Thumbs Up Thumbs Up মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাজধানী দোহাতে হয়ে গেল এক জমকালো সাংস্কৃতিক প্রতিযোগিতার উৎসব। Thumbs Up Thumbs Up

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০৯ জানুয়ারি, ২০১৪, ০২:৫৭:৫০ রাত



বিকিউএসপি উদ্যোগে প্রতিবারের মত এবারও গত ৩জানুয়ারী ২০১৪ইং রোজ শুক্রবার কাতারের সবচেয়ে বর্ণাঢ্য ও বৃহৎ হল ফানার মিলনায়তনে হয়ে গেল এক জমকালো সাংস্কৃতিক প্রতিযোগিতার উৎসব। বিকেল চাটায়টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও প্রবাসী বাংলাদেশীরা নির্ধারিত সময়ের পূর্বেই কর্মব্যস্ত লোকগুলো সকল কাজ আনজাম দিয়ে অনুষ্ঠানে যোগদান করে একটু আনন্দ উপভোগ করার জন্য। কানায় কানায় ভরে উঠে ফানার মিলনায়তন। শিশু, কিশোর যুবক, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সের পুরুষ/মহিলা যোগদান করে অনুষ্ঠানে। যথা সময়ে অনুষ্ঠান শুরু হয়। সভাপতিত্ব করেন জনাব রশীদ চৌধুরী ,সাথে ছিলেন জুবের আহমদ চৌধুরী, পরিচালনা করেন মাওঃ আনোয়ারুল ইসলাম। বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট লেখক রেজাউল করিম। জাব ইঞ্জিনিয়ার কামারুল আহসান মিয়া ভাইসহ আরো কয়েকজন।



এটি ছিল একটি প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান। এই প্যাকেজ অনুষ্ঠানের মধ্যে ছিল কোরআন তেলায়াত,ইসলামী সংগীত, কবিতা আবৃতি, কৌতুক, স্বরচিত গান ও নাটক। আর আল হেরা শিল্পী গোষ্ঠীর সঙ্গীত পরিবেশনা সকল দর্শককে মাতিয়ে রাখে। আল হেরা সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী কাতারে একঝাক শিল্পী তৈরী করতে সক্ষম হয়েছে। সর্বত্র এই শিল্পীদের সুনাম শোনা যায়। এমন কি কাতারে বিভিন্ন অনুষ্ঠানেও এই বাংলাভাষী শিল্পীদের বাংলা গান গাইতে শোনা যায়। এতে একদিকে কাতারে বাংলাদেশীদের সুনাম বৃদ্ধি পাচ্ছে অপর দিকে এটিকে বাংলা ভাষার বিজয় বলেও উল্লেখ করা যায়। যা সম্পূর্ণ আল হেরা সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর কৃতিত্ব।



সভাপতি বক্তব্যে বললেন।সংস্কৃতি ব্যতিত কোন সভ্য জাতির বিকাশ ঘটতে পারে না। সুস্থ সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই একটি সভ্য জাতির বিকাশ ঘটে।এই প্রতিযোগিরা গান, কৌতুক আর নাটক নিয়েই ব্যস্ত নয়। সাহিত্য চর্চায়ও রয়েছে এদের ভূমিকা। প্রতিটি প্রতি যোগিদেরকে কিভাবে সৎ যোগ্য মানুষ তেরি করা যায় বিকিউএসপি সেই কাজই করে যাচ্ছে। এই ভাবে সাহিত্য ও সংস্কৃতি দুটিই চর্চা হতে থাকে এবং এর মাধ্যমে আত্মপ্রকাশ করতে থাকে নতুন নতুন প্রতি যোগি।



সভাপতি আরো বলেন একমাত্র ইসলামই পারে মানবতার মুক্তি দিতে। মানুষের জৈবিক চাহিদার পাশাপাশি মনের খোরাক দিতে হয়। তা না হলে অন্তর মরে যায়। আর সেই মনের খোরাক হলো সংস্কৃতি। এ সংস্কৃতি চর্চা, শ্রবণ, দর্শন সবই মানবজীবনে চলার পথে আত্মার প্রশান্তি জোগায়। তবে এ সংস্কৃতি চর্চা কিন্তু গতানুগতিক হলে চলবে না। এর একটি দিকনির্দেশনা রয়েছে, যা প্রদান করেছে ইসলাম। অর্থাৎ কেউ যদি এ ইসলামী সংস্কৃতিকে মনেপ্রাণে ধারণ করে জীবনের প্রতিটি পদক্ষেপে অগ্রসর হয়, ফলস্বরূপ সে পাবে কাজে-কর্মে বরকত এবং অনাবিল প্রশান্তি। ইসলামী সংস্কৃতিকে আমরা দৈনন্দিন জীবনের প্রতিটি কাজেই ব্যবহার করতে পারি। আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) আদেশ-নিষেধকে নিজের জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করা। এসবই সংস্কৃতি চর্চার অংশ। আমরা যদি জীবনের সর্বশেষ নিঃশ্বাস অবধি ইসলামী সংস্কৃতিকে ধারণ করতে পারি তাহলেই পুরস্কারস্বরূপ আমাদের জন্য রয়েছে ইহকালীন ও পরকালীন শান্তি। সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি জনাব রশিদ চৌধুরী ।পুরস্কার বিতরণ পর্ব শেষে হালকা নাস্তা পর্ব শুরু হয়। আর হালকা নাস্তার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। রাত ৮.৫০টা । সর্বশেষে এক বুক আনন্দ উল্লাস নিয়ে সকলে ছুটে চলে নিজ নিজ গন্তব্যে।

প্রবাসে কর্ম ব্যস্ততার মাঝে এই ধরনের অনুষ্ঠান সবাইকে শত কষ্ট ক্লান্তি আর স্বজনদের ছেড়ে দুরে থাকার বেদনা ক্ষণিকের জন্য হলেও ভুলিয়ে রাখে এবং আনন্দ সাগরে অবগান করাতে সক্ষম হয়।

বিষয়: বিবিধ

৩৬৯০ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160619
০৯ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০৪
এক্টিভিষ্ট লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১১ জানুয়ারি ২০১৪ রাত ০৪:৪৮
115551
আবু তাহের মিয়াজী লিখেছেন : লেখাটির প্রতি আপনার দৃষ্টি দেয়ার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।
160625
০৯ জানুয়ারি ২০১৪ রাত ০৪:৩০

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7218

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> যমুনার চরে লিখেছেন : বোরকা নাঁচের ছবি কই???????
160628
০৯ জানুয়ারি ২০১৪ রাত ০৪:৪৪
শেখের পোলা লিখেছেন : বিদেশের মাটিতে দেশীয় সংষ্কৃতি শুনে ভাল লাগল৷ ধন্যবাদ৷
১৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৩
118245
আবু তাহের মিয়াজী লিখেছেন : লেখাটির প্রতি আপনার দৃষ্টি দেয়ার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ
160651
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:১৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ Rose
১৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৩
118244
আবু তাহের মিয়াজী লিখেছেন : । Rose Rose Rose Good Luck Good Luck Good Luck
160654
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩২
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : ভাল লাগল৷ ধন্যবাদ৷
১৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৪
118246
আবু তাহের মিয়াজী লিখেছেন : Rose Good Luck Good Luck
160655
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৩৪
সিটিজি৪বিডি লিখেছেন : শেয়ার করার জন্য মিয়াজী ভাইকে অনেক অনেক ধন্যাবাদ। কাতার প্রবাসী সকল ব্লগার ভাইদেরকে আমার সালাম পৌছে দিবেন।
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৯
115062
বাকপ্রবাস লিখেছেন : ওয়াইলাইকুম আসসালাম
160675
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৯
বাকপ্রবাস লিখেছেন : হায় হায় মিলার ধুম ধারাক্কা নাচা গানা ছিলনা তবুও এত লোক?
০৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২১
115180
সিটিজি৪বিডি লিখেছেন : আপনি কি করছিলেন?
160935
১০ জানুয়ারি ২০১৪ রাত ০১:৪৭
চেয়ারম্যান লিখেছেন : সুন্দর ও অনুপ্রাণিত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File