[b]আমাদের রাষ্ট্রবিজ্ঞান শিক্ষার কোর্সে সংশোধন প্রয়োজন[/b] শা হ আ ব দু ল হা ন্না ন [কপি-পেস্ট]

লিখেছেন লিখেছেন আবু সাইফ ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৫৪:৫৬ রাত



আমাদের রাষ্ট্রবিজ্ঞান শিক্ষার কোর্সে সংশোধন প্রয়োজন

শা হ আ ব দু ল হা ন্না ন

**********************************

[কপি-পেস্ট]

*

আমাদের রাষ্ট্রবিজ্ঞান পড়ার কোর্সে কিছু অসঙ্গতি রয়েছে। এটি তুলে ধরা এবং এর সংশোধনের জন্য প্রস্তাব করাই এ লেখার উদ্দেশ্য।

রাজনৈতিক ইতিহাস জ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে এ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। কলেজ স্তরে সামান্য কিছু আলোচনা হলেও একমাত্র বিশ্ববিদ্যালয় স্তরেই রাজনৈতিক ইতিহাস পূর্ণাঙ্গভাবে পড়ানো হয়। কিন্তু আমাদের দেশে এই ইতিহাসের নামে যা পড়ানো হয় তাতে রয়েছে মৌলিক গলদ। কেননা, রাজনৈতিক ইতিহাসের ধারা সব সময়ই বিশ্বের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের প্রতিনিধিত্বমূলক হওয়া উচিত। কেবলমাত্র কোনো একটি বা দু’টি দেশের রাজনৈতিক ইতিহাস আলোচনার মধ্যেই তা সীমাবদ্ধ থাকা উচিত নয়। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের দেশে এই ইতিহাসের নামে শুধু পশ্চিমের চিন্তাধারাই শিক্ষা দেয়া হয়। পাশ্চাত্য দেশ ছাড়া অন্য কোনো জাতির ও অন্য কোনো দেশের রাজনীতি প্রবাহের ওপর বিন্দুমাত্র গুরুত্ব আরোপ করা হয় না। মনে হয় যেন রাজনৈতিক চিন্তা ও তার অনুশীলনে একমাত্র পশ্চিমের লোকদেরই অবদান রয়েছে। প্রাচ্যের কোনো দার্শনিকই বুঝি এ সম্পর্কে চিন্তা করেননি। এই এক-দেশদর্শিতার হয়তো-বা কিছু কিছু কারণও দর্শানো যেতে পারে, কিন্তু কোনো যুক্তিতেই শুধু পাশ্চাত্য চিন্তাধারার পটভূমিকায় লেখা রাজনৈতিক ইতিহাস পূর্ণাঙ্গ হতে পারে না।

এক্ষেত্রে উল্লিখিত সীমিত চিন্তাধারার আলোচনার ফলে রাজনৈতিক ইতিহাসে এক শূন্যতার সৃষ্টি হয়েছে। আমাদের প্রথম পড়ানো হয় গ্রিক রাজনীতির কথা। বিশেষ করে সক্রেটিস, এরিস্টটল ও প্লেটোর চিন্তাধারা। তাদের পূর্বাপর অনেক দর্শন এবং গ্রিক সমাজের সাধারণ অবস্থাও তার সঙ্গে গুরুত্বসহকারে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। এ যুগের পর আসে রোমান রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে সিসেরুর রাজনৈতিক মতবাদ। প্রসঙ্গত রোমান আইনের ওপরও আলোকপাত করা হয়। অতঃপর খ্রিস্টীয় যুগের আরম্ভ। এ পর্যায়ে এসে প্রধানত অগস্টাইন, এমবোর্জ, গ্রেগরি প্রমুখ খ্রিস্টান যাজকদের সঙ্গে এদের দর্শনের আমাদের পরিচয় ঘটে। এ যুগের শেষ সীমা খ্রিস্টীয় পঞ্চম শতক অবধি। পঞ্চম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত ইউরোপীয় চিন্তাজগতে কোনো প্রতিভাবান রাজনৈতিক চিন্তাবিদের আবির্ভাব লক্ষ্য করা যায় না, নতুন কোনো রাজনৈতিক তত্ত্বেরও সন্ধান মেলে না। সর্বশেষ দ্বাদশ শতাব্দীর সাধু টমাস একুনাহ ও পদুয়ার মার্সিলিও থেকে আধুনিক কাল পর্যন্ত পশ্চিমের রাজনৈতিক চিন্তাধারা পড়ানো হয় বিশ্ববিদ্যালয়ে। এ যুগের রাজনৈতিক আন্দোলনের মধ্যে সমন্বয়বাদ আন্দোলন বা কনসিলিয়ার মুভমেন্ট বিশেষ প্রসিদ্ধ। ষোড়শ শতাব্দী থেকে শুরু হয়েছে গতিশীল রাজনৈতিক চিন্তাধারা এবং আমরা দেখতে পাই একের পর এক মেকিয়াভেলি, মন্টেস্ক, হব্স, লক, রুশো প্রমুখ আরও অনেক রাজনীতি বিষয়ক চিন্তাবিদদের। উপরের আলোচনায় দেখা যায়, দ্বাদশ শতাব্দীর কিয়দংশ ছাড়া পঞ্চম শতাব্দীর শেষ থেকে ষোড়শ শতাব্দীর আরম্ভ পর্যন্ত এক বিরাট রাজনৈতিক শূন্যতা। এই সুদীর্ঘ সময়ে সাধারণভাবে রাজনৈতিক চিন্তা সামান্যই ছিল; যা ছিল তা-ও অত্যন্ত দুর্বল স্তরের। এ কারণেই দেখতে পাওয়া যায় দ্বাদশ শতাব্দীর সাধু একুনাহ, পদুয়ার মার্সিলিও’র দর্শন এবং সমন্বয়বাদী আন্দোলন—সবই গির্জা ও রাষ্ট্রের সম্পর্কের মতো প্রশ্নকে কেন্দ্র করে প্রবলভাবে আলোচিত হয়েছে। যদিও এ সমস্যা রাজনীতির মূল অধ্যায়ে পড়ে না, তথাপি ইউরোপীয় চিন্তাবিদরা এই সামান্য ব্যাপারকেই খুব ফুলিয়ে ফাঁপিয়ে লিখেছেন। এসব কারণে মধ্যযুগকে, বিশেষ করে আদি মধ্যযুগকে ইউরোপীয় রাজনীতিবিশারদরাই অরাজনৈতিক যুগ বা আন্পলিটিক্যাল এজ বলে আখ্যা দিয়েছেন।

আসলে তাদের এই মন্তব্য সত্য কিনা তার যৌক্তিকতা বিচার করা দরকার। এ বিচার গোটা দুনিয়াকে সামনে রেখেই করা উচিত। আমাদের মতে, উপরের মন্তব্য শুধু ইউরোপের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, সারা বিশ্বের জন্য সত্য নয়।

ইউরোপের যখন অরাজনৈতিক সময় তখন আরব বিশ্বে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এটা ছিল নতুন ধরনের ব্যবস্থা। ব্যবস্থাটি ছিল যে, আইন হবে আল্লাহর এবং সরকার জনগণের পছন্দের। এ সময়েই মুহাম্মদ (স.) বিদায় হজ্বে মানবাধিকারের ঘোষণা দেন। মদিনার সনদ ছিল একটি সংবিধান। এ সংবিধানে সব নাগরিককে সমান অধিকার দেয়া হয়। প্রত্যেক সম্প্রদায়ের ধর্মীয় অধিকার দেয়া হয়। মদিনার সনদে উম্মাহর ধারণার মাধ্যমে ভৌগোলিক জাতীয়তাবাদ হতে ভিন্ন আন্তর্জাতিক আদর্শিক জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করা হয়। এ সময়ে জাকাতের মতো কল্যাণকর অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। বাইতুলমাল প্রতিষ্ঠিত হয় যাকে জনগণের সম্পদে গণ্য করা হতো। এসব বিষয় রাষ্ট্রবিজ্ঞানের কোর্সে অন্তর্ভুক্ত থাকা প্রয়োজন। এছাড়া মুসলিম চিন্তাবিদদের চিন্তাধারাও অন্তর্ভুক্ত করা দরকার।

কোরআনে যে রাজনৈতিক মতবাদ ঘোষিত হলো, পরবর্তীকালে তারই বিভিন্নমুখী বিকাশ ও সমৃদ্ধি ঘটে বিভিন্ন দার্শনিকের হাতে। আল মাওয়ার্দী, ইমাম গাযালী, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়েম, ইবনে রুশদ, ইবনে খালদুন ও আল-ফারাবীর ভূমিকা এ প্রসঙ্গে উল্লেখযোগ্য।

দশম শতাব্দীর বিখ্যাত আইনবিদ আল মাওয়ার্দী অনেক বই লিখেছেন রাজনীতির ওপর। তার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল আহকামুস সুলতানিয়া অর্থাত্ রাষ্ট্র চালনাবিধি। এ গ্রন্থে তিনি খেলাফত ও ওজারত সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা করেছেন তা যে কোনো আধুনিক চিন্তাবিদকে চমত্কৃত করবে। তিনি রাষ্ট্রপ্রধান ও মন্ত্রিসভার দু’ধরনের সম্পর্ক নির্ণয় করেছেন। এ দুটি ব্যবস্থা বর্তমান যুগের প্রেসিডেন্সিয়াল সিস্টেম ও কেবিনেট সিস্টেমের অনুরূপ। সুতরাং এই দু’রকম শাসন ব্যবস্থার আদি গুরু হিসেবে আল-মাওয়ার্দীকে গ্রহণ করতে পারি।

একাদশ শতাব্দীর ইমাম গাযালীর রাজনৈতিক পুস্তকাবলির মধ্যে কিতাব আল ইকতিসাদ ফিল ইতিকাদ, কিতাব আল মুসতাজহাবী ও তিবরুল মাসবুক সুপ্রসিদ্ধ। তিনি গ্রিক চিন্তাধারার ওপর অনেক পুস্তক প্রণয়ন করেছেন।

গ্রিক চিন্তাধারা নিয়ে আরও যারা বিশেষভাবে গবেষণা করেছেন তাদের মধ্যে আল ফারাবী ও ইবনে রুশদ’র নাম উল্লেখযোগ্য। ফারাবী গ্রিক চিন্তাধারার যে ব্যাখ্যা দিয়েছেন অনেক দিন পর্যন্ত তা ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় টেকস্ট বুক হিসেবে পাঠ্য ছিল। ইবনে রুশদ এরিস্টটলের সবচেয়ে বড় ব্যাখ্যাতা বলে পরিচিত হয়েছিলেন এবং তার দর্শন ইউরোপে এভাররোস্ট এরিস্টটলিয়ানিজম নামে পরিচিত ছিল।

অন্যদিকে আধুনিক আন্তর্জাতিক আইনের সত্যিকার প্রথম বিকাশ ঘটে মুসলিম চিন্তাবিদদের হাতে। আইনশাস্ত্রের বিভিন্ন শাখায় মুসলমানদের অবদান অতুলনীয়। অধুনা যে ‘জুরিস প্রুডেন্স অব ল’ পড়ানো হয় তার প্রথম নিয়ম মাফিক বিকাশ লক্ষ্য করা যায় মুসলিম মনীষীদের হাতে। ইমাম আবু হানিফা ও ইমাম শাফীর নাম এ প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য। কিন্তু আশ্চর্যের বিষয়, মধ্যযুগের জার্মানদের আইন পড়ানো হয় অথচ মুসলিম আইনবিদদের চিন্তা- জগতের সঙ্গে পরিচয়ের কোনো ব্যবস্থাই নেই আমাদের পাঠ্যপুস্তকে।

উপরের আলোচনা থেকে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে, মধ্যযুগ আনপলিটিক্যাল ছিল না। ইউরোপের জন্য তা অরাজনৈতিক যুগ হলেও আরব ও মুসলিম বিশ্বে তখন পূর্ণ রাজনৈতিক যুগ। আমাদের উচিত রাজনৈতিক চিন্তাধারার এ শূন্যতাকে দূর করে বিশ্বে রাজনৈতিক ইতিহাসকে নতুন করে লেখা। রাজনৈতিক চিন্তাধারার ক্রমবিকাশের ক্ষেত্রে মুসলিম চিন্তানায়কদেরকে তাদের যথাযোগ্য স্থান দিলে এ শূন্যতা দূর হবে—রাজনীতির ইতিহাস পাবে পূর্ণাঙ্গতা, সংশোধিত হবে একটি ঐতিহাসিক ভুল।

http://www.amardeshonline.com/pages/details/2014/02/16/235904

বিষয়: বিবিধ

১৪৮২ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178202
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : লিখাটি পড়েছি আমার দেশ অনলাইনে ,অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে দরেছেন সাবেক সচিব জনাব শা হ আ ব দু ল হা ন্না ন
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৭
135417
আবু সাইফ লিখেছেন : দুঃখিত, সময়মত অভ্যর্থনা জানাতে পারিনি!

কষ্ট করে পোস্টে মন্তব্য করার জন্য শুকরিয়া জানাই, জাযাকুমুল্লাহ..
178280
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৪৯
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ উনাকে উত্তম যাযা দান করুন।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৭
135418
আবু সাইফ লিখেছেন : দুঃখিত, সময়মত অভ্যর্থনা জানাতে পারিনি!

কষ্ট করে পোস্টে মন্তব্য করার জন্য শুকরিয়া জানাই, জাযাকুমুল্লাহ..
178313
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার লেখাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৭
135419
আবু সাইফ লিখেছেন : দুঃখিত, সময়মত অভ্যর্থনা জানাতে পারিনি!

কষ্ট করে পোস্টে মন্তব্য করার জন্য শুকরিয়া জানাই, জাযাকুমুল্লাহ..
178356
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০১
মোহাম্মদ লোকমান লিখেছেন : খুব ভালো লাগলো এবং শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৭
135420
আবু সাইফ লিখেছেন : দুঃখিত, সময়মত অভ্যর্থনা জানাতে পারিনি!

কষ্ট করে পোস্টে মন্তব্য করার জন্য শুকরিয়া জানাই, জাযাকুমুল্লাহ..
178525
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : লিখাটি আগেই পড়েছি। শেয়ার করার জন্য ধন্যবাদ। শুধু রাষ্ট্রবিজ্ঞানই নয় বরং প্রাকৃতিক এবং সামাজিক অন্যান্য শাস্ত্রতেও এই ধরনের কারচুপি আছে। অনেককে প্রশ্ন করতে শুনি যে বিজ্ঞানে মুসলিমদের কি অবদান আছে? সামহেয়ার ব্লগে ব্লগার তায়েফ আহমদ এই নিয়ে একটি ধারাবাহিক পোষ্ট দিয়েছেন। এখন দেখা যায়। রসায়ন বিদ্যা ও প্রকেীশল, মেকানিকেল ইঞ্জিনিয়ারিং, আলোক বিদ্যা সহ বিজ্ঞানের অনেকগুলি শাখার জন্মই মুসলিমদের হাতে। যাকে তথাকথিত বুদ্ধিজীবিরা এড়িয়ে যেতে চান। একবার সোনারবাংলাদেশ ব্লগে একজন ব্লগার পোষ্টদিয়েছিলেন কয়েকজ মুসলিম বিজ্ঞানীর পরিচিতি নিয়ে যার মধ্যে বীজগনিতে জনক আল-খাওয়ারিজমি ও ছিলেন। একজন কুখ্যাত ব্লগার নিজেকে বিজ্ঞানের ছাত্র দাবি করে বলেন যে তিনি নাকি এই সব লোকের নাম কোন দিনও শুনেনাই। আমি জবাব দিয়েছিলাম যে আল-খাওয়ারিজমির নাম যে জানেনা তার বিজ্ঞন সম্পর্কে মন্তব্য করার অধিকার নাই।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০১
135426
আবু সাইফ লিখেছেন : দুঃখিত, সময়মত অভ্যর্থনা জানাতে পারিনি!

কষ্ট করে পোস্টে মন্তব্য করার জন্য শুকরিয়া জানাই, জাযাকুমুল্লাহ..


মুসলিম/ইসলাম দেখলেই যাদের অস্বস্তি লাগে তাদের জন্য করুণা হয়!!

জ্ঞানপিপাসী ও সত্য অনুসন্ধানীরা কখনো কারো ব্যক্তিপরিচয় দিয়ে তথ্যের বিচার করতে পারেনা!!
178655
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১৭
অজানা পথিক লিখেছেন : পিউর থট
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৭
135421
আবু সাইফ লিখেছেন : দুঃখিত, সময়মত অভ্যর্থনা জানাতে পারিনি!

কষ্ট করে পোস্টে মন্তব্য করার জন্য শুকরিয়া জানাই, জাযাকুমুল্লাহ..
178799
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:০৫
আলোকিত ভোর লিখেছেন : ধন্যবাদ Rose
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৭
135422
আবু সাইফ লিখেছেন : দুঃখিত, সময়মত অভ্যর্থনা জানাতে পারিনি!

কষ্ট করে পোস্টে মন্তব্য করার জন্য শুকরিয়া জানাই, জাযাকুমুল্লাহ..
179352
১৯ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪২
আহমদ মুসা লিখেছেন : লেখাটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৭
135423
আবু সাইফ লিখেছেন : দুঃখিত, সময়মত অভ্যর্থনা জানাতে পারিনি!

কষ্ট করে পোস্টে মন্তব্য করার জন্য শুকরিয়া জানাই, জাযাকুমুল্লাহ..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File