কাতার প্রবাসীদের এক জমকালো সাংস্কৃতিক প্রতিযোগিতার উৎসব হবে ০৩/০১/২০১৪ আজ বাদ আছর।

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০৩ জানুয়ারি, ২০১৪, ১২:০৩:৩৯ দুপুর



হিম হিম শীতের বাতাস। তবুও সুস্থ সংস্কৃতির চেতনার মানুষগুলো থেমে থাকবেনা। এগিয়ে আসবে সুন্দর মনন শীলতার বিকাশে।কাতারের সবচেয়ে বর্ণাঢ্য ও বৃহৎ হল ফানার মিলনায়তনে অনুষ্ঠিত হবে ।

সংস্কৃতি ব্যতিত কোন সভ্য জাতির বিকাশ ঘটতে পারে না। সুস্থ সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই একটি সভ্য জাতির বিকাশ ঘটে। তাই প্রবাসী বাংলাদেশীরাও এই সংস্কৃতি চর্চা থেকে পিছিয়ে নেই। সুস্থ ধারার সংস্কৃতি চর্চার জন্য কাতার প্রবাসীরা গঠন করে” বিকিউএসপি বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ।

এই বিকিউএসপি উদ্যোগে বিভিন্ন সময়ে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। বিশেষ করে প্রতি বছর একবার প্রতিযোগীতা মূলক একটি অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এতে প্রবাসীরা সংস্কৃতি চর্চার প্রতি আগ্রহী হয় এবং প্রবাস জীবনে কর্মব্যস্ততা থেকে মুক্ত হয়ে একটু আনন্দ উপভোগ করে থাকে।

আজ বিকেলে অনুষ্ঠান শুরু হবে। নির্ধারিত সময়ের পূর্বেই কর্মব্যস্ত প্রবাসীরা সকল কাজ আনজাম দিয়ে অনুষ্ঠানে যোগদান করে আনন্দ উপভোগ করার জন্য ছুটে আসবেন।

প্রতিবারের মত এবারও কাতারের সবচেয়ে বর্ণাঢ্য ও বৃহৎ হল ফানার মিলনায়তনে হবে এক জমকালো সাংস্কৃতিক উৎসব।অতএব সকলের দাওয়াত।

বিষয়: বিবিধ

১৩১৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158619
০৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সুস্হ সাংস্কৃতিক চর্চার বিষয়বস্তু কি কি? সাংস্কৃতিক প্রতিযোগিতা কি কি বিষয়ের উপর হবে?
০৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২২
113326
বাকপ্রবাস লিখেছেন : যা হবেনা সেটা হল,
১) দেশ থেকে নর্তন কুর্দন ওয়ালা ওয়ালিরা আসবেনা এসব হবেনা

২) প্রবাসীদের মধ্যে যারা উদ্যাম নৃত্য দিয়ে কিছু সুড়সুড়ি শুনতে চাইবেন তারা আসবেননা

৩)বাংলাদেশের এবং ইসলামের অবমাননা হয় এমন কোন কিছু পরিবেশনা করা হবেনা

উপরোক্ত বিষয়গুলো পরিহার করে যেভাবে সুস্থ, সুন্দর এবং সাবলিল সংস্কৃতি চর্চা করা যায় তা সবই থাকবে আশা করা যায়
০৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৬
113328
আবু তাহের মিয়াজী লিখেছেন : যা হবে সেটা হল। সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৪

১/ক্বেরাত প্রতিযোগিতা।
২/ইসলামী সংগীত প্রতিযোগিতা।
৩/নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা।
৪/মৌখিক প্রশ্নোত্তর প্রতিযোগিতা ।
.......সাথে থাকবে পুরস্কার বিতরণ......ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
158624
০৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০২
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
158658
০৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৬
আলোর কাছে বাঁধা আমি লিখেছেন : ভাইয়া দুবাই যাইতে মন চায় -- আমারে নিয়ে যাবেন আপনি আকামা দিয়ে-- আমার না বহুত ইচ্ছা দুবাই যাওয়ার--
158770
০৩ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৩
লোকমান লিখেছেন : ভালা নিউজ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File