At Wits' End [b]//ছারপোকার উপদ্রব থেকে নিস্কৃতির উপায়//[/b] At Wits' End Thumbs Up

লিখেছেন লিখেছেন আবু সাইফ ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫৪:৩০ বিকাল

At Wits' End //ছারপোকার উপদ্রব থেকে নিস্কৃতির উপায়//

At Wits' End Thumbs Up

একলিটার পানিতে এক চা-চামচ স্যাভলন/ডেটল ও এক/দু চা-চামচ গুঁড়োসাবান মিশিয়ে নিয়ে ভালো করে গুলে নিন,

হাল্কা ফেনা হলে ভালো হয়!

খাট তোষক বিছানা বালিশ যেখানেই ওদের আস্তানা সেখানেই এ পানিটা পিচকারী করুন,

তিন সপ্তাহ ধরে সপ্তাহে এক বা দুদিন করুন!

এ পানি নির্দোষ, শুকিয়ে গেলে তেমন কিছু থাকবেনা!

এতে বয়স্ক শিশু ডিম্ব সবই মারা পড়বে ইনশাআল্লাহ!

এরা নিশাচারী, অন্যের বাসা থেকে ঘন্টায় ২-৩ কিলোমিটার বেগে সফর করতে পারে! তাই শুধু আপনার বাসারগুলো মারলেই হবেনা, তাদের অনুপ্রবেশও বন্ধ করতে হবে!

আপনার বিছানা খাট/পালঙ্ক/চৌকি দেয়াল থেকে দূরে এবং প্রতি পায়ার নিচে পানি-ফাঁদ বা প্রতিরোধক কিছু দিয়ে রাখতে হবে যেন পায়া বেয়ে বিছানায় উঠতে না পারে!

এরা কোন পথ না পেলে ছাদ থেকে বিছানায় লাফিয়ে পড়ে, কাজেই সেদিকেও প্রতিরোধক থাকা চাই!

চেয়ার টেবিল সোফা পাপোষ ও অন্যান্য আসবাবপত্রের ফাঁকেও এরা আস্তানা গাড়ে, সেসব জায়গা যেন আপনার পিচকারী হামলা থেকে বাদ না পড়ে!

আপনার কষ্টের ভাগ নিতে পারবো না, কিন্তু ব্যস্ততাভরা সময় থেকে আপনাকে ভাগ দিলাম- যদি আপনার কষ্ট লাঘব হয়!!

দোয়া করি- নিরুপদ্রব নিদ্রা উপভোগ করুন!!

তবে মনে রাখবেন-

ছারপোকার হামলায় কষ্ট হলেও তাতক্ষণিক মারা পড়ার ভয় নেই!!

কিন্তু......

সরকার কারো বেডরুম পাহারা দেয়না!! অতএব...

বিষয়: বিবিধ

১৩২৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355522
২৮ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিছানার ছাড়পোকা মারার পদ্ধতি শিখলাম। কিন্তু দু-পেয়ে ছাড়পোকাদের হাত থেকে উদ্ধার পাব কেমনে??
২৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০৪
295283
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

দু-পেয়ে ছাপোকাদের জন্য "সাবান-পানি"তে কাজ না হলে "ধরুন আর মারুন" ওষুধ দিতে হবে!
355526
২৮ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই এতো কষ্ট না করে প্রতি ৬ মাস পর পর ঘরের মধ্যে বোম মারলে বংশ সহ শেষ হয়ে যাবে।
২৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০৬
295284
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

"বোমা" সবখানে পাওয়া যায়না-
যেমন সৌদিতে একসময় ছিল, এখন নিষিদ্ধ!! কারো কাছে পাওয়া গেলে বা কেউ ব্যব হার করছে প্রমানিত হলে জেল জরিমানা ইত্যাদি..

ধন্যবাদ, জাযাকাল্লাহ
355543
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৩১
আফরা লিখেছেন : আমি জীবনে ছাড়পোকা দেখি নাই তাই একটু দেখতে ইচ্ছে আছে । তবে আমি মামনির কাছে শুনেছি ছারপোকা তাড়াতে সব চেয়ে কার্যকরি কেরসিন তেল ।

ধন্যবাদ ভাইয়া ।
২৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০৯
295285
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ঠিক বলেছেন, আমরাও শৈশবে ব্যবহার করেছি!
কিন্তু প্রবাসে কেরোসিন দুষ্প্রাপ্য! তাছাড়া দুর্গন্ধের ব্যাপারটাও বিবেচ্য!!

আপনার জন্য কয়টা ছারপোকা পার্সেল করে দেই, কি বলেন!!Rolling on the Floor Rolling on the Floor

355807
৩১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৫০
আবু ফারিহা লিখেছেন : সুন্দর ও উপকারী পরামর্শ। অনেকরই কাজে লাগবে।
৩১ ডিসেম্বর ২০১৫ রাত ১১:১৯
295497
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

কী যাতনা বিষে
বুঝিবে সে কিসে
কভূ আশীবিষে দংশেনি যারে?
355859
৩১ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৪১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনার বাবুটাকে নিয়ে কিছু বলতেন তা না ছারপোকা!! Yahoo! Fighter Yahoo! Fighter মজার পোস্ট ভাইয়া।
১৩ জানুয়ারি ২০১৬ দুপুর ০১:৪৬
296166
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

কোন্ বাবুর কথা বলছেন??
আমার নাতি???
৬নং মন্তব্য দেখুন
355875
৩১ ডিসেম্বর ২০১৫ রাত ১১:২২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

কোন্ বাবুর কথা বলছেন??
আমার নাতি???


নাকি এটা



কী যাতনা বিষে
বুঝিবে সে কিসে
কভূ আশীবিষে দংশেনি যারে?
356825
১৩ জানুয়ারি ২০১৬ সকাল ০৮:২৯
কাঁচের বালি লিখেছেন : ছারপোকার মতন ভয়ংকর পোকা আমার মনে হয়না আর দুনিয়াতে আছে ! বার বার বেডের আসে পাশে নিচে চেক করুক , ধরুন মারুন , বেড বাগ স্প্রে করুন আর উপরের পন্থা অবলম্বন করুন দরকার হলে বেড বাগের জন্য যুদ্ধ ঘোষণা করুন ।
Waiting Waiting
১৩ জানুয়ারি ২০১৬ দুপুর ০১:৪৮
296167
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

কেন, মশা?

চলছে লড়াই চলবে...
Rolling on the Floor Happy>-

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহPraying
358602
০৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৩৪
বিবর্ন সন্ধা লিখেছেন : অনেক ভালো একটা লিখা Good Luck
358605
০৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:০৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File