) তা-ধিন-তা-না-না )
লিখেছেন লিখেছেন আবু সাইফ ১৩ অক্টোবর, ২০১৪, ০১:৫৫:১৭ রাত
) তা-ধিন-তা-না-না )
=========
ভাগিনি কহিল ও মামা ও মামা
মামীমা চরণে চমতকার
নুপূর বাঁধিয়া তা-ধিন-তা-না-না
নাচিছে আহা কি ঝনতকার!!
কস কি মা মণি, যাবো কি এখনি-
হবে বুঝি ওটা জলসাঘর-
অনুরাগ-রাগে তোর মামি আজ
ভাবের রসে অতলসাগর
আজ শুভদিন স্বপন-রঙীন
তাই তো সে গাহে পূরণো গান
চুপে চুপে বলি- আয় কাছে আয়-
তোর মামী যেন ফুলবাগান
কচিকাঁচাগুলো রঙীন কুসুম-
বাসা তো নয়- যেন রাজপ্রাসাদ
পেঁচক অধম কাননের কোণে
বসবাস করি- গুণি প্রমাদ!!
বিষয়: বিবিধ
১৫১৫ বার পঠিত, ৪১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে মোবারকবাদ।
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আস সালামু আলাইকুম......
প্রেম-ভালবাসা-বিশ্বাস এর মিশেলে আপনার সংসার হয়ে উঠুক রাজপ্রাসাদ-এই দোয়া করুণময় আল্লাহর কাছে সব-সময়ের.......।
অনেক ভালো থাকবেন আপনারা......।
আপনাদেরও হোক আরো উত্তম
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
ফুলবাগান ভাবিকে সালাম।
কচিকাঁচাদের ও আদর। এমন ভালোবাসার ভাদরেই ডুবে থাক আপনার ঘর।
আপনার ভাবী তো নাচতে পারেননা -
নাচাতে পারেন
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনি এতো সুন্দর করে লিখেন যে, ঈর্ষা হচ্ছে (প্রতিযোগিতার দিক থেকে-গঠনমূলক)।
এরকম আরো লিখা আমাদেরকে উপহার দিবেন সেই অপেক্ষায় রইলাম।
জাজাকাল্লাহু খাইর।
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অসাধারণ লিখেছেন। অনেক ধন্যবাদ
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনাদের নেকনজর ভিক্ষা চায়
আপনাদের উতসাহ পেয়েই তো ধীরে ধীরে উঁকি মারছি আপনাদের মঞ্চে- যদি কোথাও কোণে একটু বসার জায়গা মিলে!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ভাইয়া কবিতা অসাধারন হয়েছে কয়েক বার পড়লাম অনেক ভাল লেগেছে ।
অতিসাধারন হয়েছে
ঠিকই বলেছেন তবে তিবাদ পড়ে গেছে
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মামাও যায়না কম,
কবিতার মাঝে ফুটায়েছে
কিছু অন্য রকম৷
"ভাগিনির মামী" যে এতগুলো মানুষকে নাচাতে পারবে- আমার ধারণাই ছিলনা-
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মারাত্নক সুন্দর কবিতা! অসাধারন শব্দ চয়ন! সব্বাই দেখি ভয়াবহ সুন্দর কবিতা লিখে ফেলছে.
খালি আমি একেলাই রইলাম কবি-নী হইতে বাকী....
সাধুবাদ কবি ভাইয়া!
কী যে বলেন!!
আপনার কলমের গদ্য কত শত কবিতা ও পদ্যের চেয়ে কত্ত বেশী ব্যঞ্জনাময়- সেটা আমরাই না বুঝি!!
আসলেই মেয়েরা স্বভাবগতভাবে নী-প্রত্যয় পছন্দ করেন-
এই যেমন কবি-নী, রাঁধুনী ইত্যাদি
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
কী যে বলেন!!
আপনার কলমের গদ্য কত শত কবিতা ও পদ্যের চেয়ে কত্ত বেশী ব্যঞ্জনাময়- সেটা আমরাই না বুঝি!!
আসলেই মেয়েরা স্বভাবগতভাবে নী-প্রত্যয় পছন্দ করেন-
এই যেমন কবি-নী, রাঁধুনী ইত্যাদি
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
আমি তো জানি যে যাঁরা বেশী ঘুরতে পছন্দ করেন
তাঁরা লিখতেও পারেন ভালো-
শুধু আপনার ঘোরাঘুরি, কল্পছবি আর ভাবনাতূলির দু-এক চামচ করে দিলেই টুডেব্লগে বান ডাকবে!!
[জবাবটা মন্তব্যের ঘরে হয়ে গেছিল]
আমি তো জানি যে যাঁরা বেশী ঘুরতে পছন্দ করেন তাঁরা লিখতেও পারেন ভালো-
শুধু আপনার ঘোরাঘুরি, কল্পছবি আর ভাবনাতূলির দু-এক চামচ করে দিলেই টুডেব্লগে বান ডাকবে!!
আপনাকেও অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মাশাআল্লাহ, সাইফের বাবা দেখি হরফুন মৌলা।
".. কাজ ফুরালেই..]
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আমীন
ওয়া ইঈয়াকুম..
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আমার চারপাশে কয়েকডজন কচিকাঁচা... মজাই আলাদা..
আপনাকেও অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন