"প্রোষিতভর্তৃকা" ও "প্রোষিতপত্নীক" এটি একটি আন্তঃরাষ্ট্রীয় সমস্যা!
লিখেছেন লিখেছেন আবু সাইফ ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:১৫:২৮ দুপুর
ফাতিমা মারিয়াম আপুর পোস্টে আমার মন্তব্যটি সবার নজরে আনার জন্য পোস্ট আকারে দিলাম
"প্রোষিতভর্তৃকা" ও "প্রোষিতপত্নীক" এটি একটি আন্তঃরাষ্ট্রীয় সমস্যা!
প্রবাসীরা ইচ্ছে করলেও স্ত্রীকে নিয়ে যেতে পারেননা, আইনের বাধা!
আবার দেশে এসে সংসার করবেন- সেটা দুঃসাধ্য এজন্য যে, সংসার নির্বাহ করা অসম্ভব হয়ে পড়বে!
কষ্ট তো উভয়েরই- কিন্তু রুজি-রোজগারের প্রয়োজনে এটা করতে বাধ্য হন!
যদি প্রবাসীদের চাকুরিবিধি ও ছুটির শর্তগুলো উভয় দেশের সরকার সেভাবে নির্ধারণ করতো তবে এ সমস্যার সমাধান সহজ হতো!
ছয়মাসে একমাস বাধ্যতামূলক ছুটি- তাহলে এ সমস্যার সমাধান ৯০% হয়ে যেতো মনে করি!
অসংখ্য সুহৃদ ও আত্মীয়ের সাথে আলাপের বিশ্লেষণ ও আমার বাস্তব অভিজ্ঞতায় "প্রোষিতভর্তৃকা" ও "প্রোষিতপত্নীক" উভয় পক্ষেরই সমস্যা ও কষ্ট তাঁরা সহ্য করে যান নিরুপায় হয়ে, বিকল্প সহজতর উপায় না থাকায়!
সুতরাং এ সমস্যার সমাধান ব্যক্তি বা সামাজিক উদ্যোগে সম্ভব নয়- যতক্ষণ আন্তঃরাষ্ট্রীয় সমঝোতা ও চুক্তিতে এটিকে বিবেচনায় না আনা হয়!
মানবাধিকার প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে উদ্যোগ নিতে পারে! (যদিও তাদের কারো কারো নীতি/আচরণের কারণে ঐ শব্দটা উচ্চারণেও ঘৃণা জাগে আমার)
বিষয়: বিবিধ
১৬৯৮ বার পঠিত, ৫০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১। প্রবাসীরা এ দেশের অর্থনীতির অক্সিজেন। একজন প্রবাসী নিজে অনেক বঞ্চনার শিকার হয়েও তার পরিবারে যে অবদান রেখে চলেন সেটা অনস্বীকার্য। প্রবাসীর অবদানকে মাথায় রেখে প্রবাসীর পরিবারের সদস্যরা যদি তার স্ত্রীকে একটু মমতা দিয়ে আগলে রাখেন, পরিবারে ইসলামচর্চার সুন্দর পরিবেশ বজায় রাখেন তাহলে এসব অনাকাঙ্খিত দূর্ঘটনা রোধ করা সম্ভব।
২। শখ করে মানুষ ভ্রমণ করে। কিন্তু শখ করে প্রবাসী হয়না কেউ। অনেক অবস্থাসম্পন্ন ও সম্ভ্রান্ত ঘরের লোককেও প্রবাসী হতে দেখেছি। কপালের লিখন না যায় খন্ডন।
৩। প্রবাসী নন কিন্তু সীমিত আয়ের অনেক চাকরিজীবি আছেন যাদের পক্ষে স্ত্রীকে কাছে রাখার সঙ্গতি নেই। এরা অনেকেই হয়তো মাসশেষে এক/দুই দিন স্ত্রীর সান্নিধ্য পেয়ে থাকেন। গড়পড়তা তিরিশ বছরের বিবাহিত জীবনে একজন প্রবাসীর চেয়েও কম স্ত্রীর সান্নিধ্য পান তারা।
৪। একজন প্রবাসী বছর শেষে বা দু/একবছর শেষে ৩০/৪০/৬০ দিনের ছুটি নিয়ে দেশে আসেন। তখন যতটা স্বাধীনভাবে মুক্তভাবে স্ত্রী/সন্তান/স্বজনদের সান্নিধ্য পেয়ে সারাটা দিন উপভোগ করেন সেটা যারা আমরা দেশে আছি তাদের পক্ষে সম্ভব নয় এ ব্যস্ততাময় জীবনে।
শেষ কবে টানা এক সপ্তাহের ছুটি পেয়েছি ভুলেই গিয়েছি।
আপনার সাথে ১০০%++ একমত!
দেশে কর্মজীবি স্বামী/স্ত্রী ৩০বছরের হিসাব টানলে যোগফল প্রবাসীদের চেয়ে বেশী হবার সম্ভাবনা খুবই কম!
কিন্তু আসল ব্যাপারটা অন্যখানে!
একটানা দূরে থাকা আর কাছে থেকেও সময় দিতে না পারার একটি মৌলিক পার্থক্য রয়েছে- ঠিক যে বিষয়টি ফাতিমা আপু তুলে ধরতে চেয়েছেন!
তাই সপ্তাহ/মাসে এক/দুবারের কয়েকঘন্টার সান্নিধ্যও দীর্ঘ সপ্তাহ/মাসের অনুপস্থিতিকে জিরোপয়েন্টে নামিয়ে আনে!
কিন্তু প্রবাসীদের ক্ষেত্রে সেটা সম্ভব নয়!
আশা করি সমস্যার মূল জায়গাটা ধরতে পেরেছেন!
আপনাকে ধন্যবাদ।
আমার বিশ্বাস আপনি খুব সুন্দর ও বিস্তৃতভাবে লিখতা পারেন- বারাকাল্লাহ ফীক.
অপেক্ষায় থাকলাম..
০ ইসলামী আইনে একজন স্ত্রীর তার স্বামীর সংসারে আগে , না কি বিদেশে চাকরি করা আগে ?
একজন স্ত্রী যদি বিদেশে চাকরি করে তাহলে সে তার স্বামীর চাহিদা কিভাবে পূরণ করবে ?
বিয়ের ফলে একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে একমাত্র সেক্স ছাড়া আর কিছুই পাওয়ার নেই ।
কিন্তু স্ত্রীর একজন স্বামীর কাছ থেকে তার প্রয়োজনীয় সব কিছুই পায় । বিদেশে যাবার ফলে হয়ত ফিজিক্যালি না পাবার ফলে সেক্স পায় না । কিন্তু বাকি সব গুলো তে সে পায় । প্রবাসী স্বামী তার একমাত্র পাওয়া সেক্সটাকে বিসর্জন দিয়ে ঠিকই সে দেশে তার স্ত্রীর জন্য আর বাকি সব ব্যবস্থা করে চলেছে ।
"প্রোষিতভর্তৃকা" ও "প্রোষিতপত্নীক" এসব বলে কি লাভ আছে ?
সরকারি চাকুরীতেই তো এরকম ব হু উদারহরণ আছে । স্বামী- স্ত্রী উভয়েরই পোস্টিং ভিন্ন জায়গায় হলে এরকম সমস্যাই হয়ে যায় ।
চাকরি করতে গেলে তো এরকম সমস্যায় পড়তে হবেই । সবার সুবিধা মত যদি সব কিছু করতে যায় কোম্পানী তাহলে তো কোম্পানী মাঠে মারা যাবে ।
আসল বিষয়টি হচ্ছে সমস্যার আলোচনা- যেন সমাধানের উপায় খুঁজে বের করা যায়, কমপক্ষে সমস্যার মাত্রাটা কমিয়ে আনা যায়!
বাস্তবতার অনেক কারণ্ই আমাদের অনেকের জানা আছে! তার মাঝেই সমাধান খুঁজতে চেষ্টা করা!
আর কষ্টভুগী মানুষগুলোকে একটু সহমরমিতা জানানো!!
উদাহরণ আর কোম্পানীস্বার্থের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ মানুষের অধিকার ও কর্তব্য! তাই সমস্যার সমাধান অসম্ভব নয়- চাই শুধু সদিচ্ছা!
১) এ ব্যাপারে সরকারী উদ্যেগ একান্তভাবে কাম্য।
২) পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলো সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারে।
৩)এছাড়াও আমার মনে হয় প্রবাসীগণও
যথাযথ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকারের কাছে দাবী পেশ করতে পারে।
৪) যেহেতু বাংলাদেশের অর্থনীতির ওপর রেমিটেন্সের একটা বিরাট প্রভাব রয়েছে তাই উর্ধ্বতন মহলে এই বিষয়কে আমলে নেয়ার জন্য প্রবাসীগণ যোগাযোগ করতে পারেন।
পয়েন্ট আকারে তুলে ধরেছেন সুন্দরভাবে!
প্রবাসী এবং সংশ্লিষ্টদের চিন্তা-ভাবনা ও প্রচেষ্টার অগ্রাধিকার তালিকায় এটা যোগ করা উচিত!
আমি মনে করি এটার একমাত্র সমাধান সম্ভব দেশকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা আর দেশকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে হলে ইসলামীক শাসন কায়েম করতে হবে । তাই বলব এর একমাত্র সমাধান হল কোরআনের শাসন কায়েম করা।
আপনার মন্তব্যের সাথে একমত হয়ে যোগ করতে চাই-
দেশে ইসলামীক শাসন কায়েম হলেও "আন্তঃরাষ্ট্রীয় চুক্তি" ছাড়া এর সমাধান সম্ভব নয়! কারণ এক দেশের ইচ্ছেতেই এর সমাধান অসম্ভব!!
সহমত।
আপনার প্রস্তাব মেনে নিয়ে অবিবাহিতরা এক লাফে জীবনটাকে একযুগ এগিয়ে নিতে পারে!!
ভালো আছেন তো!
আরো ছোটখাটো অনেক কিছুই থাকবে, এ সমস্যা সম্পূর্ণ দূর হবার নয়, যতটা কমানো যায়- এই আর কি!!
ভালো আছেন তো!
প্যারিসের সবাই ভালো আছেন তো!
ধন্যবাদ, জাযাকাল্লাহ..
ভালো থাকুন!
আমার দুধদাঁত ভেঙেগেলে আপনাকে জরিমানা দিতে হবে
কি উপায় কাফেলার?? :
আমি কিন্তু হাতুড়িকে মোটাও ভয় পাইনা!; )
দুধেদাঁত ভেঙে গেলে তো ভালই- নতুন দাঁত গজাবে)
আর জরিমানা যদি দিতেই হয়-
সেটা দিবেন ফাতিমা মারিয়াম আপু আর ডঃ সালেহ মতিন ভাই, উনারাই শব্দগুলো সাপ্লাই দিয়েছেন (আমি তো প্রায় ভুলেই গেছিলাম)
ভয় পেলে রাহবার-
কি উপায় কাফেলার??
এই বিষয়ে রাষ্ট্রিয় এবং সামাজিক উভয় ধরনের উদ্যোগ নেয়া উচিত। অনেক সময় প্রবাসিরা অতিরিক্ত আয় এর লোভে এবং বিমান ভাড়া বাচানর জন্য দেশে আসেননা সুযোগ পেয়েও। এই ধরনের বিষয়গুলিও খেয়ার করতে হবে।
ধন্যবাদ, জাযাকাল্লাহ..
ভালো থাকুন!
একই মন্তব্য ফাতেমা আপার লেখাতেও করেছি। বক্তব্য এক তাই আর নতুন করে কিছু লিখলাম না। অনেক ধন্যবাদ আপনাকে
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ..
ধন্যবাদ, জাযাকাল্লাহ..
ধন্যবাদ, জাযাকাল্লাহ..
পথ ভুলে আসেন নি- এটা আমি নিশ্চিত!
আর অজানা হওয়ার তো প্রশ্নই ওঠেনা!!
আপাততঃ একটা হাওয়াই লাড্ডু খান-
কষ্ট করে পোস্টে মন্তব্য করার জন্য শুকরিয়া জানাই, জাযাকুমুল্লাহ.
দাবী করার জায়গাতো একটাই- আরশে আজীমে-
আর চেষ্টা রাখতে হবে সমস্যাগুলো যথাসম্ভব কমানো বা কম রাখার জন্য
হারিকেনের আলোয় উদ্ভাসিত আমার ব্লগ/পোস্ট
দুঃখিত, সময়মত অভ্যর্থনা জানাতে পারিনি!
কষ্ট করে পোস্টে মন্তব্য করার জন্য শুকরিয়া জানাই, জাযাকুমুল্লাহ..
কষ্ট করে পোস্টে মন্তব্য করার জন্য শুকরিয়া জানাই, জাযাকুমুল্লাহ..
[আপনার পোস্রগুলো দারুণ ভালো লাগে, সময় সংকটের কারণে সবটাতে লগইন/মন্তব্য করা হয়ে ওঠেনা!!]
মন্তব্য করতে লগইন করুন