Thumbs Up Rose২৭ মার্চ কাতার কুরআন সুন্নাহ পরিষদের পিকনিক Thumbs Up Rose

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২২ মার্চ, ২০১৫, ০৮:২৬:৫২ রাত



আল শামাল সিটি পার্কের প্রবেশ তোরণ।

২৭ মার্চ শুক্রবার কাতারে বাংলাদেশী প্রবাসীদের সংগঠন বাংলাদেশ কুরআন সুন্নাহ্ পরিষদ BQSP এর উদ্যোগে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত হতে যাচ্ছে বিশাল বনভোজন। এবারের আয়োজন আল- শামাল সিটি পার্কে।

প্রতিবারের নেয় এবারও নানা রকম খেলাধুলা এবং সাংষ্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো থাকবে পুরো আয়োজন। থাকবে আকর্ষণীয় পুরষ্কার। দিনভর চলবে আনন্দ উল্লাস। পাশাপাশি থাকবে রকমারী মজাদার খাবারের সমাহার।



বনভোজনে শিশু , কিশোর,এবং বড়দের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আর মহিলাদের জন্যও আলাদাভাবে থাকবে সুব্যবস্থা এই সব আয়োজনের সুব্যবস্থা।

দূর প্রবাসে কর্মব্যস্ত জীবনে একটু অবসরের স্বাদ নিতে এই বনভোজনের আয়োজন করে কাতারের দিশাহারা মানুষের সত্যাগ্রাহীদের প্রিয় সংগঠন BQSP। এতে নানা পেশার প্রবাসী বাংলাদেশীরা অতিথি হিসেবে যোগদান করবেন।

কুরআন সুন্নাহ পরিষদ সূত্রে জানা গেছে, এবার প্রায় ৪ হাজার প্রবাসী এই বনভোজনে অংশ নেবেন।

বিষয়: বিবিধ

১০৮৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310517
২২ মার্চ ২০১৫ রাত ০৮:৫৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় ভাইয়া। চমৎকার আয়োজন। ভীষণ লাগলো।

অনেক ধন্যবাদ ।
310532
২২ মার্চ ২০১৫ রাত ০৯:৪০
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমারে দাওয়াত দিয়ে লাভ কি? আমি কি সেখানে থাকি? পারলে নিয়ে যান, আমার বুঝি আপনাদের সাথে পিকনিক করতে ইচ্ছে করে না!
310557
২২ মার্চ ২০১৫ রাত ১০:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ৪০০০!!!
এতবড় পিকনিক এই দেশেও বোধহয় হয়না।
310576
২৩ মার্চ ২০১৫ রাত ০১:২৮
আফরা লিখেছেন : আমি কি আসতে পারি ভাইয়া ।
310596
২৩ মার্চ ২০১৫ সকাল ০৮:০৫
শেখের পোলা লিখেছেন : মা শা আল্লাহ৷ ছবি দেখাতে ভুলবেন না যেন৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File