আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তায়ালা আমাকে আরো একটি পুত্র সন্তান দান করেছেন।

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২০ জানুয়ারি, ২০১৩, ০৪:৪৪:০৬ বিকাল



আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তায়ালা আমাকে আরো একটি পুত্র সন্তান দান করেছেন। সন্তানের বাবা হওয়া সত্যিই অনেক আনন্দের।

গত ১৬জানুয়ারী বুধবার দুপুর ১২টা ২৫মিনিটে আল্লাহ আমাকে সুন্দর ফুটফুটে দ্বিতীয় পুত্র সন্তান দান করেছেন।আবার ও পড়ি আলহামদুলিল্লাহ... মা ও বাচ্চা সুস্থ আছেন। আপনাদের দোয়ায়।

আমরা সবাই জানি হযরত ইব্রাহীম আলাইহিচ্ছাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন " রাব্বি হাবলি মিনাচ্চালেহীন" হে আল্লাহ আমাকে নেক্কার সন্তান দান কার। আল্রাহ হযরত ইসমাইল আলাইহিচ্ছামকে দান করেছেন। আমিও সবসময় এই দোয়া করছি এবং করব। তাদেরকে যেন বাবা-মায়ের জন্য সর্বক্ষণীক এই দোয়াটি পড়ার শিক্ষা দিতে পারি "রাব্বির হমহুমা কামা রাব্বায়ানী ছগীরা"



আমার বড় ছেলে তালহা । জন্ম ১৯ জুলাই ২০০৯ ইং

আমার বড় ছেলের বয়স ৩বৎসর ৮মাস। বড় ছেলের নাম তালহা ।দ্বিতীয় ছেলের নাম এখন ও রাখা হয়ইনি। ব্লগার ভাই-বোনেরা সুন্দর সুন্দর নাম দিয়ে সহযোগিতা করতে পারেন। আপনাদের কাছ থেকে সুন্দর ও অর্থবহ নামের প্রস্তাবনা প্রত্যাশা করছি ।

আগামী কাল আমার দ্বিতীয় সন্তানের আকিকা করা হবে। আপনাদের দাওয়াত।

আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি আমি যেন তাদেরকে মুসলমান হিসেবে গড়ে তুলতে পারি ।মহান আল্লাহ আমাকে সে তৌফিক দান করুন -আমিন।

বিষয়: বিবিধ

২০০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File