প্রবাসীর ব্যাথা
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১২ মার্চ, ২০১৫, ০২:৫৮:১৭ দুপুর
সোনার হরিন ধরতে আসে এই প্রবাসে,
বাপের দেয়া ভিটা বাড়ী যাচ্ছে খসে খসে।
সকাল বেলায় কাজে যেতে দেরী যদি হয়,
চাকরী তবে আর থাকবেনা মুদীর এসে কয়।
চিন্তায় তখন ঘুরে মাথা কিযে হবে এখন,
দেশের সবাই আশায় থাকে টাকা আসবে কখন।
ফ্রি ভিসায় মিডলইষ্ট আসতে চাইছেন যারা
ধরলে পুলিশ রক্ষে নাই মনে রাখবেন তারা।
আসার আগে ভাবুন তাই আসবেননা হুট করে
প্রবাসীদের কষ্টের ব্যাথা রাখে কি সরকারে?
সরকার শুধু আসলেই খুশী রাজনীতির ব্যাপার
সচেতন তাই হতে হবে তোমার আবার সবার।
বিষয়: বিবিধ
১০৭৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ভাইয়া ।
বাকীটা পরে ইন শা আল্লাহ্ লেখার চেষ্টা করব।
আপুকে অনেক ধন্যবাদ।
দেশের টাকা দেশেই রাখি
বাকীটা পরে ইন শা আল্লাহ্ লেখার চেষ্টা করব।
আঅনাকে ও অনেক ধন্যবাদ।ভালো থাকবেন অবিরত,,,,,
মন্তব্য করতে লগইন করুন