প্রবাসীদের কস্ট।
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৭ মার্চ, ২০১৫, ০৩:২০:০৫ দুপুর
স্বপ্ন নিয়ে পাড়ি জমায় অনেক প্রবাসী
সন্তানের জন্য কিনে নিবে অনেক সামগ্রী।
নতুন নতুন জামা নিবে সাথে নিবে খেলনা
এই আসাতে ধুঁকে ধুঁকে কাটে দিনগুলি।
মা বাবা আত্মীয় স্বজন থাকেন পথ চেয়ে
আসবে কখন টাকাকড়ি দিয়েছেন ঋন করে।
আনন্দে ভাসে স্ত্রীযে আসবে আমার স্বামী
গয়নাগাটি কিনে দিবে সাথে বেনারসি।
একদিন হঠাৎ খবর গেলো আর বেঁচে নেই প্রবাসী
সবই স্বপ্ন ভেঙ্গে গেলো, সবার চোখে পানি।
দোয়া করি আল্লাহ্র কাছে প্রবাসীদের দিও হায়াতে তাইয়েবা
সবার মনে শান্তীর আলো রাখিয়ো হামেসা।
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবার মনে শান্তীর আলো রাখিয়ো হামেসা।
মৃত্যু বেদনাদায়ক সেটা দেশে বিদেশে যারই হোক ।
ধন্যবাদ ভাইয়া ।
মৃত্যু বেদনাদায়ক সেটা দেশে বিদেশে যারই হোক ।
ধন্যবাদ আপনাকেও।
প্রবাসীদের কষ্ট নিয়ে লিখেছেন, কষ্টের অনুভূতির স্বাদ গ্রহন করছি প্রতিনিয়ত!
শুকরিয়া! জাযাকাল্লাহু খাইর!
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন