★প্রবাস জীবন★
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২১ এপ্রিল, ২০১৫, ০২:১৩:৫০ দুপুর
নিষ্ঠুর জীবন ধরতে যারা
পাড়ি দিতে চাও
সবুজ শ্যামল মায়ারাজ্য
ওরা ভূলে যাও।
প্রিয়জনের সান্নিধ্য থেকে
হাজার মাইল দূরে
থাকতে হবে এতিম হয়ে
দেয়াল বিহীন কারাগারে।
মা-বাবা ভাই-বোন
স্ত্রী-সন্তান ছেড়ে
সবার মুখে হাসি ফুটাতে
জীবন যাবে কুড়ে।
দুঃখের ছায়ার পরিবর্তে
সুখের সংসার গড়তে
সুখের স্বপ্ন সবাই কি আর
পারে পূর্ণ করতে!
বিষয়: বিবিধ
১০৬৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ভাইয়া ।
তবে কবিতা কবির জন্য নয়।মনে চাইল লিখেছি আর কিছুনা। ধন্যবাদ আফরা আপু এবং ঘুম ভাঙাতে চাই ভাইকে।
অনেক পথ বাকি ভাই, লেখাটির প্রতি আপনার দৃষ্টি দেয়ার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।
তবে আপনার সুন্দর অভিব্যক্তিময় লিখাটি চমৎকার হয়েছে।
সুন্দর লিখাটির জন্য শুকরিয়া!
মন্তব্য করতে লগইন করুন