হায়! হায়! আমাকে দখল করে ফেলেছে।
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৩ জুন, ২০১৩, ০৪:১৪:৫৭ বিকাল
আপনারা ভাবছেন,আমাকে আবার বুশের ইরাক দখলের মতো দখল করলো কে?
হ্যাঁ আপনাকে কেউ দখল করেছে, আপনার স্বাধীনতা লুন্ঠন করেছে, জাতিসংঘের অনুমোদন ব্যতিরেকে, তবে আপনাকে যে দখল করেছে সেতো আইন অনুযায়ী করেছে জাতিসংঘের (পিতা-মাতার) অনুমোদন নিয়েই করেছে। সামলান এবার............।
এবার দখল কারীর নাম বলি যা শুনার জন্য আপনারা খরগোসের মতো কান খাড়া করে আছেন।
দখল কারী হচ্ছে আপনার ছোট্ট একটা বউ । ভাবছেন আপনার অনেক বউ বলছি! আমাকে সন্দেহের ...চোখে দেখছেন!!
বুঝেছি বিষয় গুলো খুলে না দিলে আপনাদের মনের সন্দেহ দূর হবেনা।ছোট্ট বললাম এ জন্য যে আপনার বউটা আপনার বয়সের চেয়ে একটু ছোট আর একটা বললাম এজন্য যে আপানার একটা মাত্র বউ , এক জনের কতইবা থাকে!
যাক বলছিলাম বউ কেন দখলদার হলো, কিভাবে হলো কত প্রকারে হলো উদাহরণ সহ শুনবেন! তাহলে শুনুন ....বিয়ে মানে আনন্দ। যারা বিয়ে এখনো করেন নাই আর দেরি নয় । ঘটকদের সাথেযোগাযোগ করার পরই দেখবেন ছোট খাট একটা সুন্দরী ঘরনি ঘরে ঘুর ঘুর করছে, মনের পতাকা বিনা বাতাসে পত পত করে উড়ছে, তখন আপনার দেখা পায় কে? এবার শুনুন বিয়ের পর কি কি স্বাধীনতা হারালেন।
(এক) বিয়র আগে আপনি যখন ইচ্ছে তখন বগল বাজাতে বাজাতে বাসায় ফিরতেন আর এখন সন্ধার আগেই বাসায় ফিরতে হবে। নাহলে ঘরে কাল পতাকা অর্ধনমিত অথবা পূর্ননমিত থাকবে। শোকের নিরবতা পালন করা হবে, যেমনটি করা হয় একুশে ফেব্রুয়ারিতে । তবে এখানে টাইম থাকে, এক মিনিট বা এক ঘন্টা ঐ টাইমের পরে সবাই নড়েচড়ে কথা বলা শুরু করে। আর আপনার বেলায় টাইমের লিমিট থাকবেনা। কালো পতাকা সাদা হবেনা, এ কালো পতাকা সাদা করার জন্য কত কি-যে করতে হবে, যেটা জানেন সেটা করবেন, যেটা জানেন না সেটা ও করবেন ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে। কখনো কাজ হবে কখনো কাজ হবে না, আবার কখনো দুটুই কাজ হবে।
(দুই) আগে অফিস থেকে আসার সময় কতজনের বাসায় উঠেছেন, কত জায়গায় ঘুরেছেন, দশ মিনিটের পথকে এক ঘন্টার পথ বানিয়েছেন। আর এখন অফিস থেকে সোজাসুজি বাসায় আসতে হবে শর্টকাট পদ্ধতিতে। অফিস থেকে আসতে একটু দেরী হলে আপনাকে কৈফিয়াত দিতে হবে। আপনি কোথায় কোথায় গিয়েছিলেন কিংবা আসার সময় রাস্তায় কোন দিকে হা........ করে তাকিয়ে ছিলেন কিনা? বাসায় এসে বন্দি হবেন। যেন সেই গান গাইতে ইচ্ছে করবে আমি বন্দি কারাগারে......বউ আমার সম্বল।
(তিন) আফিসে বউয়ের টেলিফোন রিসিভ না করলে কৈফিয়াত দিতে হবে ঐ সময়ে কোথায় ছিলেন। কতক্ষণ ছিলেন, কেন সেথায় ছিলেন, কি করছিলেন,কি ভাবে গেলেন, কি ভাবে এলেন রাস্তায় কার কার সংগে দেখা হলো কি কথা হলো ইত্যাদি ইত্যাদি, হানিফ সংকেতের ইত্যাদি ।
(চার) তরকারীতে যতই ঝাল বা লবন হোকনা কেন । বলতে হবে রান্না বেশ মজা হয়েছে। যে দিন ঝাল বা লবনের মাত্রা সীমা অতিক্রম করে অসীম হয়ে যায় । সেই দিন বউ নিজের থেকেই বলবে আজকে ঝাল বা লবন একটু বেশি হয়ে গেছে তাই না? আপনি উত্তর দিবেন আসলে তোমার দোষ নাই ঝাল বা লবন বেশি হয়নি, সবজি কম হয়েছে। মানে বুঝাইতে চাইবেন যে সব্জির পরিমান একটু বেশি হলে লবনটা ব্যালান্স হয়ে যেতো। আপনি বলবেন যে সব্জি বেশি পরিমান কিনি নাই এটাতো আমারই দোষ। বউ মনে মনে খুশি হবে। ঠোটে হাসির ঝিলিক দেখা যাবে।
পরিশেষে বলি আপনারা যারা বিয়ের পীড়িতে বসার সুযোগ পাননাই তথা বিয়ে করেন নাই, আপনারা বিয়ের পীড়িতে বসার আগে মানষিক ভাবে প্রস্তুতি নিবেন।
(ফান পোস্ট)
বিষয়: বিবিধ
১৯২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন