★ডাস্টবিনে খুঁটে যারা খায়★

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৪ এপ্রিল, ২০১৫, ১২:৪৬:২০ দুপুর

চৌদ্দ হাজার টাকায় যারা

পান্তা ইলিশ খাও

ভুখা পেটে এদের তরে

হাতটা বাড়াই দাও।

কি লাভ হবে তোমার

পান্তা ইলিশ খেয়ে

ওদের অধীকার রাখবে কেন

তোমার পকেট ভরে।

গ্রাম শহর যেখানেসেখানে

ডাস্টবিনে খুঁটে যারা খায়

এই বৈশাখে তারা যেন

তাদের পাওনা পায়।

আসুন সবাই মিলে মিসে

সব ভেদাভেদ ছুড়ে ফেলে

বুকে নেই টেনে। তারাও

যেনো উঠে আনন্দে।।

(প্রিয় ব্লগারেরা আপনাদের যানা থাকলে বলবেন। মোবাইল থেকে ব্লগে ছবি পোস্ট এড করা জায় কিভাবে।)

বিষয়: বিবিধ

১১২৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314844
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ০১:০১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাইয়া প্রধান সমস্যা হল এই ব্লগটার মোবাইল ভার্সন ওয়েবপেজ নেই যেটা অন্য অধিকাংশ ব্লগেরই আছে।এই জন্য মোবাইল সুবিধাগুলো এটায় নেই। তবে আপনি লুমিয়া ইউন্ডোজ ফোন ইউজ করে কম্পিউটার ভার্সনটাই ব্যাবহার করে ছবি সংযুক্ত করতে পারতে পারেন। এন্ড্রয়েডের ব্যাপারে জানিনা। অপেরা মোবাইল ব্রাউজার দিয়ে দেখতে পারেন( অপেরা মিনি কিন্তু হবেনা) আর কবিতা সুন্দর হয়েছে।
১৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০১
255844
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমার মনে হয় বর্তমানে ৮০%ব্লগার মোবাইলে ব্লগ পড়ে এবংলিখে।মুডুরা এব্যাপারে চিন্তাকরা জরুরী।
আর আপনার ভালো লাগায় আমারও ভালো লাগলো।।
ভালো থাকবেন অবরত।
314845
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ০১:০২
আফরা লিখেছেন : কত্ত শখ করে একটু পান্তা ভাত খেতে চেয়েছিলাম আর একটু বৈশাখি মেলায় ও যেতে চেয়েছিলাম তা সকাল বেলায় ব্লগে এত এত পোষ্ট দেখে আমার সব শখ পান্তা ভাতের পানির সাথে মিশে পানি হয়ে গেল ।

পান্তা ভাত খাওয়া ও হল না মেলায় ও যাওয়া হল না । কি আর করব ব্লগে বসেই মেলা দেখি ।

ধন্যবাদ ভাইয়া । আল্লাহ আমাদের ইসলামকে বুঝার ও মেনে চলার মন মানসিকতা দান করুন । আমীন ।

১৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪১
255859
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ইসরে! Yawn
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
255911
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমার জীবনেও এইদিনে ইলিশ আর পান্তাভাত খাইনা।আপনি মশকারা করেযে বলেছেন তামি জানি।
ব্লগেই ঘুরে ঘুরে নববর্ষ দেখেন সেটাই ভালো।
আর আপনার দোয়ার সাথে আমিন।
314857
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ০১:২৩
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
255913
আবু তাহের মিয়াজী লিখেছেন : সবুজ ভাই,আমাদের বাড়ী আসায় ভারি একখান ধন্যবাদ নিবেন,
314870
১৪ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০৯
কাহাফ লিখেছেন :
মানবতা কে বিদ্রুপ করার আকর্ষণীয় পথ এই পান্তা-ইলিশ!
নৈতিকতাহীন মানুষরাই এ সবে মজে!!
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৯
255916
আবু তাহের মিয়াজী লিখেছেন : আজকে গ্রাম থেকে শুরুকরে শহর,
যেনো নৈতিকতা হারাতে বসেছে মুসলমানদের। আল্লাহ্‌ আমাদের হেফাজাত করুন।

জাযাকাল্লাহু খখাইর।সুন্দর মন্তব্যের জন্য।
314895
১৪ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:০৮
গালিব আক্তার লিখেছেন : সুন্দর একটা কবিতা ।চালিয়ে যান ।
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
255917
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভাই,আমি কবিনা। মাঝেমাঝে মনে যা চায় লিখে জাই।
আপনার কাছে ভালো লাগায় অনেক অনেক শুকরিয়া।। Good Luck
314910
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি যদি শুকনো মরিচের পরিবর্তে কাচা মরিচ এবং ইলিশের পরিবর্তে পুটি মাছ দিয়ে পান্তাভাত খাই আমার কি বৈশাখী পালন হপে???
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
255918
আবু তাহের মিয়াজী লিখেছেন : হপে হপে,তবে আবিয়াত্তা নাহলে হবে।
আমার জীবনেও ইলিশ পান্তাভাত
খাইছি না। Crying
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
255919
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এক বিয়ে করে এতো লাফান কেন মিয়া ভাই ??Tongue Tongue Tongue Rolling on the Floor Rolling on the Floor
314912
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
egypt12 লিখেছেন : এন্ড্রয়েড থেকে তো ভালোই করা যায়
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
255920
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমার মোবাইল থেকে অনেক চেস্টা করেও পারছিনা।।
314916
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৪৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার লিখেছেন মিয়াজী ভাই Rose Rose Rose
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
255924
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপুজি,আচ্ছালামু আলাইকু।।
মাঝেমাঝে কিছু লিখি এই আরকি।
আপনাদের কবিতা আর ছড়া পড়ে হিংসা হয়।তাইTongue
ভালো থাকবেন সবসময় সেই দোয়া থাকলো।।
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৮:১৩
255934
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম। আপনি নিজেওতো চমৎকার লিখেন ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File