তিন কন্যার ছড়া @};
লিখেছেন লিখেছেন আবু সাইফ ১২ অক্টোবর, ২০১৪, ০১:০১:১১ রাত
তিন কন্যার ছড়া
========
তিন কন্যার বসত সেতো বেহেস্তের বাগান
কিচির-মিচির কলকাকলি শীতল করে প্রাণ
একটা করে সাজুগুজু একটা নাচে গায়
ছোট্ট পুতুল রঙের তূলি লাগায় হাতে পায়
তিন কন্যায় টিকিট মিলে জান্নাতুল ফেরদৌস
কোন পাগলে করবে হেলা- হয়না মনে খোশ ?
হিংসা করে লাভ হবেনা, নসীব থাকা চাই-
যাদের ঘরে একটা-দুটো- যতন করো তা-ই
নামের দিকে খেয়াল রেখো- বলতে পারো শরা?
অর্থসহ বলতে হবে- নইলে খাবে ধরা
নামের সাথে ভাগ্য-স্বভাব এক লাইনে চলে-
আমার প্রিয় বিশ্বনেতা এমন কথাই বলে
(বলেন, ﷺ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
আল্লাহ মালিক দিও ওদের দ্বীনের সঠিক বুঝ-
তোমার রহম রাখুক তাদের আবাদা মাহফুজ
[সংক্ষেপিত] ছবি-গুগল
বিষয়: বিবিধ
১৮৩৮ বার পঠিত, ৬০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
পদ্যাকারে বলা- এই আর কি!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আ মী ন
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
এই কন্যারা যত তাড়াতাড়ি মা হয়ে জাতির নেতা সাপ্লাই দিবেন জাতির উন্নতিও তত তাড়াতাড়ি হবে!
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
সুন্দর মন্তব্যের জন্য বেশুমার দোয়া
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
দোয়া করি....
[১৪নং মন্তব্যের জবাব দেখুন]
অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
ইসলাম নারী কে সর্বোচ্চ মর্যাদার আসন দিয়েছে,কন্যা-জায়া-জননী হিসেবে নারীদের স্হান অনেক উপরে।
কন্যা সন্তানদের ঠিক পরিচর্যা-লালন পালনে বেহেস্তের সার্টিফিকেট ঘোষিত হয়েছে নববী সাঃ বানীতে।
অসাধারণ কাব্যের নান্দিকতায় বিষয়টি উপস্হাপনের জন্য অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানাই আপনাকে......
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
খুব সুন্দর
"তিন কন্যায় টিকিট মিলে জান্নাতুল ফেরদৌস
কোন পাগলে করবে হেলা- হয়না মনে খোশ?"
আপনি আমার গুরুদের তালিকায়..
অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
এক কথায় চমৎকার!! খুব ভালো লাগলো ছান্দসিক কবিতা্টি, অন্ত্যমিলগুলোও সুপার্ব!!
জাজাকাল্লাহু খাইর।
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
ও আল্লাহ.. আপুনি বলে কী
আমার লেখা নাকি উনার চেয়ে ভালো
অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
অনেক ধন্যবাদ ভাইয়া ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
আমার মায়ের পাঁচ কন্যা- একজন জান্নাতে
বাকিরা ভাইদের চেয়ে কম ছিলনা, এখনো নেই
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
এরকম আরো ছড়া চাই। মেহেরবানী করে লিখুন। আমি সাহিত্য,ছড়া,কবিতা একবারে বুঝিনা। তবে আমার ভাল লেগেছে।
আল্লাহ আপনাকে রুহল কুদুছ দিয়ে সাহায্য করুন। আমীন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
সিদ্ধান্ত নিয়েই শুরু করেছি- দোয়া চাই
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
কবিতাটি চমৎকার হয়েছে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
প্রশংসা শুনতে ভালো লাগা-
দুষ্ট মনের এ বড় দূরারোগ্য ব্যধি
অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
তবে আমার দাদীর ছিল চার কন্যা (সাত পুত্র)
আর আমার মায়ের পাঁচ কন্যা (ছয় পুত্র)
আমার নানীরও চারকন্যা, তিন পুত্র
আরো আছে- বললামনা-
এসব তো আমার গর্বের বিষয়!!
কিচির-মিচির কলকাকলি শীতল করে প্রাণ
তাই যেন হয় তাই যেন হয়
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
আমীন আমীন আমীন
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
অ(তি)সাধারণ - তি বাদ পড়ে গেছে মনে হয়
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
সংগ্রহ ? ?
হবে বোধ হয়- মাথার/মনের ভেতর থেকে
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আসসালামুয়ালাইকুম।
আমার কিন্তু বোন পাঁচ জন, তাহলে আমাকে বাবা মা কে ভাগ্যবান বলতেই হয়।
ধন্যবাদ সাইফের বাবা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
নিঃসন্দেহে- ইনশাআল্লাহ জান্নাতবাসী হবেন
[যদি দ্বীনদারী শেখাতে চেষ্টা করে থাকেন]
আমার মায়েরও পাঁচ কন্যা
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনাদের দেখেই তো লোভ হলো-
কত্তো সব আপুরা কীসব দুর্দান্ত কোবতে-ছড়া নিয়ে আসেন- আর গল্প তো আছেই-
আপনার সাথে পাল্লা-
আপনার দশটায় আমার একটা
রাজী তো!!
মায়ের আদর চায়,
বাবা এসে বলেন মাগো
আমার কাছে আয়।
কি হইলো?
কি হইলো? = কি হইলো না? <:-P
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
.. দোয়া চাই
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
.. দোয়া চাই
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আশা তো করি যে আপনার ছড়া ইনশাআল্লাহ
অ-নে-ক সুন্দরই(সুন্দরী ) হবে
প্রয়োজন শুধু চেষ্টা/চর্চা
এতো [মোটে দু'জন ছাত্রের মধ্যে]
দাদা ফাস্ট, আমি সেকেন্ড
এর মত হয়ে গেল দেখছি
আপনার সুন্দর কার্ড/ছবির জন্য শুকরিয়া,
জাযাকিল্লাহ ..
এক/দুই কন্যার বাপের-মায়ের কথা যথাস্থানেই বলা হইয়াছে-
হয়তো দৃষ্টি এড়াইয়ে গিয়াছে রঙতূলির আকর্ষণে
হিংসা করে লাভ হবেনা, নসীব থাকা চাই-
যাদের ঘরে একটা-দুটো- যতন করো তা-ই
অবহেলিত অপরের কন্যার জন্য কর্তব্যপালন করা যাইতে পারে- অনুরূপ পুরস্কার মিলিবার সম্ভাবনা শতভাগ++!!
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন