যে যাকে ভালবাসে সে তারই সাথী হবে
লিখেছেন লিখেছেন আবু সাইফ ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০২:২১:০১ রাত
আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করল, ‘হে আল্লাহর রাসূল! কিয়ামত কবে ঘটবে?’
তিনি তাকে জিজ্ঞেস করলেন, ‘‘তুমি এর জন্য কি প্রস্তুতি নিয়েছ?’’
সে বলল, ‘আল্লাহ ও তাঁর রসূলের ভালবাসা।’
তিনি বললেন, ‘‘তুমি যাকে ভালবাস, তারই সাথী হবে।’’
(বুখারী ও মুসলিম, শব্দগুলি মুসলিমের)
উভয়ের অন্য এক বর্ণনায় আছে, ‘‘আমি বেশি নামায-রোযা ও সাদকাহর মাধ্যমে প্রস্তুতি নিতে পরিনি।
কিন্তু আমি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসি।
তিনি বললেন, ‘‘তুমি যাকে ভালবাস, তারই সাথী হবে।’’
সহীহুল বুখারী ৩৬৮৮, ৬১৬৭, ৬১৭১, ৭১৫৩, মুসলিম ২৬৩৯, তিরমিযী ২৩৮৫, ২৩৮৬, নাসায়ী ৫১২৭, আহমাদ ১১৬০২, ১১৬৬৫, ১২২১৪, ১২২৮১, ১২২৯২, ১২৩০৪
সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
রাসুলের প্রতি যে একবার দরুদ পাঠায়
তার প্রতি দশবার রহমত প্রেরিত হয়
রাসুল আমার ভালোবাসা-
রাসুল আামার আলো আশা
রাসুল আমার প্রেম-বিরহের মূল আলোচনা
রাসুল আমার কাজে-কর্নে অনুপ্রেরণা...
যখন দারুন দুঃখ নামে আমার জীবন জুড়ে,
বিপদ-আপদ মসীবতে মরি পুড়ে-পুড়ে.....
তখন তোমার, শৈশব-কৈশর জুড়ায় যন্ত্রণা।
আশাহত জীবন যখন দূর্বিষহ লাগে,
ব্যর্থ এবং পরাজিত স্মৃতি গুলো জাগে,
তখন তোমার বদর-ওহুদ যুগায় সান্তনা.....
নেতার মত নেতা যখন পাইনা কোথাও খুঁজে
কাঁদি তখন কাঁদি হায়রে এইদুটি চোখ বুঁজে
তখন তোমার, স্মরণ আমায় দেয় যে সান্ত্বনা
রাসুল আামার আলো আশা
রাসূল আমার কাজে-কর্মে অনুপ্রেরণা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিষয়: বিবিধ
১৪৫১ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ,
জাযাকাল্লাহ,
ইনশাআল্লাহ..
জাযাকাল্লাহ,
ইহকালিন বন্ধুত্বের বাধনে আবদ্ধ ব্যক্তি পরকালীন সময়েও প্রভাব রাখে বিধায় প্রিয় বন্ধু নির্বাচনে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের কে।
উপস্হাপনার জন্যে অনেক ধন্যবাদ ।
অনেক ধন্যবাদ,
জাযাকাল্লাহ,
আমাকে আবারো চিন্তার খোরাক জোগালো " তিনি বললেন, ‘‘তুমি যাকে ভালবাস, তারই সাথী হবে।’’- এই লাইনটি।
আজ যখন দেখি, মুসলমাঙ্গন বলিঊড এবং হলিঊডের নায়ক-নায়িকাদের ছবি দেখে দেখে নিজেদের প্রিয় লিষ্টে তাদেরকে রাখছে, তাঁদের গুণগান করছে, তাঁদের পোষ্টার নিজেদের ঘরে লাগাচ্ছে, এগুলো দেখে দেখে এদের পরবর্তী জেনারেশনও সেদিকে তথা নিজেদের ভালবাসার বা পছন্দের মানুষকে বেছে নিচ্ছে ঐসকল বিধর্মীদেরকে। তাহলে মুসলমান হয়েও তাঁদের হাশর কি ঐ সকল লোকদের সাথে হবে না? আমরা কেন আমাদের পছন্দের মানুষের লিষ্টে মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)কে সর্বাগ্রে রেখে এরপর সাহাবাদেরকে রাখতে পারছি না?
খুবই দুঃখজনক।
আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা এমন একটি পোষ্টের জন্য।
জাজাকাল্লাহু খাইর।
যাঁরা জানেন-বুঝেন তাঁরা অবশ্য এমন ভুল করেন না!!
অনেক ধন্যবাদ,
জাযাকাল্লাহ,
তিনি তাকে জিজ্ঞেস করলেন, ‘‘তুমি এর জন্য কি প্রস্তুতি নিয়েছ?’’
সে বলল, ‘আল্লাহ ও তাঁর রসূলের ভালবাসা।’
তিনি বললেন, ‘‘তুমি যাকে ভালবাস, তারই সাথী হবে।’’
আমি আল্লাহ ও তার রসূলকে(সা: ) ভালবাসি।
জাযাকাল্লাহ,
আমি আপনাকেও এবং ব্লগের সকল ভাই-বোনকে ভালোবাসি-
সেও আল্লাহর জন্যই
জাযাকাল্লাহ,
জাযাকাল্লাহ,
আবু সাইফ বড্ড বিপদে আছে-
জাযাকাল্লাহ..
অনেক ধন্যবাদ,
জাযাকুমুল্লাহ,
জাযাকাল্লাহ,
অনেক ধন্যবাদ,
জাযাকাল্লাহ,
অনেক ধন্যবাদ,
জাযাকাল্লাহ,
খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। মনে রাখা খুবই প্রয়োজন।
অনেক ভাল লাগলো। জাযাকাল্লাহ খইর।
জাযাকাল্লাহ,
জাযাকাল্লাহ,
অনেক ধন্যবাদ,
জাযাকাল্লাহ,
জাযাকাল্লাহ,
অনেক ধন্যবাদ,
জাযাকাল্লাহ,
মন্তব্য করতে লগইন করুন