আমি এখন কি করি...
লিখেছেন লিখেছেন আবু সাইফ ২১ এপ্রিল, ২০১৪, ০৮:১২:২৪ রাত
ইদানিং জমিনের উপরটা যেন আর সহ্য হয়না -
*
অথচ পালাবারও কোন পথ পাইনা...........
*
ভিতরটার প্রতি খুব বেশী আকর্ষণ অনুভব করছি-
*
অথচ যাবার কোন পথ পাচ্ছিনা...........
*
এভাবে আর কতদিন.........
*
..... আর কত দিন ^^
সুখের বাগানে আজ পেঁচকের বাস,
মালী ভাংগে কিশলয় কুঁড়ি,
ছুঁড়ে ফেলে স্বপনের বীজ-চারাগাছ,
সোনা ফেলে তুলে নেয় নূড়ি........
বলো- আমি এখন কি করি...
বিষয়: বিবিধ
১৫৯৮ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পরামর্শের জন্য ধন্যবাদ
সমস্যাটা এখানে-
মালী ভাংগে কিশলয় কুঁড়ি,
...
সোনা ফেলে তুলে নেয় নূড়ি.....
বুঝেছেন আশা করি
ইনশাআল্লাহ...
মালী ভাংগে কিশলয় কুঁড়ি,
হোয়াট এ উপমা
মালী ভাংগে কিশলয় কুঁড়ি,
ছুঁড়ে ফেলে স্বপনের বীজ-চারাগাছ,
সোনা ফেলে তুলে নেয় নূড়ি...
বলো- আমি এখন কি করি...
কোথায় যেন দেখলাম-
হারিকেন নিভিয়ে যেতে চায়-
মনে নাকি তেলের অভাব:
আমাদের অন্ধকারে রেখে চলে যাওয়া-
কখখোনো নয়!!! চলবেনা চলবেনা
মালী আর কুঁড়ি না-ও ভাঙতে পারে!
তবে-
জগিং আর ব্লগিং একসাথে কর্তে পারার কোন ওষুধ আছে নাকি??
ফুলকুঁড়িসমেত কচিডগা
মালী ভাংগে কিশলয় কুঁড়ি,
ছুঁড়ে ফেলে স্বপনের বীজ-চারাগাছ,
সোনা ফেলে তুলে নেয় নূড়ি
বলো- আমি এখন কি করি ।লাইন কয়টা খুব সুন্দর ও ভাল লাগছে যদিও ভাল মত বুঝি নাই ।
বুঝতে পারবেন ইনশাআল্লাহ- চেষ্টা করতে থাকুন
কেন যেন চেষ্টা করেও আমি সহজ করে লিখতে পারিনা
সোনা ফেলে তুলে নেয় নূড়ি
বাহ!
বেশ সুন্দর হয়েছে। নিয়মিত হলেতো সবার জন্য ভাল হত।
মন্তব্য আর পরামর্শ তো দিলেন এবং দিচ্ছেন। এখন আপনি নিয়মিত এরকম কিছু চিন্তার খোরাক দিলে কি খুব সমস্যা হয়।
আশা করছি আর প্রত্যাশ্য করছে সবাই।
কিন্তু সাধ ও সাধ্যের ব্যবধান ঘুচেনা যে!!
দোয়া চাই-
জাযাকাল্লাহ..
দিন এলো আবার..
রক্ত ঝরাবার...
খোদার পথে শহীদ হয়ে-
বিজয় নিশান ওড়াবার
কেউ ওটা চাওয়ামাত্র প্রথম দিনেই পেয়েছেন-
খালিদ বিন ওয়ালিদ রাঃ সারাজীবনেও পাননি
যিনি খেয়েছেন তিনিই বোঝেন -
(আপনিও খেয়েছেন- এমন কথা বলিনি কিন্তু! )
জাতি তো দেখছি আপনার পরামর্শই মেনে নিয়েছে-
: :
আমার দেখাই হয়নি... জাযাকিল্লাহ খা্যর
ব্যস্ততার কারণে লগইন করা হয়নি অনেকদিন!
নীরব করে রাখে ।
আরে কাঁদায় তো সুখ পাখি.
যে আসে.
আবার চলে যায় ।
দিয়ে যায় ভুলতে না পারা কিছু
সময় ও কিছু স্মৃতি ।যা একজন
মানুষকে কুঁড়ে কুঁড়ে খায়.
সারাটি জীবন___
কিন্তু (আল্লাহতায়ালার পরে) স্মৃতিরাই মানুষের সবচেয়ে কাছের সংগী- যাদের সাথে কথা বলতে জানলে কখনো নিঃসংগতার যন্ত্রনায় ভুগতে হয়না!!
যাদের সাথে কথা বলবেন তারা যদি তো ধরা দেয় না , পালায়ে বেড়ায় ।
"বলো- আমি এখন কি করি..."
তাও আল্লাহ কে বলতে হয় " ভাল থাক ,সুখে থাক "
মন্তব্য করতে লগইন করুন