিলো, মোটামোটি খারাফ ছিলোনা, ভালো ছিলো। সোনার হরিন ধরতে পাড়ি যমায় প্রবাসে। আসার দু'মাসের মাথায় হঠাৎ তার ইণ্টারভিউ! করেদিলো আনপিট। দেশে জেতে হবে। কিছু করার নেই। আসাতে খরচ হয়েছে সাড়ে তিন লাখ টাকা। বলেদিলো সমবার তোমার প্লাইট। কোন দিশা নাপেয়ে রুম ছেড়ে পালিয়ে অন্যত্রে চলেগেছে। এখন সে আনলিগেল।

এখন আসি,

কাতারে আগমনে ইচ্ছুকদের জন্য, একজন কাতার প্রবাসী হিসাবে জানাচ্ছি যে,

★কাতারে ফ্রী ভিসা বলতে কোন ভিসা নাই।

★কাতারে আসার পর ২ বছরের মধ্যে কফিল বদল করা যাবেনা।

★যে কফিল বা কোম্পানীর ভিসাতে আসবেন, সেখানে ছাড়া অন্য কোথাও কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমারা।

★কাতারে থাকার সিট ভাড়া কমপক্ষে ৩৫০ রিআল।

★কাতারে খাওআ বাবত মাসিক খরচ কমপক্ষ ৩৫০ রিআল।

আর টেলিফোন করলে আরো যাবে ৫০/১০০ রিআল।

প্রিয় ব্লগার এবং পাঠক জনস্বার্থে বিষয়টি বললাম।

এমনি নানা সমস্যায় জর্জরিত হয়ে কোন রকমে পেটে ভাতে দিন কাটাচ্ছে অনেক বাংলাদেশী ভাইয়েরা ।সবাই যে খারাপ অবস্থায় আছে তা কিন্তু নয় , অনেক বাংলাদশী ভাইয়েরা আছেন তারা ভাল পদে চাকুরী করে বেশী বেতন পাচ্ছেন এবং দেশের পরিবার পরিজনেরা সুন্দরভাবে দিনানিপাত করছেন ।



তাই আমার অনুরোধ যারাই বিদেশে চাকুরীর জন্য নিজ মাতৄভূমি ত্যাগ করার চিন্তা ভাবনা করছেন তারা যেন একটু যাচাই বাছাই করে ভিসা এবং কন্ট্রাক ফ্রম চেক করে বিদেশে পারি জমান আর দেশের ছেলে দেশের মাটিতে থেকে কিছু একটা করার চেস্টা করুন।

বিষয়: বিবিধ

১৮৭১ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318596
০৭ মে ২০১৫ দুপুর ১২:০০
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ মে ২০১৫ দুপুর ০১:২৪
259824
আবু তাহের মিয়াজী লিখেছেন : প্রবাসে যাওয়ার কালে অশ্রুজলে সবাই মাথা মুছেদেয়,সকলে বলে এবার তোমার দুঃখ থাকবেনা।আসলে কি তা??

ধন্যবাদ ভাইজান উপস্থিতি জানাবার জন্য।
318599
০৭ মে ২০১৫ দুপুর ১২:০৫
লেন্দুপ দর্জি লিখেছেন : হুম খুব সুন্দর স্বাধীন দেশ বাংলাদেশ সর্বত্র অনিশ্চয়তা
০৭ মে ২০১৫ দুপুর ০১:২৭
259825
আবু তাহের মিয়াজী লিখেছেন : দোয়া করবেন প্রবাসীদের জন্য,দেশের জন্য।
কোন প্রবাসী মানুষিক ভাবে শান্তিতে নেই।
আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্যর জন্য।
318605
০৭ মে ২০১৫ দুপুর ১২:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশে কিছু করার সুযোগ তো নাই ভাই!!!
কোন কিছু করতে যাবেন প্রথমে সরকারি অফিসার দের বাধা। ঘুষ দিয়ে সেই বাধা মুক্ত হতে হবে। তারপর রাজনৈতিক চাঁদাবাজ দের উৎপাত আর চেম্বার বা ব্যবসায়ি সংগঠন এর নামে রাজনৈতিক নেতাদের সিন্ডিকেট এর বাধা।
দেশে এখন বসবাস করাই দুরহ।
০৭ মে ২০১৫ দুপুর ০১:৩৩
259826
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভাইজান আপনার মন্তব্যর জবাব পড়ে চিন্তায় পড়ে গেলাম।
দেশে যে এত্তকিছু লাগে তা আগে জানাচ্ছিল না।
ধন্যবাদনিন মূল্যবান মন্তব্যর জন্য।
318611
০৭ মে ২০১৫ দুপুর ১২:৪০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : অনেক ভাল লাগলো, মনের কথাই বলেছেন, আমিরাতেও একই অবস্থা।
০৮ মে ২০১৫ রাত ১২:৩৮
259972
আবু তাহের মিয়াজী লিখেছেন : মামুন ভাই,আপনার মনের কথা বলতে ফেরে ,আমার ও ভালো লেগেছে........।Good Luck
আর ধন্যবাদনিন মূল্যবান মন্তব্যর জন্য।Good Luck Good Luck
318622
০৭ মে ২০১৫ দুপুর ০১:১৩
মোহাম্মদ লোকমান লিখেছেন : দেশের অবস্থা যদি ভালো হতো, শাসকেরা চুরি না করতো তাহলে আমরা কেউই প্রবাসে আসতাম না। সুন্দর দৃষ্টিআকর্ষণীয় পোস্টটির জন্য অনেক ধন্যবাদ।
০৮ মে ২০১৫ রাত ১২:৪৪
259980
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমাদের দেশের শাসকেরা কবে যে ভালো হবে....।
যেখানে অন্যান্য দেশের লোক আসে ৫০০/১০০০ রিয়েল খরচ করে। আর সে জাগায় আমাদের দেশের গুনতে হ্য় সাত লাখ।
বড় ভাই,ধন্যবাদনিন মূল্যবান মন্তব্যর জন্য।Good Luck
318624
০৭ মে ২০১৫ দুপুর ০১:২৭
মোস্তফা সোহলে লিখেছেন : অনেক ভাল বলেছেন । ধন্যবাদ
০৮ মে ২০১৫ রাত ১২:৪৬
259982
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনার স্বতঃস্ফূর্ত মূল্যবান উপস্থিতি এবং প্রেরণাময় মূল্যবান সুন্দর অনুভূতির জন্য জাজাকাল্লাহু খাইর।Good Luck
318629
০৭ মে ২০১৫ দুপুর ০১:৪২
দ্য স্লেভ লিখেছেন : কিছুই বলার নেই...তবে বিদেশ যাবার আগে খোজ খবর নেওয়া জরুরী। দালালদের কপ্পরে মানুষ ইচ্ছা করে পড়ে
318631
০৭ মে ২০১৫ দুপুর ০২:০৩
আবু জান্নাত লিখেছেন : আপনার উল্লেখিত খরচের বিষয়গুলো আবুধাবীর মতই। যেমনঃ
★কাতারে ফ্রী ভিসা বলতে কোন ভিসা নাই। ★কাতারে আসার পর ২ বছরের মধ্যে কফিল বদল করা যাবেনা। ★যে কফিল বা কোম্পানীর ভিসাতে আসবেন, সেখানে ছাড়া অন্য কোথাও কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমারা। ★কাতারে থাকার সিট ভাড়া কমপক্ষে ৩৫০ রিআল। ★কাতারে খাওআ বাবত মাসিক খরচ কমপক্ষ ৩৫০ রিআল। ★আর টেলিফোন করলে আরো যাবে ৫০/১০০ রিআল।
সচেতনতামূলক পোষ্টটির জন্য জাযাকাল্লাহ খাইর
318635
০৭ মে ২০১৫ দুপুর ০২:৩৭
egypt12 লিখেছেন : ভাইরে দেশের অবস্থাও এখন ভালো না অনেক খারাপ
১০
318651
০৭ মে ২০১৫ দুপুর ০৩:৪০
অনেক পথ বাকি লিখেছেন : দ্য স্লেভ লিখেছেন : কিছুই বলার নেই...তবে বিদেশ যাবার আগে খোজ খবর নেওয়া জরুরী। দালালদের কপ্পরে মানুষ ইচ্ছা করে পড়ে
১১
318654
০৭ মে ২০১৫ দুপুর ০৩:৫২
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : দেশের নেতারা চুরি করে, যে কারণে জনগণ কষ্ট পাচ্ছে। এই কথা অনেকেই বলে। তবে আমার দেখা যে, সাধারণ মানুষেরাও ছোট কাট চুরি অন্যায় দুর্ণীতি করেই যাচ্ছে। একজনকে ঠকিয়ে আরেকজন খাবার চিন্তা করছে না এরকম মানুষ পেতে অনেক কষ্ট হবে। যেমন প্রজা তেমন রাজা। সবার উচিৎ নিজেদের আমল শুদ্ধ করার চেষ্টা করা। অমুককে দিয়ে নয়, নিজেকে দিয়েই শুরু করতে হবে। তা না হলে বাঁচার আর কোনো পথ নাই।
১২
318667
০৭ মে ২০১৫ বিকাল ০৪:৫৫
সামছুল লিখেছেন : অনেক ভাল লাগলো, মনের কথাই বলেছেন, মালয়েশিয়াতে একই অবস্থা।জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
১৩
318675
০৭ মে ২০১৫ বিকাল ০৫:৩৮
শেখের পোলা লিখেছেন : 'তোরা যে যা বলিস ভাই,
আমার সোনার হরীণ চাই৷'
১৪
318684
০৭ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১০
নীলাঞ্জনা লিখেছেন : সমস্যা যত মধ্যপ্রাচ্যের সৌদিআরব, কুয়েত, কাতার, আমিরাত, দুবাই দেশগুলোতেই প্রকট।

অথচ অস্ট্রেলিায়া, কানাডা,আমেরিকা,সুইডেন, জাপান, নিউজিল্যান্ড, জার্মানী, বৃটেন অনেক ভাল। ওরা ইসলামের আলো! বঞ্চিত বলেই এতটা মানবিক হতে পেরেছে??
১৫
318723
০৭ মে ২০১৫ রাত ০৮:৪৭
আফরা লিখেছেন : প্রবাস যে কত কঠিন আসার আগ পর্যন্ত বুঝা যায় না ।যদি বুঝা যেত তাহলে কেউ আসত না । অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সচেতনমূলক পোষ্টের জন্য ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File