খবর তো নয়, যেন আয়না-
লিখেছেন লিখেছেন আবু সাইফ ২৯ অক্টোবর, ২০১৫, ১২:০০:২৫ রাত
ছোট্ট একটি খবর
খবর তো নয়, যেন আয়না-
যে আয়নায় আমাদের পূরো জাতির চেহারা দেখা যায়
ভেবে দেখা প্রয়োজন-
আসুন- নিজেকে প্রশ্ন করি-
আমি হলে কী করতাম
Click this link
মদের বিরুদ্ধে দুই মার্কিন ট্রাকচালকের জয়
আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যের একটি আদালত ধর্মীয় বৈষম্যের শিকার ২ জন মুসলিম ট্রাক চালককে ২৪০,০০০ ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে।
ক্ষতিপূরণের অর্থ প্রদান করবে স্টার ট্রান্সপোর্ট নামের একটি পরিবহন কোম্পানি।
জানা যায়, মাহাদ আব্বাস মোহাম্মদ ও আবদে করিম হাসান বুলশাল নামের দুই সোমালিয়ান আমেরিকান মুসলিম স্টার ট্রান্সপোর্টের ট্রাক চালক ছিলেন।
একবার তাদেরকে মদ পরিবহন করার দায়িত্ব দেয়া হলে ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক বলে তারা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন।
ফলে কর্তৃপক্ষ তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে।
ওই দুই মুসলিম চালক আদালতে এর বিরুদ্ধে মামলা করলে চাকরি হারানোর ক্ষতিপূরণ বাবদ তারা ২৪০,০০০ ডলার লাভ করেন।
আল্লাহতায়ালা ঐ দুজনকে এবং বিচারকদেরকে উত্তম জাযআ দান করুন
বিষয়: বিবিধ
১১৫৫ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"স্টার ট্রান্সপোর্ট নামের একটি পরিবহন কোম্পানি"
সব টাকাতে মদের গন্ধ না-ও থাকতে পারে!
খবরটি আসলেই আয়নার মতো, পড়ে নিজের ঈমানের প্রতিবিম্ব খুঁজতে ইচ্ছে হয়!
শুকরিয়া।
এমন অবস্থায় পড়লে ঈমানের অবস্থা যাচাই হয়ে যায়!
জাযাকাল্লাহ
আপনাকেও অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
জাযাকাল্লাহ
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনার ধাঁধার মতই- তাই না?
অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
আপনাকেও অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আমাদের আমলা ভাইকে জরিমানা গুনতে হয় মদের এড না লাগানোর জন্য
নিঃসন্দেহে আমলা দুঃসাহসী এবং পুরস্কারযোগ্য, আল্লাহতায়ালা কবুল করুন!
আপনাকেও অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
আমার অবস্থা এমন যে-
"মরার-ও সময় নেই"
কিন্তু তবুও ছাড়িনি, হারাইনি-
দৈনিক অন্ততঃ দু-তিনবার ঢুঁ-মারাই চাই!!
জীবন-সংসারের বাস্তবতাকে তো উপেক্ষা করা যায়না!!
আমার সাথেও একদা একই ধরনের একটি ঘটনা ঘটেছিল, সময় ও সুযোগ এলে একদিন শেয়ার করবো, ইনশাআল্লাহ
অপেক্ষায় রইলাম শোনার জন্য.
অনেকদিন ব্যবহার না হওয়াতে আমার নামের "আবু" আবারো খসে পড়েছে
মন্তব্য করতে লগইন করুন