বহুদিন ব্লগে লিখিনা
লিখেছেন লিখেছেন অচেনা প্রতিবিম্ব ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৫১:২৭ দুপুর
বহুদিন হয়ে গেছে ব্লগে কোন লেখা হয়ে উঠেনা। বাস্তবতা হচ্ছে, ঠিক কোন বিষয় নিয়ে লিখব তা ভেবে পাচ্ছিনা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষিত এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যা দেখাতো দূরের কথা কখনো ভাবনায়ও আসেনি। পত্রিকার পাতাতে চোখ বুলাতেই, অঝরে বারি ঝরে। প্রতিদিন খুন, রাহাজানি, ধর্ষণ!! ইত্যাদি দেখতে দেখতে এখন চোখগুলোও একটু বিশ্রাম প্রার্থনা করছে। ছোট বেলায় যাদের লেখা পড়ে, বুঝতে শিখেছি মানবতা কি? মূল্যবোধ কি? আত্মসম্মান কি? আজ তাদের লেখা পড়লেই যেন আঁতকে উঠি! ভাবতে থাকি আমি সেই লেখকের/কলামিস্টের লেখা পড়ছি, যাকে আমি আমার জীবন চলার পথে সবচেয়ে গুরুত্ব দিয়েছি। বর্তমান বাংলাদেশের/বিশ্ব মানবতার পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যে পরিস্থিতি কিনা ইতিহাসের পাতার সেরা কলঙ্কজনক অধ্যায়কেও হার মানিয়েছে। অথচ আমার প্রিয় সেই সমস্ত লেখক/কলামিস্টরা আজ তাদের কলমে এবং বিবেকবোধে কুলূপ এঁটে বসে আছেন। সত্যিই বড় বিচিত্র আমাদের এই মানবতা, বড় বিচিত্র এই পৃথিবী। আমরা কখনো ক্ষুদ্র প্রানী হত্যার বিপক্ষেতো কখনো মানুষ হত্যার পক্ষে!! আজ বুঝলাম সব কিছুই আমরা চাই আমাদের প্রয়োজন অনুযায়ী, হোক সেটা মানবিক আর হোক সেটা অমানবিক।
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সব কিছুই আমরা চাই আমাদের প্রয়োজন অনুযায়ী, হোক সেটা মানবিক আর হোক সেটা অমানবিক।
ধর্ম-আদর্শ নির্বিশেষে আমাদের চাওয়াটাকে যতক্ষণ সত্য/ন্যায়নিষ্ঠ করতে না পারি ততক্ষণ সুখ-শান্তি সাফল্য-সমৃদ্ধির স্বপ্ন অধরাই রয়ে যাবে!!
ব্লগপাড়ায় নিয়মিত সাক্ষাতের দাবী রইলো
আর মুমিনদের জন্য পরকালীন ব্যাপারটা তো আলাদাই রয়েছে!
ওদের লেখা আপনাকে পড়তে হবেনা। আমরাই আপনার লিখার পাঠক হব।
ধন্যবাদ।
আপনারা থাকলে পাশে হব আমি ধন্য।
মন্তব্য করতে লগইন করুন