Chatterboxআয়না দেখে লেখা Big Grin"মতলববাজ বুদ্ধিজীবীরাই ... বদরুদ্দীন উমর" Big Grin Time Out

লিখেছেন লিখেছেন আবু সাইফ ১২ জানুয়ারি, ২০১৪, ০২:৩৭:৫৯ দুপুর

মতলববাজ বুদ্ধিজীবীরাই সাম্প্রদায়িকতার শক্তি বৃদ্ধির ক্ষেত্রে অগ্রণী বাহিনী- বদরুদ্দীন উমর

Rolling on the Floor

সম্ভবতঃ আয়না দেখে লেখা

Thinking

হা হা হা ... দারুণ মজা পেলাম!!

Applause Rolling on the Floor

ভাঁড়ামীর জন্য অলিম্পিকে কোন ইভেন্ট থাকলে বা নোবেলপ্রাইজ থাকলে সেটা চিরকালই বাংলাদেশীরা দখল করে রাখতো নিশ্চিত!!

Big Grin Big Grin

দেখুন একজন তথাকথিত অসাম্প্রদায়িক বুদ্ধিজীবী- যে নিজেই মিথ্যার নর্দমায় আকন্ঠ ডুবে আছে- সে কিভাবে সমগোত্রীয় অন্যদের সমালোচনা করে -

"জামায়াতে ইসলামীর ক্রিমিনালরা হিন্দুদের ওপর বিভিন্ন স্থানে হামলা করে তাদের নিহত ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত এবং তাদের বাড়িঘর ভাংচুর করে আগুন দিয়ে অনেককে ঘরছাড়া করতে শুরু করার সঙ্গে সঙ্গে..".. Time Out Time Out

এটা যে ডাহা মিথ্যা সেটা ঐসব হিন্দুরাও মনে-প্রাণে জানে!!

দেখুন এ মিথ্যুক আরো কত শত মিথ্যা দিয়ে তার লেখাটা সাজিয়েছে-

""বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪২ বছর পর জামায়াতে ইসলামীর মতো একটি ধর্মীয় দল খোলাখুলি রাস্তায় নেমে যে গুণ্ডামি ও তাণ্ডব মাসের পর মাস রাজনীতির নামে চালিয়ে যাচ্ছে, তার সঙ্গে বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর তাদের আক্রমণ পরিচালনাকে বিচ্ছিন্ন ব্যাপার মনে করার কারণ নেই। এসবই একই সূত্রে গাঁথা।...."" এবং আরো আরো মিথ্যা..

পূরো লেখাটিতে এতো বেশী মিথ্যার ছড়াছড়ি যে তার মাঝে যেসব ছিঁটেফোঁটা সত্য কথা বলা হয়েছে তা-ও কলুষিত হয়ে পড়েছে!!! Day Dreaming

বাস্তবতা হলো- বাংলাদেশের তথাকথিত অসাম্প্রদায়িক বুদ্ধিজীবী সম্প্রদায়ের বৃহদাংশই অন্ধ বিদ্বেষ ও মিথ্যার বেসাতি করার চিরাচরিত স্বভাব থেকে বেরিয়ে আসতে পারেনি- ভবিষ্যতে যে পারবে তার সম্বাবনাও নেই বললেই চলে!!! I Don't Want To See

ধিক্ শতধিক্ এমন বুদ্ধিজীবীদের Time Out Time Out Time Out

মূল লেখাটি এখানে

বিষয়: বিবিধ

১২৭৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

161708
১২ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫১
হতভাগা লিখেছেন : স্বাধীন বঙ্গভূমি আন্দোলনের জন্য ত্যাগ হিসেবে আজ হিন্দুরা এই মার খাওয়া নাটক সাজিয়েছে । এদের জন্য কোরাস করে হাহাকার করা বুদ্ধিজীবীরাও একই দলের খেলোয়াড় ।

এরা বাংলাদেশের মাত্র ৭-৮ শতাংশ । অথচ এরাই বাকী ৯২-৯৩ শতাংশকে ঘোল খাইয়ে বোকা বানাচ্ছে ।

বোকা বাংলাদেশীরা যখন দেখবে যে, যাদের সংখ্যালঘু বলে আমরা এত সিমপ্যাথী দেখালাম সেই তারাই আমাদের এই স্বাধীন দেশটিকে অন্য একটি দেশের অংশের সাথে মেলাতে এই নাটকগুলো করছে/করাচ্ছে তখন আর কিছুই করার থাকবে না ।

সময়ের এক ফোঁড় , আর অসময়ের দশ ফোঁড়
161801
১২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৩
আবু সাইফ লিখেছেন : অনেক কিছুই দেখে বুঝেও অসহায়ের মত তাকিয়ে থাকতে বাধ্য হই..

মাথায় যখন পচন ধরেছে তখন দেহ ভালো থেকে লাভ কী?

162024
১৩ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৫
আয়নাশাহ লিখেছেন : এই দেশে একটা ভাল কিছু হবে এমন আশা সুদুর পরাহত। যে দেশের মানুষের ৯৯%(ভুল হলেও তেমন হেরফের হবেনা) দুর্নীতি গ্রস্থ, ৯৯% শিক্ষীত মানুষ চোখে দেখেও সত্যের পক্ষে থাকেনা, যে দেশের ৯৯% আলিম আল্লাহকে ভয় করেনা, সবাই নিজেদের বস্তা ভরতে ব্যাস্ত সে দেশে আপনি এর চেয়ে ভাল কি আশা করতে পারেন।
আর এই নাস্তিকরা তো সারা জীবনই আল্লাদ্রুহী। এদের কথা আর কি বলবেন।
172601
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৮
মোঃজুলফিকার আলী লিখেছেন : এভাবে এরা হাজারটা মিথ্যাকে সত্যে পরিণত করার অপচেষ্টা করছে। তবে তারা সাকসেস। ভন্ডামী না করলে নতুন ইস্যু সৃষ্টি করা যাবে না। আর তাদের ইস্যু তৈরি করেই বছর শেষ করতে হবে। নইলে বিপদ আছে। এটা তারা জানে। ধন্যবাদ।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৯
126673
আবু সাইফ লিখেছেন : এদের অধিকাংশই মনে হয় এমনটাই ভাবে যে-

সবাই ভালো হয়ে গেলেই তো পারে...
আমি না হয় একটু অন্যরকমই রয়ে গেলাম..



আমাদের জাতীয় চরিত্রের একটি তূলনামূলক চিত্র পড়ুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File