কুরআনদিবসের শহীদ আব্দুল মতিন এর ভাই, আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন

লিখেছেন লিখেছেন আবু সাইফ ২০ মে, ২০১৫, ০৬:৩৬:২১ সন্ধ্যা

আসসালাম....

আলহামদুলিল্লাহ,

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিঊন..

কুরআনদিবসের শহীদ আব্দুল মতিনের এর ভাই, ইসলামী ব্যাংকের বগুড়া জোনের কর্মকর্তা, আব্দুল হান্নান গতরাতে বগুড়ায় ইন্তেকাল করেছেন।

তাঁর জানাজা ও দাফন হবে আজ বাদ আসর চাঁপাইনবাবগঞ্জ দারিয়াপুর গোরস্থানে।

সকলের নিকট দোয়ার আবেদন করছি।

তিনি আমার স্ত্রীর আপন ভাই এবং বিবাহপূর্বকাল থেকেই আমার বন্ধু ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জের ইসলামী আন্দোলনের অতিপরিচিত এ পরিবারে চলতি বছরে এটি দ্বিতীয় ইন্তেকালের ঘটনা।

বিষয়: বিবিধ

১২৮৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321309
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া!

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মহান আল্লাহ উনার সকল গুনাহকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন আমিন!
321310
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪২
লজিকাল ভাইছা লিখেছেন : আল্লাহতালা উনাকে জান্নাত নসিব করুন। উনার পরিবারের উপর রহম করুন,তাদের কে সবর করার তাওফিক দিন।
321312
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : দোয়া রইলো,আল্লাহতালা উনাকে জান্নাত নসিব করুন।
321314
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন। আমরা তাঁর মাগফেরাত কামনা করছি মহান আল্লাহর কাছে। আমিন।
321316
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
শেখের পোলা লিখেছেন : ইন্না লিল্লাহে অইন্না ইলাইহে রাজেউন৷ আল্লাহ তাঁকে বেহেশ্ত নসীব করুন৷
321324
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
আবু জান্নাত লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷ আল্লাহ তাঁকে বেহেশ্ত নসীব করুন৷
321327
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আল্লাহতালা উনাকে জান্নাত নসিব করুন।
321346
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
ইয়াফি লিখেছেন : আল্লাহতালা উনাকে জান্নাত নসিব করুন।
321388
২০ মে ২০১৫ রাত ০৮:৫৩
আফরা লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷ আল্লাহ তাঁকে বেহেশ্ত নসীব করুন৷
১০
321468
২১ মে ২০১৫ রাত ০১:৫২
বৃত্তের বাইরে লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷
১১
321497
২১ মে ২০১৫ রাত ০৩:০৭
সাদিয়া মুকিম লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহ!

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷

আমরা উনার মাগফেরাত কামনা করছি মহান আল্লাহর কাছে। আমিন।
১২
321605
২১ মে ২০১৫ বিকাল ০৫:০৪
আবু ফারিহা লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মহান আল্লাহ উনাকে জান্নাতুল ফিরদাউস দান করুণ অার সেই সাথে পরিবারের সকলকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুণ। আমিন!
১৩
321692
২১ মে ২০১৫ রাত ০৯:২২
এ,এস,ওসমান লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File