"প্রতিটা জামায়াতী লোকই মিথ্যাবাদী ও প্রতারক"
লিখেছেন লিখেছেন আবু সাইফ ০৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৭:২৭ সন্ধ্যা
সাইদীর সাথে বাহাস ও সাইদীকে চাঁদে দেখার জন্য আমার প্রচেষ্টা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ২৮ আগস্ট, ২০১৫, ১০:৩৩:০১ রাত
উক্ত পোস্টে আমার মন্তব্য ও লেখকের জবাব এবং ...
************************
338501
২৯ আগস্ট ২০১৫ রাত ০৯:২৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
যখন কোন কারণে মাথায় বেশী চাপ অনুভব করি, অথচ টেবিল ছেড়ে বেরুতে পারিনা, তখন আপনার পোস্টগুলো পড়ে বিনোদিত হই
যাজাকাল্লাহ...
আরও হাতখুলে লিখুন
অন্ততঃ একজন পাঠক আমি তো আছি-ই!!
রিপোর্ট করুন | জবাব দিন
***********
৩০ আগস্ট ২০১৫ রাত ০৯:৩২
280139
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : জামায়াতের লোকরা মানষিকভাবে বিকারগ্রস্হ । এজন্য আমার সত্য ও বস্তুনিষ্ঠ লেখাগুলো তাদের কাছে কৌতুক মনে হয় ।
আমার লেখা কে পড়লো আর পড়লো না তা নিয়ে আমি বিন্দু মাত্র ভাবি না ।
রিপোর্ট করুন |
****************
৩১ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪২
280220
আবু সাইফ লিখেছেন : জামায়াতের লোকেরা "আয়না"
রিপোর্ট করুন |
******************
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৪৫
280984
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : জামায়াতের লোকেরা প্রতারক ও মিথ্যাবাদী । তাদের কাছে সততা শেখা ও জ্ঞানের কথা জানার জন্য যাওয়া বোকামী মনে করি ।
রিপোর্ট করুন |
********************
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২৪
281123
আবু সাইফ লিখেছেন :
"জামায়াতের লোকেরা প্রতারক ও মিথ্যাবাদী ।"
১০০%, নাকি কম??
কম হলে কত%??
সবাই, নাকি কেউ কেউ??
রিপোর্ট করুন |
****************
০৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:০৩
281211
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : প্রতিটা জামায়াতী লোকই মিথ্যাবাদী ও প্রতারক । তাদের রক্ত ও শিরা ও উপশিরায় মিথ্যা ও প্রতারণা মিশে আছে ।
আপনিও সেই দলের ।
আপনি জামায়াতের স্পাই হয়ে কাজ করেন । এবং ব্লগ ও ফেসবুকের সহজ সরল ছেলেদের কৌশেল জামায়াতের ও ছাত্রী সংস্হার নিকাবী ও অপদার্থ মেয়েদের সাথে বিয়ের প্রলোভন দেখান ।
আপনি চরম লুইচ্চা ধরনের লোক ।
দয়া করে আপনি আমার কোন লেখায় মন্তব্য করতে আসবেন না ।
*************************************
নিজের পরিচয় জেনে খুব ভালো লাগছে!!
আলহামদুলিল্লাহ.....
আল্লাহতায়ালা আমাকে ক্ষমা করুন,
লেখককেও যেন ক্ষমা করেন!!
""ধাবিত হও সেই (আল্লাহর) সেই ক্ষমা ও জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান-জমিনের বিস্তৃতির মত....""
*****
বিষয়: বিবিধ
১২০১ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১০নং মন্তব্যটি আপনার সাক্ষাতপ্রার্থী
আপনি যে খারাপ চরিত্রের মানুষ তার সম্বন্ধে কি কোন প্রমাণ তার নিকট আছে???
আর জামায়াতের সকল লোকেরা যদি প্রতারক আর মিথ্যাবাদী হয় তার প্রমাণ কি তিনি দিতে পারবেন???
আসলে একটা কথা আছে অল্প বিদ্যা ভংয়কারী।
তার ক্ষেত্রে সেটাই হতে যাচ্ছে।
১০নং মন্তব্যটি আপনাদের সাক্ষাতপ্রার্থী
১০নং মন্তব্যটি আপনার সাক্ষাতপ্রার্থী
তার কথার থেকে ছাগলের ভ্যা ভ্যা বেশি উত্তম।
১০নং মন্তব্যটি আপনার সাক্ষাতপ্রার্থী
অবশ্যই তিনি মেধাবান ও যোগ্য।
তবে তিনি জামায়াত শিবির থেকে কোন একটা কিছু হারানোর বেদনায় আহত হয়েছেন অথবা তিনি ছাত্রজীবনে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন থেকে বহু বাহবা পেয়ে থাকবেন কিন্তু শিবিরে যা্ওয়ার পর তিনি প্রত্যাশিত বাহবা পান নাই উপরোন্ত তিনি যে মানের প্রখর জ্ঞানী মনে করেন, তারা সে পরিমান সম্মান তাকে দেয়নি কিংবা গুরুত্ব দেয়নি।
মূল্যায়ন না পাওয়া কিংবা মূল্য হারানো ঘটনাই, তাঁর ক্ষেপে যাবার একমাত্র কারণ। তাই তিনি অহনির্শী শিবির বিরোধী লিখাপড়ায় ব্যস্ত।
আমার এক আপন আত্বীয়ের বেলায় ঠিক এমনটি হয়েছে। অবিকল ওনার মত আচরণ। শেষ মেষ তিনি নিজেই একমুখী ধরনের হয়ে গেছে। অন্য ছাত্রসংগঠনের মানুষও তাকে বিশ্বাস করেনা, আস্তা রাখেনা আবার যেখান থেকে শুরু করেছিলেন সেখান থেকে দূরে যাবার কারণে বন্ধু সমস্যা প্রকট হয়েছে। সে নিজেই নিধিরাম সর্দারের মত অন্ধকারে শুন্যে তরবারী চালিয়ে বাতাস কে খন্ড বিখন্ড করে!
১০নং মন্তব্যটি আপনাদের সাক্ষাতপ্রার্থী
১০নং মন্তব্যটি আপনার সাক্ষাতপ্রার্থী
১০নং মন্তব্যটি আপনাদের সাক্ষাতপ্রার্থী
নাকি। ব্লগটা গরম করে রাখতো।
১০নং মন্তব্যটি আপনার সাক্ষাতপ্রার্থী
১০নং মন্তব্যটি আপনার সাক্ষাতপ্রার্থী
পঠন ও মন্তব্যের জন্য ধন্যবাদ সবাইকে!
বিষয়টি যদিও আমার ব্যক্তির সাথে সম্পর্কিত, কিন্তু মানুষটি যে সত্যি সত্যিই "পাগল"(maniac) হয়ে গেছেন বা হতে চলেছেন - এটাই প্রকাশ করতে চেয়েছি!
তাঁকে ভর্তসনা না করে বরং দোয়া করা উচিত যেন তিনি আরোগ্যলাভ করেন!!
নজরুল ইসলাম টিপু ভাই (৫নং মন্তব্য)এর মন্তব্যটি যথার্থ মনে করি!!
যদি আমার সুযোগ থাকতো তাঁর সাথে সাক্ষাতের, তবে হয়তো সামান্য হলেও কিছু করা যেতো!!
আল্লাহতায়ালা আমাকে এবং সকল মুমিনদের অনুরূপ ব্যাধি থেকে রক্ষা করুন ও ক্ষমা করুন!!
কী আর করবেন!
একখান খোলা চিঠি লিখেন..
মূল পোস্টে এক চামচ বিনোদন,
আর..
মন্তব্য ও জবাবে যেন "বিনোদনের লঙ্গরখানা"
অনেক নামী-দামী ব্লগারের জমজমাট আড্ডা
ঐসময়ে আমি কি শীতনিদ্রায় ছিলাম?
আপনার পর্যবেক্ষণ যথার্থ মনে হয়!!
পুঁথিগত বিদ্যা আর পর হস্তে ধন,
নহে বিদ্যা নহে ধন- হলে প্রয়োজন!
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
তাঁকে ভর্তসনা না করে বরং দোয়া করা উচিত যেন তিনি আরোগ্যলাভ করেন!!
আল্লাহতায়ালা আমাকে এবং সকল মুমিনদের অনুরূপ ব্যাধি থেকে রক্ষা করুন ও ক্ষমা করুন!!
তাঁকে ভর্তসনা না করে বরং দোয়া করা উচিত যেন তিনি আরোগ্যলাভ করেন!!
আল্লাহতায়ালা ক্ষমা করুন!!
মা'শাআল্লাহ্, একজন মুমিন মুসলমানের এমন দোয়া ই মুখ ফুটে বের হওয়া উচিত।
'আল্লাহতায়ালা আমাকে এবং সকল মুমিনদের অনুরূপ ব্যাধি থেকে রক্ষা করুন ও ক্ষমা করুন!!'
আশা করি মুসলিম ভাইরা ফখরুল সাহেবের লিখায় কষ্ট পেলেও - ধৈর্য ধরবেন এবং ইনার অবস্থা নিয়ে অনুমান করা হতে বিরত হবেন।
নূন্যতম এই জন্য যে রাসুল সঃ - মানুষের ভিতরকার ঈমান কিংবা বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতেন না।
ধন্যবাদ।
জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন