ব্লগ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি,(সাময়িক পোষ্ট)

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৪০:২২ রাত

লিখেছেন তৈয়্যিবুল্লাহ্ ভাই আমি ও লিখলাম।

টুডে ব্লগে আমার নিজের পাতা খুলতে গিয়ে "রং পাসওয়ার্ড" এর সমস্যায় পরেছি। কালকে ও একই অবস্তায় পরছিলাম। ই-মেইল ও করেছিলাম ।জবাব ও পয়েছিলাম, আজকে ও একই সমস্যা ।

আমার ইউজারনেম এবং পাসওয়ার্ড দেয়ার পর আমাকে বলা হচ্ছে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড ভূল, কাল বিকাল থেকেই এই সমস্যা হচ্ছে। কালকের সমস্য আজকেও ঠিক না হওয়ায় শেষ পর্যন্ত "পাসওয়ার্ড ভূলে গেছেন" আইকনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড নিতে হয়েছে।

আমি বুঝতে পারছিনা সমস্যাটি কোথায়,যদি ব্লগ কতৃপক্ষের এ সমস্যা সমাধানে কোন করণীয় থাকে তাহলে দ্রুত কিছু করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying

বিষয়: বিবিধ

১১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File