At Wits' End At Wits' End ? ? ? এ কেমন অরাজকতা ? ? ! ! Time Out Time Out

লিখেছেন লিখেছেন আবু সাইফ ০৯ জুলাই, ২০১৫, ০৪:১১:২৯ বিকাল

থানাকে জানিয়েও প্রতিকার মেলেনি At Wits' End At Wits' End

রাজধানীর আরামবাগে বিপিএল ভবনে সন্ত্রাসীদের তালা ॥ ভাড়াটিয়াদের উপর্যুপরি হুমকি


. . . . .

গত ১ জুলাই বুধবার প্রথম দফায় সংঘবদ্ধ চিহ্নিত সন্ত্রাসীরা বিপিএল ভবনে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এ সময় তারা জয়বাংলা শ্লোগান সহকারে দফায় দফায় ভবনে প্রবেশ করে ভাড়াটিয়াদের হুমকি দেয়। মারধর করে বিপিএলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের। তালা লাগিয়ে দেয়া হয় ওই ভবনের কয়েকটি তালায়। এ ঘটনার পর থেকে ওই ভবনের ভাড়াটিয়ারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আর বিপিএলের কার্যক্রম বন্ধ রয়েছে।

৮৯/১, আরামবাগে বাংলাদেশ পাবলিকেশন্স লি: বিপিএল-এর ৩টি ভবনের মধ্যে একটি নয় তলা, অপর দুটি চার তলা করে দৈনিক সংগ্রামের বাইরে বিপিএল-এর অধীনে আরো একটি পত্রিকা প্রকাশনার কাজ চলছে। তিন হাজার ৮শ‘ শেয়ার হোল্ডারের মালিকানাধীন প্রতিষ্ঠান বিপিএল এর কেনা তিনটি ভবনে ১শ’ ২৩টি ছোট বড় রুম রয়েছে। সেখানে নানা ধরনের বেসরকারি অফিস, বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়াও বেশ ক‘টি পরিবারের বসবাস রয়েছে। . . . . .

বি স্তা রি ত এ খা নে

বিষয়: বিবিধ

৯৬৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

329378
০৯ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:১০
এ,এস,ওসমান লিখেছেন : বিষয়টা পড়ে আমার কাছে হাসিই লাগলো।কারন থানাতে বলে কি হবে। থানা তো এখন গডফাদারের আস্তানা হয়ে গেছে Tongue Tongue Tongue
329387
০৯ জুলাই ২০১৫ রাত ০৮:০১
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
329393
০৯ জুলাই ২০১৫ রাত ০৮:২০
শেখের পোলা লিখেছেন : ষোল আনা পুরতে এখনো অনেক রাত বাকী পাঞ্জেরী৷
330364
১৭ জুলাই ২০১৫ দুপুর ১২:০৪
হতভাগা লিখেছেন : জয় বাংলা স্লোগানের ব্যাপক অপব্যবহার হচ্ছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File