★ডাস্টবিনে খুঁটে যারা খায়★
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৪ এপ্রিল, ২০১৫, ১২:৪৬:২০ দুপুর
চৌদ্দ হাজার টাকায় যারা
পান্তা ইলিশ খাও
ভুখা পেটে এদের তরে
হাতটা বাড়াই দাও।
কি লাভ হবে তোমার
পান্তা ইলিশ খেয়ে
ওদের অধীকার রাখবে কেন
তোমার পকেট ভরে।
গ্রাম শহর যেখানেসেখানে
ডাস্টবিনে খুঁটে যারা খায়
এই বৈশাখে তারা যেন
তাদের পাওনা পায়।
আসুন সবাই মিলে মিসে
সব ভেদাভেদ ছুড়ে ফেলে
বুকে নেই টেনে। তারাও
যেনো উঠে আনন্দে।।
(প্রিয় ব্লগারেরা আপনাদের যানা থাকলে বলবেন। মোবাইল থেকে ব্লগে ছবি পোস্ট এড করা জায় কিভাবে।)
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর আপনার ভালো লাগায় আমারও ভালো লাগলো।।
ভালো থাকবেন অবরত।
পান্তা ভাত খাওয়া ও হল না মেলায় ও যাওয়া হল না । কি আর করব ব্লগে বসেই মেলা দেখি ।
ধন্যবাদ ভাইয়া । আল্লাহ আমাদের ইসলামকে বুঝার ও মেনে চলার মন মানসিকতা দান করুন । আমীন ।
ব্লগেই ঘুরে ঘুরে নববর্ষ দেখেন সেটাই ভালো।
আর আপনার দোয়ার সাথে আমিন।
মানবতা কে বিদ্রুপ করার আকর্ষণীয় পথ এই পান্তা-ইলিশ!
নৈতিকতাহীন মানুষরাই এ সবে মজে!!
যেনো নৈতিকতা হারাতে বসেছে মুসলমানদের। আল্লাহ্ আমাদের হেফাজাত করুন।
জাযাকাল্লাহু খখাইর।সুন্দর মন্তব্যের জন্য।
আপনার কাছে ভালো লাগায় অনেক অনেক শুকরিয়া।।
আমার জীবনেও ইলিশ পান্তাভাত
খাইছি না।
মাঝেমাঝে কিছু লিখি এই আরকি।
আপনাদের কবিতা আর ছড়া পড়ে হিংসা হয়।তাই
ভালো থাকবেন সবসময় সেই দোয়া থাকলো।।
মন্তব্য করতে লগইন করুন