((( আমার পুত্র তালহার মনের কথা)))
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৯ মার্চ, ২০১৪, ০৩:২৮:১০ দুপুর
বাবা আমার ডানা দেখ উড়বে আকাঁশে
তোমায় ছাড়া একলা আমি থাকি কি করে
সকাল হলে ডাকবে আমায়
লক্ষি বাবা বলে।
থাকবে আমার পাশে বসে একটু
অসুখ হলে।
ঝাপটি মেরে ধরব আমি তোমার
কোলে বসে।
স্নেহের ছোঁয়া দিয়ে তুমি
বুকে জড়াবে।
আমার চোখে পানি দেখলে
মুছে দেবে তুমি।
লাগবে না আর জামা -জুতু
তোমায় কাছে পেলে।
আগলে আমায় রাখবে তুমি
আদর সোহাগ দিয়ে।
বাবা তুমি ভালো থেকো দুর প্রবাসে
তাঁর সকাশে করব দোয়া
যিনি অন্তর্জামী। —
বিষয়: বিবিধ
১৫১০ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রবাসিদের আকুতি ছুঁয়ে গেল মনকে।
আপনার জন্য শুভকামনা........
প্রবাসে এসে আমিও আমার মেয়ের উদ্দেশ্যে কবিতা রচনা করতাম বসে বসে। তখনতো আর ব্লগ ছিল না, রুমমেটদেরকে পড়ে পড়ে শুনাতাম।
আর আপনি যে বলেছেন, আগে ব্লগ ছিল না। তবে আমি র্সবপ্রথম সোনার বাংলাদেশ ম্যাগাজিনে আপনার লেখাটি পড়ে ছিলাম। পড়ার পরে আমি ভাবতে লাগলাম, কি করে এত সুন্দর করে এখানে লিখে।
তবে ভাই, আমি আপনাদের ভালোবাসায সিক্ত।
সাথে আপার জন্য ও দুআ থাকলো।
আমার আপুটার কি হোলো।
আমার আপুটার মনটা খারাপ কেনু।
ওলে হারিকাপুটারে।
কান্দেনা কান্দেনা
কানের দুল কিনে দেবো
আলতা কিনে দেবো।
ওলে লাহিকাপু, খুতি হয়োনা এত্ত
বন্ধুদদন্য দুল কিনে টাকা কলোনা নষ্ট
যাহ'রাহ আছে তোমাল অপেক্ষায়
আলতা কিনে নুপূল কিনে লাগিয়ে দিয়ো তাল পায়
ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন অবিরত........
আর আপার দুআ আল্লাহ কবুল করুন। আমীন।
আপুজ্বী, ভেজাল একটা লেগেছে,তালহার আম্মু বলে আমি নাকি বড় ছেলেকে বেসি ভালোবাসি। একারনে তালহাকে নিয়ে কবিতা লিখি, ছোট ছেলে ইকরামাকে নিয়ে লেখিনা।
কি করব এখন 8-ইকরামাকে নিয়ে ও লিখতে হচ্ছে। দুআ করবেন যেন একটা কবিতা লিখতে পারি।
আসুন আমাদের বুকে বুকে...
ওলে লাহিকাপু, খুতি হয়োনা এত্ত
বন্ধুদদন্য দুল কিনে টাকা কলোনা নষ্ট
যাহ'রাহ আছে তোমাল অপেক্ষায়
আলতা কিনে নুপূল কিনে লাগিয়ে দিয়ো তাল পায়
মন্তব্য করতে লগইন করুন