জন্মদিনে নয়কো ভালো মোমবাতি আর কেক
লিখেছেন লিখেছেন আবু সাইফ ১৮ অক্টোবর, ২০১৪, ০৮:২৯:৫৫ রাত
জন্মদিনে নয়কো ভালো মোমবাতি আর কেক
শুভেচ্ছা আর উইশ করা- সব আসলে ফেক[fake]
অন্য জাতির সংস্কৃতি ভ্রষ্ট আয়োজন
মুসলমানের এসব দেখে কষ্টে কাঁদে মন
তাই বলে কি সংস্কৃতির ঘরটা রবে ফাঁকা-
চার দেয়ালে মন্দ ছবি চলবে জেনো আঁকা
সালতামামী হিসেব কষে মন্দ এবং ভালোয়
রব কি আছেন খুশী-রাজী পথ চলা কি আলোয়
অন্ধ-বধির কয় জীবনে দ্বীপ জ্বলেছে জ্ঞানের
কার কতটা ভালাই হলো দুখ্ ফুরালো মনের
বিচ্ছুরিত হয় কি নামে সত্যবাদীর সুনাম
নিত্য যারা মুখাপেক্ষী পায় কি তারা ইনাম
সত নির্ভীক দরাজদিল ও সমাজসেবী হওয়া-
কষ্টে যাদের দিনগুজরান তাদের দোয়া পাওয়া
চক্ষুশীতল হয় কি তাঁদের সন্তুষ্ট কি তাঁরা
যেই মা-বাবা থাকলে খুশী জীবন আলোয় ভরা
অনাত্মীয়-আত্মীয়রা সবকিছুতেই স্মরে
যাদের দোয়া ছাতার মত থাকে মাথার পরে
মন্দকামের নন্দরা সব যার নামেতে ডরায়
জন্মদিনের হিসাব তারই- পূণ্যে জীবন ভরায়!!
সত্য-বিচার সভ্য-সমাজ গড়তে জীবন পণ
আল্লাহ প্রভূ সঙ্গে থাকুন চেষ্টা আমরণ!!
]
[সালতামামী কল্যানকর, থাকলে মনে আল্লাহর ডর]
বিষয়: বিবিধ
১৫৮০ বার পঠিত, ৪৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ প্রভূ সঙ্গে থাকুন চেষ্টা আমরণ!!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
পাগলে কি না বলে আর ছাগলরা কি না খায়!ব
তাই বলে কি সংস্কৃতির ঘরটা রবে ফাঁকা-
চার দেয়ালে মন্দ ছবি চলবে জেনো আঁকা
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
কার কতটা ভালাই হলো দুখ্ ফুরালো মনে
খুব সুন্দর কথা ।
কবিতাটাও ভালো লাগলো।
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ আপু
আপনার লেখা কই? ?
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আজকে আপনার জন্মদিন নাকি ?
নাহ, ডাইনে বাঁয়ে দেখে মনে হলো-
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
নানা ভাই কিভাবে বাঁচা যায়?
কালচারটা এমন হয়ে গেছে... আর মানুষও বুঝতে চায়না
ভালো লাগ্লো
তাই বলে কি সংস্কৃতির ঘরটা রবে ফাঁকা-
চার দেয়ালে মন্দ ছবি চলবে জেনো আঁকা
বিকল্প দিতে না পরলে নিষেধ করে ঠেকানো যাবেনা
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অনেক দিন পর আপনার কোনো লেখা পড়ার সৌভাগ্য হলো। অনেক ধন্যবাদ
বলেন কী!
একটু নেকনজর দিন!
এবং এখানেও
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আল্লাহপাক আমাদেরকে সহীহ বুঝ দান করুন-আমীন।
জাজাকাল্লাহু খাইর।
তাই বলে কি সংস্কৃতির ঘরটা রবে ফাঁকা-
চার দেয়ালে মন্দ ছবি চলবে জেনো আঁকা
বিকল্প দিতে না পরলে নিষেধ করে ঠেকানো যাবেনা
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ভাল লাগল বেশ।
ভালো লাগলেই ভালো-
জ্বলবে মনে আলো
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
বাদ্য বাজা আতস বাজী এ সব না হলে?
কবিতা মা শাআল্লাহ চমেৎকার!
তবে কাছাকাছি কিছু একটা দিয়ে ওটাকে ঠেকানোর ছক আঁকছি-
শিগগিরই পরীক্ষামূলক মঞ্চায়ন হবে ইনশাআল্লাহ
দোয়া কাম্য
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
কবিতাটি লিখতে কেমন সময় লেগেছে ভাইয়া?
আপনাদের দোয়ার কাঙাল..
তা প্রায় ঘন্টাখানেক
আবারো ধন্যবাদ..
@..হারিকেন: তেল কমে এসেছে বোধ হয়
সময়বাঁচাতে কপি-পেস্ট তো!
আমি খুশী )
অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ
আমিও আরো চাই (দোয়া)
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
তাই তো!! শতকোটি টাকার প্রশ্ন
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আল্লাহ আপনাকে লেখার আরো সুযোগ তৈরী করে দেন। আমীন।
ও আল্লাহ ! কয় কী!
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
)
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
এ সংস্কৃতি বদলাতে হবে ভালো বিকল্প দিয়ে
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
;
মন্তব্য করতে লগইন করুন