Chatterbox দুটি কথা বলতে চেয়েছিলাম, Roseএকটি বলা বাকি ছিল Chatterbox

লিখেছেন লিখেছেন আবু সাইফ ২২ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:১৬:০৫ রাত

Chatterbox Rose

Good Luckঅনেকদিন পর লগ-ইন করলাম- -হক্বকথার গল্প Don't Tell Anyone

দুটি কথা বলতে চেয়েছিলাম, একটি বলা বাকি ছিল


দুটি কথা বলতে চেয়েছিলাম, একটি বলা বাকি ছিল...

(২)পোস্ট করলে মন্তব্যের জবাব দিতে হয়- এটা সৌজন্যবোধ প্রকাশের জন্য সামাজিক(ব্লগীয়) রীতিও বটে!

যতটুকু সময় আমি হাতে পাই তাতে দু-একটা পোস্ট দেয়া হলেও মন্তব্যের জবাব দেয়ার মত সময় পাওয়া দুঃসাধ্য! Sleepy

আবার সকলের সকল পোস্ট-ই আমি পড়তে চাই, প্রায়ই পড়ে থাকি, এমনকি তুলে রেখে পরে পড়তে হলেও!

কিন্তু যদি সবার পোস্টে মন্তব্য করতে চাই তবে তো অর্ধেক পোস্টও পড়া হবেনা! Worried

তবে কি পড়া কমিয়ে মন্তব্য করবো?

নাকি পড়াটাই চালু রাখবো? কোনটা উত্তম?? Whew!

যেহেতু লাভ-ক্ষতিটা আমার, তাই পড়াকেই অগ্রাধিকার দিয়ে থাকি!

এতে ব্লগে পোস্ট দেয়া বা মন্তব্য করা হয়ে ওঠেনা সময়াভাবে!

তাই- Thinking?

অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি- Don't Tell Anyone

এখন থেকে প্রত্যেকটি পঠিত পোস্টে এবং মন্তব্যের জবাবে "কুইক কমেন্ট" করবো- I Don't Want To See

সদয় অনুমোদনের জন্য পেশ করা হলো Big Grin Waiting

বিষয়: বিবিধ

১৪০৯ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267331
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৫৯
কাহাফ লিখেছেন :
পড়াকেই অগ্রাধিকার দেয়াই শ্রেয়,এর সাথে একমত আমিও।তবে..আমরা যারা পাঠক- নিজেরা বেশী লিখতে পারি না,তারা পঠনের সাথে মন্তব্যও করি কিছু।সন্মানিত লেখকদের হতে জবাব পেলে আমাদের পঠনে বাড়তি আগ্রহ সৃষ্টি হয়।লেখকদের এ বিষয়টা মাথায় রাখতে হবে।
অনেক ধন্যবাদ আপনাকে.......।
২২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:০৪
211126
আবু সাইফ লিখেছেন : যাক, প্রথমেই একটা "হ্যাঁ'-ভোট পেলাম

জাযাকাল্লাহ.. Rose Praying
267343
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:২০
বৃত্তের বাইরে লিখেছেন : হুম... Thinkingসময় বাঁচানোর জন্য আইডিয়া মন্দ না। শুরু হোক তবে.. Smug Good Luck Angel
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১৮
211512
আবু সাইফ লিখেছেন : শুরু করতে কি আর বাকি আছে-

টের পেয়েছেন নিশ্চয়ই Big Grin Rose Happy)
267352
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:৪৭
মাটিরলাঠি লিখেছেন :
সম্মানিত লেখক বা সেলিব্রেটি ব্লগারদের সময় খুবই কম। ফল সরূপ তারা পাঠকের কমেন্টের উত্তর খুবই কম দেন। Sad
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১৬
211511
আবু সাইফ লিখেছেন : আমি তেমন কেউ নই অবশ্যই!

পেশাগত কারণেই সময়াভাব

পথন ও মন্তব্যের জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying
267361
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩১
মামুন লিখেছেন : আপনার সাথে সহমত ভাইয়া।
পড়াকেই অগ্রাধিকার দিন।
তবে মন্তব্যও অনেক গুরুত্ব রাখে। প্রসঙ্গের গভীরে গিয়ে গঠনমূলক মন্তব্য লেখককে সামনে এগিয়ে নিতে অনেক সাহায্য করে।
ধন্যবাদ সুন্দর বিষয়টির অবতারণা করার জন্য।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose Good Luck
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১৫
211510
আবু সাইফ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying Praying
267364
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৪২
বুসিফেলাস লিখেছেন : তবুও আসবেন আমার ব্লগে দাওয়াত রইল Angel
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১৫
211509
আবু সাইফ লিখেছেন : ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying
267385
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৪৬
নূর আল আমিন লিখেছেন : কাহাফ লিখেছেন :
পড়াকেই অগ্রাধিকার
দেয়াই শ্রেয়,এর
সাথে একমত আমিও।
তবে..আমরা যারা
পাঠক-
নিজেরা বেশী লিখতে
পারি না,তারা পঠনের
সাথে মন্তব্যও
করি কিছু।সন্মানিত
লেখকদের হতে জবাব
পেলে আমাদের
পঠনে বাড়তি আগ্রহ
সৃষ্টি হয়।/কাহাফ ভাইয়ের সাথে সম্পুর্ণ সহমত
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১৫
211508
আবু সাইফ লিখেছেন : ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying
267387
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৪৯
কাজী লোকমান হোসেন লিখেছেন : ৪ 267361 ২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩১
মামুন লিখেছেন : আপনার সাথে সহমত ভাইয়া।
পড়াকেই অগ্রাধিকার দিন।
তবে মন্তব্যও অনেক গুরুত্ব রাখে। প্রসঙ্গের গভীরে গিয়ে গঠনমূলক মন্তব্য লেখককে সামনে এগিয়ে নিতে অনেক সাহায্য করে।
ধন্যবাদ সুন্দর বিষয়টির অবতারণা করার জন্য।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose Good Luck
----------------------------
Rose Rose সহমত Rose Rose ধন্যবাদ Rose Rose
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১৪
211507
আবু সাইফ লিখেছেন : ধন্যবাদ, জাযাকাল্লাহ

ভোট তো ভালই পাচ্ছি দেখি.
যাক্‌, জামানত বাজেয়াপ্ত হবেনা মনে হয়- Winking)
267406
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫০
বুড়া মিয়া লিখেছেন : হুম, রেডিমেইড করতে পারেন ...
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১৩
211506
আবু সাইফ লিখেছেন : তাই করা শুরু করেছি-

ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying Winking)

267420
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:২৯
আমি মুসাফির লিখেছেন : পড়া খুব জরুরী। পারলে সংক্ষিপ্ত মন্তব্য।
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১২
211505
আবু সাইফ লিখেছেন : ধন্যবাদ, জাযাকাল্লাহ Praying
১০
267435
২২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : হুমম...বুদ্ধিটা ভালো। ধন্যবাদ।
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১১
211503
আবু সাইফ লিখেছেন : ধন্যবাদ, জাযাকিল্লাহ

যাক্‌, জামানত বাজেয়াপ্ত হবেনা মনে হয়-
ভোট তো ভালই পাচ্ছি দেখি. Winking)
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১২
211504
আবু সাইফ লিখেছেন : ইমোগুলো ঠিকমত কাজ করছেনা মনে হয়.
Winking) :D/
১১
267583
২২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার উপস্থিতিটাই আমাকে আনন্দ দিবে, রচনা লিখার দরকার নেই। ধন্যবাদ।
২৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:০৯
211502
আবু সাইফ লিখেছেন : জাযাকাল্লাহ Praying

কিন্তু হাত(মন) নিশপিস করে যে! :Thinking
১২
268386
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০০
আবু জান্নাত লিখেছেন : পিলাচ অনেক ধন্যবাদ
২৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১২
212940
আবু সাইফ লিখেছেন : অনেক ধন্যবাদ, Rose
জাযাকাল্লাহ, Praying
১৩
268446
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৫
চিরবিদ্রোহী লিখেছেন : ব্যক্তিগত ভাবে আমি পড়াকেই প্রাধাণ্য দেই্। সব সময় সব পোস্টে মন্তব্য করার মতো কিছু থাকে না। যেখানে মন্তব্য করাটাকে সমীচিন মনে করি, অথবা মতামত দেয়ার মতো থাকে- তা হোক পক্ষে, বিপক্ষে বা অন্য কিছু,সেখানেই মন্তব্য করি।
তবে এ কথাও সত্য যে, প্রতিটি মন্তব্যই লেখককে অনুপ্রেরণা যোগায়, বুদ্ধি দেয়, ভূল সংশোধন করে দেয়; আর এ সব কিছুর সমন্বয়ে লেখকের লেখনি হয়ে ওঠে আরো ধারালো। তাই মন্তব্যও কম গুরুত্বপূর্ণ নয়।
জাযাকাল্লাহ খইর
২৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৩
212942
আবু সাইফ লিখেছেন : আপনার দীর্ঘ মন্তব্যে স হ ম ত


অনেক ধন্যবাদ, Rose
জাযাকাল্লাহ, Praying
১৪
268525
২৫ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৩৮
ওরিয়ন ১ লিখেছেন : কুইক কমেন্ট? হা হা হা ....।

২৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৩
212943
আবু সাইফ লিখেছেন : হা হা হা --

ওজরের মাসআলা নেই
কী আর করা ! !

অনেক ধন্যবাদ, Rose
জাযাকাল্লাহ, Praying
১৫
273246
১১ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৮
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : চিরবিদ্রোহী লিখেছেন : ব্যক্তিগত ভাবে আমি পড়াকেই প্রাধাণ্য দেই্। সব সময় সব পোস্টে মন্তব্য করার মতো কিছু থাকে না। যেখানে মন্তব্য করাটাকে সমীচিন মনে করি, অথবা মতামত দেয়ার মতো থাকে- তা হোক পক্ষে, বিপক্ষে বা অন্য কিছু,সেখানেই মন্তব্য করি।

তবে এ কথাও সত্য যে, প্রতিটি মন্তব্যই লেখককে অনুপ্রেরণা যোগায়, বুদ্ধি দেয়, ভূল সংশোধন করে দেয়; আর এ সব কিছুর সমন্বয়ে লেখকের লেখনি হয়ে ওঠে আরো ধারালো। তাই মন্তব্যও কম গুরুত্বপূর্ণ নয়।

জাযাকাল্লাহ খাইর....

আমি সহমত পোষণ করছি। তাছাড়া লেখক এটা প্রত্যাশাও করে।
১৬
273316
১২ অক্টোবর ২০১৪ রাত ০২:৫৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনি খুশী হয়েছেন তো!

দীর্ঘ মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File