বহুদিন ব্লগে লিখিনা

লিখেছেন লিখেছেন অচেনা প্রতিবিম্ব ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৫১:২৭ দুপুর

বহুদিন হয়ে গেছে ব্লগে কোন লেখা হয়ে উঠেনা। বাস্তবতা হচ্ছে, ঠিক কোন বিষয় নিয়ে লিখব তা ভেবে পাচ্ছিনা। বাংলাদেশের বর্তমান প্রেক্ষিত এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যা দেখাতো দূরের কথা কখনো ভাবনায়ও আসেনি। পত্রিকার পাতাতে চোখ বুলাতেই, অঝরে বারি ঝরে। প্রতিদিন খুন, রাহাজানি, ধর্ষণ!! ইত্যাদি দেখতে দেখতে এখন চোখগুলোও একটু বিশ্রাম প্রার্থনা করছে। ছোট বেলায় যাদের লেখা পড়ে, বুঝতে শিখেছি মানবতা কি? মূল্যবোধ কি? আত্মসম্মান কি? আজ তাদের লেখা পড়লেই যেন আঁতকে উঠি! ভাবতে থাকি আমি সেই লেখকের/কলামিস্টের লেখা পড়ছি, যাকে আমি আমার জীবন চলার পথে সবচেয়ে গুরুত্ব দিয়েছি। বর্তমান বাংলাদেশের/বিশ্ব মানবতার পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যে পরিস্থিতি কিনা ইতিহাসের পাতার সেরা কলঙ্কজনক অধ্যায়কেও হার মানিয়েছে। অথচ আমার প্রিয় সেই সমস্ত লেখক/কলামিস্টরা আজ তাদের কলমে এবং বিবেকবোধে কুলূপ এঁটে বসে আছেন। সত্যিই বড় বিচিত্র আমাদের এই মানবতা, বড় বিচিত্র এই পৃথিবী। আমরা কখনো ক্ষুদ্র প্রানী হত্যার বিপক্ষেতো কখনো মানুষ হত্যার পক্ষে!! আজ বুঝলাম সব কিছুই আমরা চাই আমাদের প্রয়োজন অনুযায়ী, হোক সেটা মানবিক আর হোক সেটা অমানবিক।

বিষয়: বিবিধ

১২৬৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177838
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৬
ভিশু লিখেছেন : তবুও তো চলতে হবে, সামনে এগিয়ে যেতেই হবে, জবাবদিহির অনুভূতি নিয়ে লিখে যেতে - উপায় খুঁজে নিয়ে নিয়মতান্ত্রিকভাবে কাজ করে যেতে হবে অবিরাম সত্যানুসন্ধিৎসুদের...Praying Happy Good Luck Rose
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৭
130954
অচেনা প্রতিবিম্ব লিখেছেন : সেই প্রত্যাশায় আবার লেখা লেখি শুরু করব ভাবছি। আর সাথেতো আপনারা সকলেই আছেন।Good Luck
177840
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৯
আহমদ মুসা লিখেছেন : আপনি যেসব লেখক/কলামিষ্টের কথা বলছেন হয়তো তাদের মধ্যে কেউ কেউ অর্থ লোভে নীতি কথা ভুলে গেছে, কেউ কেউ নিরাপত্তার অভাবে চুপ মেরে বসে আছে, কেউ কেউ ভাড়াটিয়া হিসেবে মাথা বিক্রি করেছে। অবশ্য একটি বিরাট সংখ্যক মানুষ এখনো পর্যন্ত ন্যায় ও সত্যের পক্ষে জীবনের যুকি নিয়ে অন্যায় ও জুলুমের প্রতিবাদ করে যাচ্ছে।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৮
130955
অচেনা প্রতিবিম্ব লিখেছেন : ধিক সেই সমস্ত মাথা বিক্রেতাদের প্রতি, যারা প্রতিদিন বড় বড় বুলি কপচাতে থাকেন।
177852
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৯
মাজহার১৩ লিখেছেন : বহু দিন পর আসার জন্য স্বাগতম।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২০
130956
অচেনা প্রতিবিম্ব লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ, এক সময় কোন এক ব্লগে মাসে ১০০ টি পোষ্টের উপরে লিখতাম। কিন্তু এখন আর লিখিনা, কিন্তু আবার লিখতে হবে।
177865
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৬
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৮
130966
অচেনা প্রতিবিম্ব লিখেছেন : ধন্যবাদApplause Applause Applause
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৫
130978
মাজহার১৩ লিখেছেন : আপনার প্রচেষ্টা অব্যাহত রাখুন।
177877
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৯
আবু সাইফ লিখেছেন : দারুণ বলেছেন-
সব কিছুই আমরা চাই আমাদের প্রয়োজন অনুযায়ী, হোক সেটা মানবিক আর হোক সেটা অমানবিক।

ধর্ম-আদর্শ নির্বিশেষে আমাদের চাওয়াটাকে যতক্ষণ সত্য/ন্যায়নিষ্ঠ করতে না পারি ততক্ষণ সুখ-শান্তি সাফল্য-সমৃদ্ধির স্বপ্ন অধরাই রয়ে যাবে!!

ব্লগপাড়ায় নিয়মিত সাক্ষাতের দাবী রইলো

আর মুমিনদের জন্য পরকালীন ব্যাপারটা তো আলাদাই রয়েছে!
১৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৮
130996
অচেনা প্রতিবিম্ব লিখেছেন : ব্লগ পাড়ায় নিয়মিত হওয়ার চেষ্টা করছি। দোয়া করবেন যেন স্থায়ী হতে পারি।
177924
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি আবার লিখা শুরু করেন ,আমরা আপনার লিখার অপেক্ষায় আছি ।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
131051
অচেনা প্রতিবিম্ব লিখেছেন : চেষ্টা করছি যাতে পূর্বের ন্যায় ব্লগে নিয়মিত হতে পারি। দোয়া করবেন যেন আপনার প্রত্যাশা অনুযায়ী লিখতে পারি।
177954
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
শিকারিমন লিখেছেন : আবার ফিরে আসুন ব্লগে , আপনার ভাবনা গুলো সবার সাথে শেয়ার করুন।
ওদের লেখা আপনাকে পড়তে হবেনা। আমরাই আপনার লিখার পাঠক হব।
ধন্যবাদ।
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৬
131092
অচেনা প্রতিবিম্ব লিখেছেন : আসবো ফিরে ব্লগে, লিখব মানবতার জন্য
আপনারা থাকলে পাশে হব আমি ধন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File