প্রবাসের খিচুড়ী সমাচার :

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৬ মার্চ, ২০১৫, ১২:২৭:৫২ রাত

আজকে আপনাদের মাঝে একটা ছোট খাট রম্য পোস্ট দিলাম।জানি আপনাদের ভালো লাগবেনা তার পরেও ঢেলে দিলাম, সামান্যতম হাসার জন্য। তাহলে শুরু,,,,

কাতারে বাংলাদেশী প্রবাসীদের অনেকেই জানিয়েছেন উনাদের বৃষ্টি দিনে খিচুরী খুবই পছন্দ, মুরগী বা সবজি দিয়ে। তবে ইলিশ ভাজাটা হলে আরো দারুন হয়।

এই রিপোর্ট লেখা অবস্থায় আরো একজন প্রবাসী জানালেন কাতারে ইলিশ কিনতে অনেকের দু 'দিনের ডিউটিরর টাকা চলে যায়।প্রতি কেজি ইলিশ ৭০/৮০ রিয়েল গুনতে হয়।

এই কথা শুনে রিপোর্টারের হার্ট অনেক শক্ত করে কিছু সময় নিরব থাকতে হয়।তা না হলে হার্ট ফেল করতে পারে!

ওই প্রবাসী আরো বলেন এতো দাম দিয়ে ইলিশ কিনে খিচুড়ি খাবেনা বলে অনেকেই যানিয়ে ছেন। এবং এতো দাম কেনো ইলিশের তাও প্রবাসী অনেকেই আপনাদের মাধ্যমে জানতে চেয়েছেন।

বিষয়: বিবিধ

১১৭৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311132
২৬ মার্চ ২০১৫ রাত ১২:৪৯
আফরা লিখেছেন : মাছের রাজা ইলিশ তাই দাম তো বেশিই হবে ।

পিয়াজ ছাড়া যদি ভর্তা খাওয়া যায় তাহলে ইলিশ ছাড়াও খিচুরী খাওয়া যাবে ভাইয়া । ডিম মনে সস্তা আছে ডিম ভেজে খিচুরি দিয়ে খান সেটাও মজা লাগবে ।

ইলিশ মাছ আমাদের এখানে ও অনেক দাম আমি কোন মাছই খাই না বাসার আর সবাই খায় তো তাই শুনি ।
311133
২৬ মার্চ ২০১৫ রাত ০১:২৩
আবু জান্নাত লিখেছেন : Cook Cook Cook Eat Eat Eat
311144
২৬ মার্চ ২০১৫ রাত ০২:৪০
দ্য স্লেভ লিখেছেন : ঢাকাতেও কিন্তু ইলিশের দাম অনেক। পতেলা বৈশঅখের আগে কেজি ১ হাজার টাকা বা আরও বেশী। স্বাভাবিক অবস্থায় ৭/৮ শত টাকা কেজী। আমি এখানে রুই মাছ কিনি কেজী ১৪ ডলার,আর দেশের সবথেকে সস্তা মাছ তেলাপিয়া কিনি ১০ ডলারে। স্বাদ তেমন সুবিধার লাগেনা। তবে ইলিম পেলে যত দামই হোক কিনতাম। অনেক খুজেও পাইনি। আমার এখানে বৃষ্টি বেশী,তবে আমি খিচুড়ী খাই। এটা ভাল লাগে। আরব দেশের ভাইদের জন্যে দোয়া রইলো। তারা অনেক কষ্ট করে পয়সা ইনকাম করে। আল্লাহ তাদের ভাল রাখুক
311169
২৬ মার্চ ২০১৫ সকাল ১০:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইলিশ এর দাম এই দেশেও বেশি। সব ইলিশ মমতা দিদি নিয়ে যায়!!
311277
২৭ মার্চ ২০১৫ রাত ১২:০৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। ইলিশ এর দাম ইউ কে তেও আকাশ ছোঁয়া। চমৎকার পোষ্টটির জন্য জাযাকাল্লাহু খাইর।

314707
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:২৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হা!হা! মজা পেলাম পড়ে ভাইয়া।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File