বয়স হলো চৌদ্দ
লিখেছেন লিখেছেন আবু সাইফ ০৯ মার্চ, ২০১৭, ০৭:৪৭:০৮ সন্ধ্যা
বয়স হলো চৌদ্দ
======≠======
লিল্লাহি হামদ মহান রব্বের জন্য-
তাঁর করুণায় হলাম মোরা ধন্য।
ওই তো সেদিন জন্ম নিলো সদ্য-
সেই শিশুটির বয়স হলো চৌদ্দ।
মাকে ঘিরেই জগৎটা তার গড়া-
মায়ের সাথেই সকল বুঝাপড়া।
বাবার আদর থেকেও সে বঞ্চিত-
কষ্ট অনেক ওই বুকে সঞ্চিত।
আল্লাহতায়ালা উচ্চ রাখুন শির
জ্ঞান-গরিমায় সৎ সাহসী বীর
বিশ্বজোড়া ফুটুক সুনাম-ফুল
বাসুন ভালো আল্লাহ ও রাসূল।
লক্ষ কোটি শোকর করি তাঁর-
দিলেন যিনি এমন উপহার।।।
[Akibullah Jawad Shakil]
বিষয়: বিবিধ
১০৯৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন