কুষ্টিয়ার সাবেক জেলাআমীর/MP আব্দুল ওয়াহিদ ইন্তেকাল করেছেন
লিখেছেন লিখেছেন আবু সাইফ ২২ মার্চ, ২০১৫, ০৩:১৬:০৩ দুপুর
[url href="http://www.todaybd.net/newsdetail/detail/200/119558" target="_blank"]http://www.todaybd.net/newsdetail/detail/200/119558]
প্রিয় শিক্ষকের সাথে আমার বিশেষ চারদিনের স্মৃতি
১৯৮৫ সালের কথা!
আলফালাহ-তে ছাত্রীসংস্থার জেলা সভানেত্রীদের পাঁচদিনের কেন্দ্রীয টিসি, দূরের অভিভাবকদের জন্য ছিল আলফালাহর মেহমানখানা, ভাবীকে অংশগ্রহন করাতে তিনিও একটানা ছিলেন সেখানে, আমারও একই কাজ!
একই রুমে পাশাপাশি থাকার সুযোগ হলো!
.
তখনও সংগঠনে আমার শপথ হয়নি, তাই প্রশ্ন করে জানার, শেখার ও আলোচনার ব্যাপারে খুবই সুযোগসন্ধানী ছিলাম!
.
স্মৃতিময় সেই চারটি দিনে ময়দানের সংগ্রামী জননেতার কাছে কত কিছু যে আলোচনা হয়েছিল এবং শিখেছিলাম তার বর্ণনা আজ নয়!
এমন একজন জনদরদী জননেতা/দায়িত্বশীল নিঃসন্দেহে আল্লাহতায়ালার বিশেষ নিয়ামাত! সুনির্দিষ্ট পরিকল্পনা ও প্রচেষ্টায় এ শূণ্যতা পূরণ করা পরবর্তীদের গুরুদায়িত্ব!
আল্লাহতায়ালা তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নিন এবং তাঁর ছেড়ে যাওয়া আত্মীয়-ওয়ারীস-সাথীদের একই পথে জীবন পরিচালনা এবং একই গন্তব্যে পোঁছে যাবার তাওফীক দিন!(আমীন)
বিষয়: বিবিধ
১০৮৯ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.. জাযাকুমুল্লাহ
বয়সের সাথে সাথে প্রিয় মানুষদের তালিকা অনেক বড় হয়ে গেছে, আর বয়সের এমন এক স্তর পেরিয়ে এসেছি যে, এখন অহরহ বিদায়ের খবর শুনতে মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে বাধ্য হয়েছি!
এভাবেই একদিন আমার খবর অন্যেরা শুনবে
তারপর এক দীর্ঘ সময় পরে আমরা আবার মিলিত হবো জান্নাতের বাজারে ইনশাআল্লাহ (আমীন)
তাই যেন হয় ।অপেক্ষায় রইলাম।
আল্লাহতায়ালা সাবেক জেলাআমীর/MP আব্দুল ওয়াহিদ সাহেবকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নিন এবং তাঁর ছেড়ে যাওয়া আত্মীয়-ওয়ারীস-সাথীদের একই পথে জীবন পরিচালনা এবং একই গন্তব্যে পোঁছে যাবার তাওফীক দিন!(আমীন)
আপনার জন্য প্রাণভরা দোয়া ও শুভকামনা রইলো।
আমরা তো বাঁধা সেই রশিতে-
"...উরওয়াতিল উছক্বা-
লানফিসামা লাহা.."
পথ চলি হেরার রশ্মিতে
আ মী ন
ধন্যবাদ, জাযাকাল্লাহ...
আ মী ন
ধন্যবাদ, জাযাকাল্লাহ...
আমরা তো বাঁধা সেই রশিতে-
"...উরওয়াতিল উছক্বা-
লানফিসামা লাহা.."
পথ চলি হেরার রশ্মিতে
ছুম্মা আমিন।
এক সংগ্রামী চলে গেছেন, রেখে গেছেন আবু সাইফ ভাইদের মত অসংখ্য সংগ্রামী কে যারা আমাদের জন্য সাহস, উৎসাহ, উদ্দীপনা, আর প্রেরণার নাম।
আ মী ন
ধন্যবাদ, জাযাকাল্লাহ...
[আমি তো বাক্যবাগীশ, বাস্তবে তেমন কিছু হতে পারলাম কৈ]
আ মী ন
আমাদের তো সময় শেষ হয়ে এলো-
আপনাদের জন্যই আগামী...
সেটা সুন্দর উজ্জ্বল হোক
ধন্যবাদ, জাযাকিল্লাহ...
আ মী ন
জাযাকাল্লাহ..
আ মী ন
জাযাকাল্লাহ..
মন্তব্য করতে লগইন করুন