ঈদের আড্ডা , ঈদ কোথায় কেমন ঈদ করেছেন।
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০৯ আগস্ট, ২০১৩, ০৪:৫৬:৪১ বিকাল
রোজার শেষে আনন্দের বার্তা নিয়ে মুসললিম জাতির দারে দারে উপস্থিত হয়েছে ঈদ। ধনি-গরিব এক কাতারে ঈদের জামাত শেষে কোলাকুলি যেন স্বর্গীয় দৃশ্য। আনন্দ প্রকাশের এক দৃষ্টি নন্দন ছবি। ক্ষনিকের তরে হলেও সব ভেদাভেদ ভুলিয়ে দিতে সক্ষম এই ঈদ। কিন্তু এই আনন্দের মাঝেও কিছু কিছু মানুষ আছে যাদের গায়ে ঈদে আনন্দের কোন ছোয়া লাগে না।
এদের মধ্যে এক প্রকার হচ্ছে গরিব দুঃখি মানুষ যারা অর্থের অভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে না, আরেক প্রকার মানুষ হচ্ছে যারা প্রবাসী। তাদের কাছে টাকা পয়সা থাকলেও আপনজনেরা কাছে না থাকার কারণে ঈদ তাদের জীবনে কোন প্রকার প্রভাব বিস্তা করতে পারে না।
চলেন সবে খুশি হই আনন্দে ভরে রই মুছে সব শোক সব ব্যাথা শেয়ার করি মনের কথা। ভরে উঠুক চারিদিক চারপাশ আনন্দে পাখিরা গেয়ে উঠুক নতুন ছন্দে। আমরা আজকের আড্ডায় কে কোথায় কিভাবে ঈদ করেছি তা শেয়ার করি চলুন।
বিষয়: বিবিধ
২৬৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন