চলুন ঘুরে আসি কাতারের আল-খোর বীচে।(ছবি ব্লগ) -
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৪৯:২৮ রাত
গত "দু"বছর থেকেই কাতারে টানা ২দিনের ছুটি দিয়ে থা্কে এই দিনে। ফিফা বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হবে তাই। এনিয়ে মাথায় একটা চিন্তা ছিলো, কোথাও যাওয়ার, কিন্তু একাতো যাওয়া যায় না। সাথের মিজান ভাই একটু ব্যস্ত চাকরি নিয়ে তবু ও যাওয়া চাই, যাহোক ওনাকে বলে রাজি করালাম। সমুদ্রটা দেখতে। ঠিক হলো সকাল দশটায় যাওয়া হবে, এজন্য গতকাল রাতে দরকারি তথ্যাবলী বলে নিলাম। গন্তব্যে গিয়েই ভাবলাম জায়গামত আসলামত নাকি, ভুল করলাম, বলে তখন প্রায় ১১টা। যাহোক সামনে এগোতেই দেখি সমূদ্রটির উকি।
সামনে এগোলাম নিশ্চিন্ত মনে, আমাদের প্লান ছিলো বীচ দেখে চলে আসব, কিন্তু শেষে দেখি সমূদ্র উপকুলে মাছের টেম্পুগুলি দাড়িয়ে আছে সারি সারি।
টেম্পুর সুন্দরে ভেতরে গেলাম, মাছের গন্ধে ভরপুর, এটা আসলে..........
আমারই লোভ লাগছিলো, স্মৃতি হিসাবে তুলে রাখতে.......
এবার মন খারাপ না করে চলুন ঘুরে আসি কাতারের আল খোর বীচে। আপনাদের বলে রাখি বীচটি যতটা সমুদ্র সৈকত হিসেবে প্রসিদ্ধ তারচেয়ে বেশি প্রসিদ্ধ মাছের সুর্ন্দয।
আমার প্রিয় প্রবাসী খেটে খাটা মানুষ এরা।
এই যে ছেলেটি, সে অনেক দুরন্ত পনা।
আর হা আপনারা ছবিতে যে তারিখটা দেখছেন, সেটা কিন্তু ভূল।একদিন পিছিয়ে।
বিষয়: বিবিধ
১৭৩১ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আলহামদুলিল্লাহ।
ধন্যবাদ আপনাকে
কঠিন সমীকরণ [টুডেব্লগের কী হবে??? ]
যিনি সব ক্ষমতার মালিক তিনি দুটো-ই রাখতে পারেন
দোয়া করি।
আরো একটু খুলে বল্লে বুঝে আসত জামাল ভাই।
কি কোন সমস্যা কিনা?
কঠিন সমীকরণ [টুডেব্লগের কী হবে??? ]
যিনি সব ক্ষমতার মালিক তিনি দুটো-ই রাখতে পারেন
দোয়া করি
জাযাকাল্লাহ..
অনেক দিন পরে।
আমি ও ধন্য আপনাকে পেয়ে।
আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইজান।
মন্তব্য করতে লগইন করুন