* * * একটি প্রশ্ন : বিবেকবানরা ভেবে দেখবেন: এ দ্বন্দ্ব চিরন্তন * * *

লিখেছেন লিখেছেন আবু সাইফ ১৯ মার্চ, ২০১৩, ০৫:১৪:৩১ বিকাল

* * * একটি প্রশ্ন : বিবেকবানরা ভেবে দেখবেন * * *

পাকিস্তান আমলে আইয়ুবশাহীর সামরিক শাসনের বিরুদ্ধে সর্বদলীয় জোটবদ্ধ আন্দোলনে জামায়াতে ইসলামীও জোটভুক্ত ছিল, আওয়ামীলীগও ছিল।

তখন....

উভয়দলের শীর্ষ নেতৃবৃন্দ এক টেবিলে বসে কাজ করেছেন অনেক বছর!!

তারপর.....

আইয়ুব খানের পতনের পর ইয়াহিয়া খানের বিরুদ্ধে যে আন্দোলন- তাতেও জামায়াতে ইসলামী ও আওয়ামীলীগ - উভয়েই ছিল।

কিন্তু...

! ! ! ? ? ?

আচ্ছা ১৯৭০ সালে কি জামায়াত রাজাকার ছিল ?

? ? ! ! !

না থাকলে আওয়ামীলীগ কেন পল্টন ময়দানে জামায়াতের সমাবেশে বোমা হামলা করলো....!!!



তখন তো জামায়াত কোন উল্লেখযোগ্য রাজনৈতিক শক্তি ছিলনা!!!

তাহলে? ? ? ?

আসলে এ দ্বন্দ্ব চিরন্তন- সত্য-ন্যায় ও মিথ্যা-অন্যায়ের দ্বন্দ্ব

পৃথিবী ধ্বংশ হওয়ার আগ পর্যন্ত এ দ্বন্দ্ব চলতেই থাকবে, চলতেই থাকবে।

বিষয়: রাজনীতি

১৩৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File