বাংলাদেশের চলমান জনদুর্ভোগঃ কারণ ও প্রতিকার =============================্
লিখেছেন লিখেছেন আবু সাইফ ২৩ আগস্ট, ২০১৪, ০২:৪৬:৩৬ রাত
বাংলাদেশের চলমান জনদুর্ভোগঃ কারণ ও প্রতিকার
=============================্
বাংলাদেশের জনগণ এখন এক কঠিন সময় অতিক্রম করছে! অথচ এক সময় এদেশটি সুখ-শান্তি ও ধর্মীয় সম্প্রীতিতে পূর্ণ ছিল!
কোন কারণে এমন দুর্গতি নেমে এলো তার অনুসন্ধান করা প্রত্যেক বিবেকবান চিন্তাশীল মানুষের কর্তব্য!
জ্ঞানী-গুণীজনেরা চিন্তাভাবনা কম করছেননা, কিন্তু অধিকাংশজনই মূল কারণের দিকে নজর না দিয়ে এদিক-ওদিক সমাধান খুঁজে হয়রাণ হচ্ছেন!
আলকুরআনের একটি অংশে দুটি আয়াতে আমার চোখ আটকে গেল, অনেকক্ষণ ভেবেও এর আওতা থেকে নিজেদের মুক্ত ভাবতে পারলামনা!
তবে কি আমরা সমষ্টিগতভাবেই কঠিন শাস্তির দিকে ধাবিত হচ্ছি
وَمَا كَانَ اللَّهُ لِيُضِلَّ قَوْمًا بَعْدَ إِذْ هَدَاهُمْ حَتَّىٰ يُبَيِّنَ لَهُم مَّا يَتَّقُونَ ۚ إِنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
১১৫) লোকদেরকে হেদায়াত দান করার পর আবার গোমরাহীতে লিপ্ত করা আল্লাহর রীতি নয়, যতক্ষন না তিনি তাদেরকে কোন জিনিস থেকে সংযত হয়ে চলতে হবে তা পরিস্কার করে জানিয়ে দেন৷ (**) আসলে আল্লাহ প্রত্যেকটি জিনিসের জ্ঞান রাখেন৷
(**)অর্থাত লোকদের কোন কোন চিন্তা কার্যধারা ও পদ্ধতি থেকে বাঁচতে হবে তা আল্লাহতায়ালা আগেই বলে দেন। তারপর যখন তারা তা থেকে বিরত হয় না এবং ভুল চিন্তা ও কাজে লিপ্ত হয়ে তার ওপর অবিচল থাকে তখন আল্লাহতায়ালাও তাদের হেদায়াত করার ও সঠিক পথনির্দেশনা দেয়া থেকে বিরত হন এবং যে ভুল পথে তারা যেতে চায় তার ওপর তাদেরকে ঠেলে দেন।
এ বক্তব্যটি থেকে একটি মূলনীতি অনুধাবন করা যায়। আল্লাহতায়ালা কুরআন মজীদের যেসব জায়গায় হেদায়াত দেয়া ও গোমরাহ করাকে তার নিজের কাজ বলে উল্লেখ করেছেন সেগুলো এ মূলনীতিটির মাধ্যমে ভালভাবে বুঝা যেতে পারে।
আল্লাহতায়ালার হেদায়াত দেয়ার মানে হচ্ছে-
তিনি নিজের নবী ও কিতাসমূহের সাহায্যে লোকদের সামনে সঠিক চিন্তা ও কর্মধারা সুস্পষ্টভাবে তুলে ধরেন। তারপর যারা স্বেচ্ছায় এ পথে চলতে উদ্যোগী হয় তাদের চলার সুযোগ ও সামর্থ দান করেন।
আর আল্লাহতায়ালার গোমরাহীতে লিপ্ত করার মানে হচ্ছে-
তিনি যে সঠিক চিন্তা ও কর্মপদ্ধতি বাতলে দিয়েছেন যদি তার বিপরীত পথে চলার জন্য কেউ জোর প্রচেষ্টা চালায় এবং সোজা পথে চলতে না চায় তাহলে আল্লাহ জোর করে তাকে সত্য পথ দেখান না এবং সত্যের দিকে চালিত ও করেন না বরং যেদিকে সে নিজে যেতে চায় সেদিকে যাবার সুযোগ ও সামর্থ তাকে দান করেন।
আলোচ্য একথাটি কোন প্রসংগে বর্ণনা করা হয়েছে, আগের ও পরের ভাষণগুলো গভীর মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করলে তা সহজেই বুঝা যেতে পারে।
এটা এক ধরনের সতর্কবাণী ।
একে অত্যন্ত সংগতভাবে আগের বর্ণনার সমাপ্তি হিসাবেও গণ্য করা যেতে পারে।
আবার পরে যে আলোচনা আসছে তার ভুমিকা ও বলা যেতে পারে।
.
إِنَّ اللَّهَ لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ يُحْيِي وَيُمِيتُ ۚ وَمَا لَكُم مِّن دُونِ اللَّهِ مِن وَلِيٍّ وَلَا نَصِيرٍ
১১৬) আর এও সত্য, আসমান ও যমীনের রাজত্ব আল্লাহর নিয়ন্ত্রনাধীন, জীবন ও মৃত্যু তাঁরই ইখতিয়ারভুক্ত এবং তোমাদের এমন কোন সহায় ও সাহায্যকারী নেই যে তোমাদেরকে তাঁর হাত থেকে বাঁচাতে পারে৷
----------------------------------------------
আল্লাহতায়ালা যখন কোন জাতির জন্য শাস্তির ফায়সালা করেন তখন তা অবধারিত হয়ে যায়, একমাত্র ব্যতিক্রম হযরত ইউনুস আঃএর কওম, পূরো জাতি সমষ্টিগতভাবেই তাওবা করে আল্লাহতায়ালার কাছে ক্ষমা চেয়েছিল এবং তাদের ক্ষমা করা হয়েছিল
আমরা বাংলাদেশের আপামর জনগোষ্ঠী যদি তাওবা করে সত্য-ন্যায়ের অনুসারী হয়ে যাই এবং আল্লাহতায়ালার কাছে ক্ষমা চাই, আশা করা যায় যে তিনি আমাদের ক্ষমা করবেন এবং চলমান এ মুসিবত থেকে উদ্ধার করবেন!
পূরো জাতির কর্তব্য এখন রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে আসমানের দিকে তাকানো- কারণ তিনি কোন ব্যবস্থা না করলে উদ্ধার পাবার সম্ভাবনার কোন আলো কোথাও দৃশ্যমান নেই!
তাই, হে আমার বাংলাদেশী জনগণ, আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে নিজের চিন্তা ও কর্ম সংশোধন করে নিয়ে তাওবা করি এবং আল্লাহতায়ালার কাছে ক্ষমা চাই, তিনি যেন আমাদের ক্ষমা করে দেন এবং চলমান এ মুসিবত থেকে আমাদের উদ্ধার করেন!
[সূত্রঃ তাফহীমুল কুরআন]
বিষয়: বিবিধ
১২৪০ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহতায়ালা আমাদের ক্ষমা করুন
সবাই তো এখন খাওয়া-পরা আর আর্থিক ও সামাজিক উন্নয়নের চিন্তায় নিজেদের শ্রম-মেধা-চিন্তা পুরোপুরি বিনিয়োগ করেছে; যে এরকম না করে - তাকে বলে পাগল নয়তো অযোগ্য! এরা কি শুনবে?
যেহেতু এখন জাতির কোন একক নেতৃত্ব নেই সেহেতু ব্যক্তিগতভাবেই তাওবা ইস্তিগফার করা সকলের কর্তব্য
মন্তব্যের জন্য ধন্যবাদ..
লেখাটা অনেক ভাল হয়েছে ভালো লেগেছে ।
জাযাকিল্লাহ..
আল্লাহতায়ালা আমাদের ক্ষমা করুন!
জাজাকাল্লাহ খায়ের্
আসুন আমরা সর্বসাধারণ মানুষের দ্বারে দ্বারে এ আহ্বান পৌঁছে দিই -
ব্লগের পাতায় ক'জনেই আর পড়তে পারেন!
আসুন আমরা সর্বসাধারণ মানুষের দ্বারে দ্বারে এ আহ্বান পৌঁছে দিই -
ব্লগের পাতায় ক'জনেই আর পড়তে পারেন!
মন্তব্য করতে লগইন করুন