ইসলাম-দরদী ও ধর্মব্যবসায়ী: বাংলাদেশের উর্বর জমিন
লিখেছেন লিখেছেন আবু সাইফ ০১ অক্টোবর, ২০১৪, ০১:২১:১৯ রাত
ইসলামের জন্য দরদ দেখানো আর ধর্ম নিয়ে ব্যবসা কত প্রকার ও কি কি হতে পারে তার বিশ্বসেরা উদাহরণ বাংলেদেশ!
দুনিয়ায় আর কোন দেশ খুঁজে পাওয়া যাবেনা যেখানে এতসব ব্যবসার সুযোগ সম্ভব!
.
আর যারা সবসনয় সুবিধালাভের তালে থাকে তাদের অন্যতম কৌশল হলো নিজেকে ধর্মভীরু, ধর্মের সেবক, ধর্মের কারণে নিগৃহীত ইত্যাদি আকারে প্রকারে উপস্থাপন করে ফায়দা হাসিলে সুযোগ সৃষ্টি করা!
.
বর্তমান শাসকগোষ্ঠী এ ব্যাপারে চ্যাম্পিয়ন,
এ বিষয়ে নোবেল থাকলে তারাই পেতো!
গিণিজ রেকর্ডে নাম উঠাতে চাইলে তাদেরটাই উঠবে!
.
তেমনি একজন সেলিব্রিটির একটা মজাদার লেখা পড়ুন এখানে-
.
শয়তানও লজ্জা পায় - কিন্তু এদের লাজ-শরম নেই!!
বিষয়: বিবিধ
১২০৩ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রধানমন্ত্রির স্তাবকতা করে যদি নিজের স্বার্থ হাসিল করা যায়, তাতে ক্ষতি কি ?
ঠিকই বলেছেন.. সহমত জাযাকাল্লাহ
কিন্তু ভাবতে আশ্চর্য লাগে- ঐ লেভেলের মানুষের আত্মসম্মানবোধের এত অভাব হবে কেন!!
বাবার ভালো-মন্দ সবই কি নিতে হবে?
আসলে জাতীয়ভাবেই আমাদের অস্বাভাবিক অদোপতন হয়েছে, হয়ে চলেছে--
ধন্যবাদ, জাযাকাল্লাহ
চেলিব্রেটি ফেজবুকারদের পড়া পড়ি না
একথার মাথামুন্ডু বুঝলামনা-
ফেসবুকার নয়- ওটা অন্য কিছু-
লিংকের লেখাটা পড়েছেন কি??
না পড়ার অধিকার তো আছেই-
তবে .....
তবে বলব শুধু দায়িত্ব থেকে অব্যাহত দিলেই যথেস্ট হবে না বরং প্রকাশ্য শাস্তি দিতে হবে!ভবিষ্যতে মানুষের যেন মনে থাকে ধর্মীয় বিধানের কটুক্তির কঠিন পরিনাম কি হতে পারে?
শুকরিয়া শ্রদ্ধেয়!
লেখক বাহাউদ্দীন বিশিষ্ট তৈলমর্দক সুবিধাবাদী ধর্মব্যবসায়ী আরো আরো সর্বগুণে গুণান্বিত, পিতা আব্দুল মান্নানের যোগ্যপূত্র
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আমরা মরে গেলেই ভালো হয়!
এখনা জমিনের উপরটা নিচের চেয়ে ভালো আছে-
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
দন্যবাদ সুন্দর লিখাটির জন্য।
সহমত আপনার সাথে।
জাজাকাল্লাহু খাইর।
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
তাই বলছি,'খোঁচান ক্যান? কিসের নির্লজ্জ উনি(এ এম এম বাহাউদ্দীন)?
হা হা ... আরেকটা স্মরণ করিয়ে দিলেন-
ওদের উপাখ্যান তো এত সংক্ষিপ্ত জীবনে বর্ণনা করা সম্ভব নয়
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
বর্তমান অবস্থায় আর আমজনতা বলতে পারিনা নিজেদের, আখন আমরা জামজনতা।
খা পিডানি খা। যাবি কই।
আহা, কতকাল যে সেইরকম করে জাম খাওয়া হয়নি-
দিলেন তো মনটা আনচান করে..
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ডাঃ জয়নাল আবেদীন ভাই যেভাবে আপনার প্রশংসা করেছেন
হিংসায় মরে যাই- মোবারকবাদ!!
জাযাকাল্লাহ...
অগ্রীম শুভেচ্ছা ও কুরবানীর ঈদ মোবারক-
ত্যাগের অনুশীলনে সমাজ আলোকিত হোক
বিশ্ব-বেহায়ার সাগরেদ তো!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ভূতের মুখে রাম রাম। ইনু মেননরা যে ধর্মব্যাবসায়ী, এর চেয়ে বড় উদাহরণ কি হতে পারে।
আজ অনেক কষ্টে রাগ হজম করেছি, ভাবতে গেলেও মাথা জ্যাম হয়ে থাকে। লতিফ সিদ্দীকি একি শুরু করল! নিকৃষ্ট মন্তব্য করেই ক্ষন্ত হয়নি, বিবিসির সাথে সাক্ষাতকারে আরো কয়েক ধাপ এগিয়ে গেল। তার সেকি ঔদ্ধত্বপূর্ণ কথা, যা করেছি বেশ করেছি!
সেদিন বেশি দূরে নয়, তার পরিনতি তসলিমা, হুমায়ুন আজাদদের মতই লাঞ্চনার হবে।
ধন্যোবাদ সাইফের বাবা।
একটা গ্রাম্য প্রবাদ আছে-
পাঁঠা কুঁদে(লাফায়) খুঁটার জোরে
সবই তো শেখের বেটির সাজানো খেলা...
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনাকে অনেক ধন্যোবাদ সাইফের বাবা।
তাই তো!! তাসলীমা নাসরীনকে জিজ্ঞেস করতে হবে..
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
যার লজ্জা নেই তার কোন কাজেই অরুচি থাকেনা
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ওরা জাতে মাতাল- তালে ঠিক,
শেষে হারায় দিক-বিদিক...
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আল্লায় তারে হেদায়েত নসীব না করলে কে করবো?
সত্যিই- ভাবতেও আশ্চর্য লাগে!!
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ...
অগ্রীম শুভেচ্ছা ও কুরবানীর ঈদ মোবারক-
ত্যাগের অনুশীলনে সমাজ আলোকিত হোক
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ...
অগ্রীম শুভেচ্ছা ও কুরবানীর ঈদ মোবারক-
ত্যাগের অনুশীলনে সমাজ আলোকিত হোক
কপি-পেস্ট করতে মন চায়নি,
পরে অবশ্য আয়নাশাহ একই বিষয়ে পোস্ট দিয়েছেন
আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন