Rose Rose আগামী কাল উমরা হজ্বের উদ্দেশ্যে কাতার থেকে পবিত্র মক্কাশরীফ যাত্রা করব ইনশাআল্লাহ। Rose Rose

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২০ মে, ২০১৪, ০৩:২২:৫৫ দুপুর



অনেক দিনের আশা পবিত্র মক্কা শরীফ এবং পবিত্র মদিনা শরীফ নিজের চোখে দেখবো। পবিত্র কাবা শরীফে সালাত আদায় করব। হুজুর (স)-এর রওজা শরীফ জেয়ারত করব। কিন্তু এ আকাঙ্ক্ষা সবসময় আমার দিলকে ব্যাকুল-বেকারার করে রাখে যে, হায়, একবার, শুধু একবার যদি হাজির হতে পারতাম সোনার মদীনায়! একবার যদি সৌভাগ্য হতো নবীজীর রওযা .... তোমার ঘরের দীদার লাভের আশায়, তোমার হাবীবের রওযা শরীফের যিয়ারাতের তামান্নায় প্রতীক্ষার দিন গুণেই যাবো ! আল্লাহ তা’য়ালা এই গুনাহগারের দোয়া কবুল করেছেন। আলহামদুলিল্লাহ ।

তাই আমাদেরকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। পাপমুক্ত হতে কাছে ডেকেছেন। পাপ-পূণ্যের দিকে না তাকিয়ে তিনি তার দয়ার চাদরে ঢেকে রেখেছেন। এত অফুরন্ত আনন্দ আমরা রাখি কোথায়! আমরা যে যাচ্ছি কাবায়। পরম দয়াময় আমাদেরকে ডেকেছেন। আয়! কাছে আয়! কি তোমাদের চাওয়া! আমায় বলে যা! কি তোমাদের দুঃখ বেদনা! আয়! কেঁদে যা আমার আঙিনায়!

পরম দয়াময়ের পবিত্র গৃহের ক্ষুদ্র অতিথির তালিকায় এ অভাজনদের নাম! রাসূলের পবিত্র রওজায় হাজির হওয়ার সৌভাগ্যবানদের মধ্যে আমরাও কি একজন! এ বিস্ময় যদি বোঝানো যেত- এ অনুভূতি হৃদয় খুলে যদি দেখানো যেত!

আগামীকাল। আমি আর আমাদের প্রিয় ব্লগার বাক প্রবাস ( হাবিব ) ভাই মক্কা ও মদীনার উদ্দেশে যাত্রা। ইনশাল্লাহ। কাবার গিলাফ ধরে সব দাবি ও আবদার তাকে ছাড়া আর কাকে শোনাবো! প্রিয়তম রাসূলের রওজা মোবারকে! নিজের আবেগ ও ভালোবাসার সালাম দিব।

সকলের নিকট দোয়া চাই যেন আল্লাহ তা’য়ালা এই গুনাহগারের সকল গুনাহ মাফ করে আদায়কৃত উমরা হজ্ব কবুল করে নেন এবং যাদের উপর তিনি সন্তুষ্ট তাদের মত আমল করার তৌফিক দান করেন। আমীন।

বিষয়: বিবিধ

২৯৮০ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223777
২০ মে ২০১৪ দুপুর ০৩:৫৭
২১ মে ২০১৪ রাত ০২:৪৯
171299
আবু তাহের মিয়াজী লিখেছেন : জ্বি ভাইজান আপনার জন্য ও দোয়া করব।
223785
২০ মে ২০১৪ বিকাল ০৪:০৮
পুস্পিতা লিখেছেন : Praying Praying Praying
২১ মে ২০১৪ রাত ০২:৪৯
171300
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপুজির জন্য ও Praying Praying Praying
223802
২০ মে ২০১৪ বিকাল ০৪:৪০
ইমরান ভাই লিখেছেন : ভাই আমাদের জন্য একটু দুআ করবেন।
২১ মে ২০১৪ রাত ০২:৫০
171303
আবু তাহের মিয়াজী লিখেছেন : অবশ্যঅই ইশা আল্লাহ।Good Luck
223808
২০ মে ২০১৪ বিকাল ০৪:৪৬
হতভাগা লিখেছেন : ফি আমানিল্লাহ

দোয়া করি আল্লাহর কাছে যেন সুস্থ শরীরে সব কিছু সম্পন্ন করে আসতে পারেন ।
২১ মে ২০১৪ রাত ০২:৫১
171304
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমীন।Good Luck
223819
২০ মে ২০১৪ বিকাল ০৫:০৩
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আল্লাহ পাক আপনাকে কবুল করুন। আমিন।
২১ মে ২০১৪ রাত ০২:৫১
171305
আবু তাহের মিয়াজী লিখেছেন : সাথে আপানাকে ও কবুল করুন। আমীন।Praying Good Luck
223835
২০ মে ২০১৪ বিকাল ০৫:৪২
বাকপ্রবাস লিখেছেন : Praying Praying Praying Praying Praying
২১ মে ২০১৪ রাত ০২:৫২
171306
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনার জন্য ও Praying Praying Praying
223851
২০ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মোর লিগ্যা এক্কানা দোয়া কইরেন।
২১ মে ২০১৪ রাত ০২:৫৩
171307
আবু তাহের মিয়াজী লিখেছেন : অবশ্যঅই ইনশা আল্লাহ।Praying
২১ মে ২০১৪ দুপুর ০১:৫০
171416
মোবারক লিখেছেন : নাম্বার টা দিয়েন। দেখা করবো ইনশা আল্লাহ্‌
223912
২০ মে ২০১৪ রাত ০৯:২৮
মোবারক লিখেছেন : ওমরা শেষ করে জিদ্দা আসার সম্বাবনা আছে নাকি ব্র।
২১ মে ২০১৪ রাত ০২:৫৩
171308
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসলে ফোন করব।Good Luck Good Luck Good Luck
২১ মে ২০১৪ দুপুর ০১:৫০
171417
মোবারক লিখেছেন : নাম্বার টা দিয়েন। দেখা করবো ইনশা আল্লাহ্‌
223941
২০ মে ২০১৪ রাত ১০:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আল্লাহ তায়লা আপনার আশা কবুল করুন।
আমার জন্য একটু দুয়া করবেন।
২১ মে ২০১৪ রাত ০২:৫৬
171309
আবু তাহের মিয়াজী লিখেছেন : সকলের জন্য ইনশা আল্লাহ দোয়া করব। আর আপনার দোয়া ও আল্লাহ কবুল করুন। আমীন।Good Luck
১০
226277
২৬ মে ২০১৪ রাত ০২:৩৬
বাজলবী লিখেছেন : অামার জন্য দোয়া করবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File