আগামী কাল উমরা হজ্বের উদ্দেশ্যে কাতার থেকে পবিত্র মক্কাশরীফ যাত্রা করব ইনশাআল্লাহ।
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২০ মে, ২০১৪, ০৩:২২:৫৫ দুপুর
অনেক দিনের আশা পবিত্র মক্কা শরীফ এবং পবিত্র মদিনা শরীফ নিজের চোখে দেখবো। পবিত্র কাবা শরীফে সালাত আদায় করব। হুজুর (স)-এর রওজা শরীফ জেয়ারত করব। কিন্তু এ আকাঙ্ক্ষা সবসময় আমার দিলকে ব্যাকুল-বেকারার করে রাখে যে, হায়, একবার, শুধু একবার যদি হাজির হতে পারতাম সোনার মদীনায়! একবার যদি সৌভাগ্য হতো নবীজীর রওযা .... তোমার ঘরের দীদার লাভের আশায়, তোমার হাবীবের রওযা শরীফের যিয়ারাতের তামান্নায় প্রতীক্ষার দিন গুণেই যাবো ! আল্লাহ তা’য়ালা এই গুনাহগারের দোয়া কবুল করেছেন। আলহামদুলিল্লাহ ।
তাই আমাদেরকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। পাপমুক্ত হতে কাছে ডেকেছেন। পাপ-পূণ্যের দিকে না তাকিয়ে তিনি তার দয়ার চাদরে ঢেকে রেখেছেন। এত অফুরন্ত আনন্দ আমরা রাখি কোথায়! আমরা যে যাচ্ছি কাবায়। পরম দয়াময় আমাদেরকে ডেকেছেন। আয়! কাছে আয়! কি তোমাদের চাওয়া! আমায় বলে যা! কি তোমাদের দুঃখ বেদনা! আয়! কেঁদে যা আমার আঙিনায়!
পরম দয়াময়ের পবিত্র গৃহের ক্ষুদ্র অতিথির তালিকায় এ অভাজনদের নাম! রাসূলের পবিত্র রওজায় হাজির হওয়ার সৌভাগ্যবানদের মধ্যে আমরাও কি একজন! এ বিস্ময় যদি বোঝানো যেত- এ অনুভূতি হৃদয় খুলে যদি দেখানো যেত!
আগামীকাল। আমি আর আমাদের প্রিয় ব্লগার বাক প্রবাস ( হাবিব ) ভাই মক্কা ও মদীনার উদ্দেশে যাত্রা। ইনশাল্লাহ। কাবার গিলাফ ধরে সব দাবি ও আবদার তাকে ছাড়া আর কাকে শোনাবো! প্রিয়তম রাসূলের রওজা মোবারকে! নিজের আবেগ ও ভালোবাসার সালাম দিব।
সকলের নিকট দোয়া চাই যেন আল্লাহ তা’য়ালা এই গুনাহগারের সকল গুনাহ মাফ করে আদায়কৃত উমরা হজ্ব কবুল করে নেন এবং যাদের উপর তিনি সন্তুষ্ট তাদের মত আমল করার তৌফিক দান করেন। আমীন।
বিষয়: বিবিধ
২৯৮০ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দোয়া করি আল্লাহর কাছে যেন সুস্থ শরীরে সব কিছু সম্পন্ন করে আসতে পারেন ।
আমার জন্য একটু দুয়া করবেন।
মন্তব্য করতে লগইন করুন