[b]//ছারপোকার উপদ্রব থেকে নিস্কৃতির উপায়//[/b]
লিখেছেন লিখেছেন আবু সাইফ ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫৪:৩০ বিকাল
//ছারপোকার উপদ্রব থেকে নিস্কৃতির উপায়//
একলিটার পানিতে এক চা-চামচ স্যাভলন/ডেটল ও এক/দু চা-চামচ গুঁড়োসাবান মিশিয়ে নিয়ে ভালো করে গুলে নিন,
হাল্কা ফেনা হলে ভালো হয়!
খাট তোষক বিছানা বালিশ যেখানেই ওদের আস্তানা সেখানেই এ পানিটা পিচকারী করুন,
তিন সপ্তাহ ধরে সপ্তাহে এক বা দুদিন করুন!
এ পানি নির্দোষ, শুকিয়ে গেলে তেমন কিছু থাকবেনা!
এতে বয়স্ক শিশু ডিম্ব সবই মারা পড়বে ইনশাআল্লাহ!
এরা নিশাচারী, অন্যের বাসা থেকে ঘন্টায় ২-৩ কিলোমিটার বেগে সফর করতে পারে! তাই শুধু আপনার বাসারগুলো মারলেই হবেনা, তাদের অনুপ্রবেশও বন্ধ করতে হবে!
আপনার বিছানা খাট/পালঙ্ক/চৌকি দেয়াল থেকে দূরে এবং প্রতি পায়ার নিচে পানি-ফাঁদ বা প্রতিরোধক কিছু দিয়ে রাখতে হবে যেন পায়া বেয়ে বিছানায় উঠতে না পারে!
এরা কোন পথ না পেলে ছাদ থেকে বিছানায় লাফিয়ে পড়ে, কাজেই সেদিকেও প্রতিরোধক থাকা চাই!
চেয়ার টেবিল সোফা পাপোষ ও অন্যান্য আসবাবপত্রের ফাঁকেও এরা আস্তানা গাড়ে, সেসব জায়গা যেন আপনার পিচকারী হামলা থেকে বাদ না পড়ে!
আপনার কষ্টের ভাগ নিতে পারবো না, কিন্তু ব্যস্ততাভরা সময় থেকে আপনাকে ভাগ দিলাম- যদি আপনার কষ্ট লাঘব হয়!!
দোয়া করি- নিরুপদ্রব নিদ্রা উপভোগ করুন!!
তবে মনে রাখবেন-
ছারপোকার হামলায় কষ্ট হলেও তাতক্ষণিক মারা পড়ার ভয় নেই!!
কিন্তু......
সরকার কারো বেডরুম পাহারা দেয়না!! অতএব...
বিষয়: বিবিধ
১৩৬৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দু-পেয়ে ছারপোকাদের জন্য "সাবান-পানি"তে কাজ না হলে "ধরুন আর মারুন" ওষুধ দিতে হবে!
"বোমা" সবখানে পাওয়া যায়না-
যেমন সৌদিতে একসময় ছিল, এখন নিষিদ্ধ!! কারো কাছে পাওয়া গেলে বা কেউ ব্যব হার করছে প্রমানিত হলে জেল জরিমানা ইত্যাদি..
ধন্যবাদ, জাযাকাল্লাহ
ধন্যবাদ ভাইয়া ।
ঠিক বলেছেন, আমরাও শৈশবে ব্যবহার করেছি!
কিন্তু প্রবাসে কেরোসিন দুষ্প্রাপ্য! তাছাড়া দুর্গন্ধের ব্যাপারটাও বিবেচ্য!!
আপনার জন্য কয়টা ছারপোকা পার্সেল করে দেই, কি বলেন!!
কী যাতনা বিষে
বুঝিবে সে কিসে
কভূ আশীবিষে দংশেনি যারে?
কোন্ বাবুর কথা বলছেন??
আমার নাতি???
৬নং মন্তব্য দেখুন
কোন্ বাবুর কথা বলছেন??
আমার নাতি???
নাকি এটা
কী যাতনা বিষে
বুঝিবে সে কিসে
কভূ আশীবিষে দংশেনি যারে?
কেন, মশা?
চলছে লড়াই চলবে...
>-
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ
মন্তব্য করতে লগইন করুন