ইসলামী ব্যাংক: শুদ্ধি অভিযানে সম্মত শীর্ষ সৌদি বিনিয়োগকারী - বণিক বার্তা
লিখেছেন লিখেছেন আবু সাইফ ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০১:১৬:৩৩ দুপুর
ইসলামী ব্যাংক: শুদ্ধি অভিযানে সম্মত শীর্ষ সৌদি বিনিয়োগকারী
বিস্তারিত পড়ুন আজকের "বণিক বার্তা"-য়
জামায়াতের রাজনীতিতে সক্রিয় এমন পরিচালক/ কর্মকর্তাদের ইসলামী ব্যাংক থেকে সরিয়ে দিতে সম্মত হয়েছেন ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ইউসুফ আল রাজী।
এ ধরনের ব্যক্তিদের চিহ্নিত করতে সরকারের সহায়তাও চেয়েছেন তিনি।
সম্প্রতি সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহর সঙ্গে এক বৈঠকে এ মত দেন ব্যাংকটিতে বিনিয়োগকারী আল রাজী কোম্পানির প্রতিনিধি ইউসুফ আল রাজী।
অর্থমন্ত্রীর কাছে পাঠানো পররাষ্ট্রমন্ত্রীর এক চিঠিতে বিষয়টির উল্লেখ রয়েছে।
একক প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংকে সবচেয়ে বেশি শেয়ারের মালিক সৌদি আরবভিত্তিক আল রাজী কোম্পানি।
বিস্তারিত পড়ুন আজকের "বণিক বার্তা"-য়
*****************
লোম বাছতে কম্বল উজাড়-
অবশিষ্ট থাকবে কী আর???
থাকতে সময়- হও হুঁশিয়ার!!!
বিষয়: বিবিধ
১৩২৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখা যাক আল্লাহতায়ালা ওদের রশিটা কতদূর ঢিল দেন!!
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ..
দারুন বলেছেনঃ
লোম বাছতে কম্বল উজাড়-
দেখা যাক কি হয়!
দেখা যাক আল্লাহতায়ালা ওদের রশিটা কতদূর ঢিল দেন!!
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ..
দেখা যাক আল্লাহতায়ালা বাংলাদেশবাসীর কাছ থেকে এ নিয়ামতটি কেড়ে নেন কিনা!!!!
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ..
দেখা যাক আল্লাহতায়ালা ওদের রশিটা কতদূর ঢিল দেন!!
আর বাংলাদেশবাসীর কাছ থেকে এ নিয়ামতটি কেড়ে নেন কিনা!!!!
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ..
দেখা যাক!!!!!!
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ..
অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ..
হিসাবটা এতো সরল নয়!!
দেখা যাক !!!!
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ..
আপনারা যারা (আপনি এবং এ পোষ্টে উপরে যারা মন্তব্য করেছেন প্রায় সবাই ই) আমার চেয়ে ইসলাম ও এ সংশ্লিষ্ট বিষয়াদিতে অনেক অগ্রগামী বলে আমি বিশ্বাস করি ও সন্মান করি - কেন যেন ইদানিং মনে হয় - সামহাউ আপনারা আজকের দিনে 'মুসলিম'দের উপর পরিচালিত হত্যা, নির্যাতন, নিষ্পেষন, অবিচার, জুলুম ইত্যাদিকে গতানুগতিক তথা স্বাভাবিক হিসাবে নিয়েছেন - এ্যাটলিস্ট এ ট্রেন্ডটিকে অস্বাভাবিক বলে অনুভব করছেন না।
সিমিলারলী ইসলামিক ব্যাংক নিয়ে আপনার রিপোর্টিং এবং ইসলাম মনস্ক ভাইদের এ নিয়ে যে রিএ্যাকশান এ লিখায় প্রতিভাত হল - তাতে আমার কাছে মনে হল - আপনারা বুঝিবা আজকের সময়ের ইসলামী ব্যাংক কে 'ইসলামের আলোকে' রিএ্যাকজামিন করতে চাইবেন না।
কিন্তু চাইলে কিংবা রিএ্যাকজামিন করলে - হয়তো এ ব্যাংক ব্যবস্থার প্রতি আপনাদের মতের ব্যাপক পরিবর্তন হত এবং আপনারা হয়তো মুসলিমদের এ্যানস্লেইভমেন্ট হবার গতি হ্রাস করতে পারতেন।
সম্ভব হলে ইতোমধ্যে না পড়লে - এ লিন্ক এর বইটি ডাউনলোড করে পড়তে পারেন
http://imranhosein.org/books/480-the-prohibition-of-ribah-in-the-quran-and-sunnah.html
আজকের বিশ্ব অর্থনীতি ও মুদ্রা ব্যবস্থা জানলে আমার ধারনা আপনাদের মত ডেডিকেটেড ভাইরা আমাদের মত মুসলমানদের আরো সহজে সিরাতুল মোস্তাকিম এর পথে গাইড করতে পারতেন। ধন্যবাদ।
আমি অর্থব্যবস্থা, রাষ্ট্রব্যবস্থা বা ব্যাংকব্যবস্থা- কোনটারই ছাত্র নই! কিন্তু ব্লগ/পোস্টটি আমার হবার কারণে জবাব দেয়াটা নৈতিক দায়িত্ব হয়ে যায়-
ঠিকই বলেছেন, যদি শব্দগুলো সাধারণ অর্থে বলে থাকেন!!
আর গভীর ভাবে বিশেষ কিছু বোঝাতে চাইলে ধারণাটি সঠিক নয়!!
ধারণাভিত্তিক বলেছেন, একেবারেই সঠিক নয়! এতটা অনুমানভিত্তিক কথা না বলাই নিরাপদ!! (সূরা হুজুরাত)
এ বিষয়ে আরো পড়াশোনা প্র্য়োজন মনে করি- আমারও এবং আপনারও!
বিশেষতঃ ইসলামী রাষ্ট্রব্যবস্থা এবং এর বিভিন্ন বিভাগের খুটিনাটি বিষয়গুলো এবং "ফিস্কাল" ও "মনিটারী" পলিসি নিয়ে
বইটি অনেকদিন আগে পড়েছি, এখন সবটা মনে নেই! তবে এতটুকু মনে আছে যে, বইটিতে যেসব আলোচনা করা হয়েছে তা একটি ইসলামী রাষ্ট্রব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু দারুল হরব বা দারুল কুফরে নয়!
যতদূর মনে পড়ে, দারুল হরব বা দারুল কুফরের প্রসংগটি উনি এড়িয়ে গেছেন!
লিংক দেয়ার জন্য ধন্যবাদ, আবার পড়ে দেখবো!
আপনার ধারণাকে আল্লাহতায়ালা কবুল করুন ও বরকত দিন!
বর্তমান ইসলামী ব্যাংকব্যবস্থাকে "অন্তর্বর্তীকালীন"(Transitional period) বিবেচনা করলে স্বস্তি পাবেন!
দারুল হরব বা দারুল কুফরে ইসলামের কোন ব্যবস্থা-ই সঠিকভাবে বিকশিত হওয়া সম্ভব নয়!
কিন্তু এটাও বুঝতে হবে যে, এসব ধারাবাহিক ধাপ পেরিয়েই মঞ্জিলে পৌঁছতে হবে- কোন শর্টকাট নেই!!
পঠন ও চিন্তশীল মন্তব্যের জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ..
- আমি সাধারন অর্থেই খোলা মন নিয়ে লিখি। কোন রকমের উদ্দেশ্য প্রসুত নয়। মুসলিম হিসাবে যে কতটুকু একের অপরের উপর আবদার থাকে - তার আলোকে খোলামনে অকপটে বলতে গেলে - কখনো কখনো ভাষার ধার বেশী হয়ে যায়। আল্লাহ আমাকে আবেগ ও ভাষার হ্রাস টেনে ধরার ক্ষমতা দিক।
ধন্যবাদ কোরানিক রিমাইন্ডার এর জন্য।
আরো অনেক লিস্টে থাকার কথা!!
দিগন্তের মত এটাও জবাই-র চেষ্টা হতে পারে!!
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ..
মন্তব্য করতে লগইন করুন