মুমিনদের হতাস হয়ার কিছুই নাই।
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৫ জুন, ২০১৩, ০৩:২০:১৯ দুপুর
যদি আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের কারণে পাকড়াও করতেন, তবে ভুপৃষ্ঠে চলমানকাউকে ছেড়ে দিতেন না। কিন্তু তিনি এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদেরকে অবকাশ দেন। অতঃপর যখন সে নির্দিষ্ট মেয়াদ এসে যাবে তখন আল্লাহর সব বান্দা তাঁর দৃষ্টিতে থাকবে। [আল ফাতির(৪৫)]
আজ আমরা যখন সেই সব মানুষদের দেখি আমাদের সমাজে যারা অপরের ওপর অন্যায়কারী, যারা পাপাচারী, যারা আল্লাহ এবং রাসুলের নির্দেশ অমান্নকারি, যারা অস্লিলতার প্রস্রয়দাতা তারা বহাল তবিয়তে দুনিয়ায় টিকে আছে, সুখের ভোগের রাজ্য কায়েম করেছে।
অথচ আমরা মুমিন সম্প্রদায় আছি দুঃখ কষ্টের মাঝে, আমরা ভাবি আল্লাহ কি নায় বিচার করেন না? হা নিশ্চয় আল্লাহ তা করেন, কিন্তু তাদের জন্য আছে একটা নির্দিষ্ট সময় যা তারা পেয়েছে আল্লাহর কাছ থেকে। সে সময় অর্থাৎ ইহকালের জীবন থাকা পর্যন্ত তাদের জন্য সুযোগ তাওবা করার ও ফিরে আসার। সেই সময় অতিক্রমের পর তাদের অবশ্যই আল্লাহ'র শাস্তির মুখোমুখি হতে হবে।
তোমরা জেনে রাখ, পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক, সাজ-সজ্জা, পারস্পরিক অহমিকা এবং ধন ও জনের প্রাচুর্য ব্যতীত আর কিছু নয়, যেমন এক বৃষ্টির অবস্থা, যার সবুজ ফসল কৃষকদেরকে চমৎকৃত করে, এরপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তাকে পীতবর্ণ দেখতে পাও, এরপর তা খড়কুটা হয়ে যায়। আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার উপকরণ বৈ কিছু নয়। (আল হাদিদঃ ২০)
আর তাই মুমিনদের হতাস হয়ার কিছুই নাই। কারন চূড়ান্ত এবং অনন্ত ফল তাদের জন্য রয়েছে তাদের পালনকর্তার পক্ষ থেকে।
আমরা আল্লাহ'র ক্ষমা ও সন্তুষ্টির জন্য ধৈর্য ধারন করব না কি?
বিষয়: বিবিধ
১৯৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন