[b]ঈদ মোবারক!! ঈদ মোবারক !! [/b] [মন্তব্য থেকে পোস্ট/রিপোস্ট]
লিখেছেন লিখেছেন আবু সাইফ ০৯ আগস্ট, ২০১৩, ১১:৪০:০৭ রাত
ঈদ মোবারক!! ঈদ মোবারক !! :D/
এখানে করা মন্তব্যটি প্রিয় ব্লগারবৃদের পরামর্শে পোস্ট আকারে দেয়া হলো ...
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ....
আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন
দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা ব্লগ-পরিবারের সকলকে এবং দুনিয়াবাসীকে ঈদ মোবারক!!
কারো ঈদ শেষ হয়ে গেছে [মধ্যপ্রাচ্য ও পশ্চিমে]
আর কারো শুরু হয়েছে/হচ্ছে-
সবার জন্য ঈদের শুভেচ্ছা ও দোয়া-
দুষ্ট-শিষ্ট সবাইকে ঈদের দাওয়াত- ]
যাঁর মাধ্যমে ঈদ পেয়েছি তাঁর আদর্শ জানতে ও জানাতে, মানতে ও মানাতে সচেষ্ট থাকতে সিদ্ধান্ত নেবার এটাই উপযুক্ত অনুকুল সময়
ঈদ হোক অনন্ত ঈদের সৌভাগ্য অর্জনের জ্ঞানলাভ ও উপায় অনুসরণের অটল সিদ্ধান্ত ও শপথ গ্রহন এবং নবায়নের দিন!!
ঈদের সকল আয়োজনে বিকশিত ও উচ্চকিত হোক এমন সিদ্ধান্ত ও শপথের দৃপ্ত উচ্চারণ!!
বিশেষ দোয়া তাদের জন্যও যারা অত্যাচারীদের কারণে নিজেদের অধিকার বঞ্চিতই শুধু নয়, বরং জীবনধারণের ন্যূন্যতম চাহিদার জোগান থেকেও বঞ্চিত- যদিও তাদের সেবা ও কল্যানের নামে সংগৃহীত অর্থে অনেকেই বিত্তশালী....
কষ্টের দহণে বহুগুণ সৌভাগ্যমন্ডিত যাদের ঈদ
- যাঁদের পিতা-স্বামী-সন্তান-ভাই-নিকটাত্মীয়েরা শহীদ হয়েছেন বা নিখোঁজ রয়েছেন বা কারান্তরালে 'ঈদ' করছেন....
-বিশেষ দোয়া ঐসব শিশুদের জন্য যারা বাবা থেকেও ইয়াতীম, যারা ভায়ের আদর থেকে বঞ্চিত
-বিশেষ দোয়া ঐসব মা-বোনদের জন্যও যাঁরা স্বামী থেকেও স্বামীহারা, সন্তান থেকেও সন্তানহারা [প্রবাসে বা কারাগারে]
মুক্ত মানুষের রোজা কবুল হওয়া ও সম্পূর্ণ গুণাহমুক্ত হওয়াটা অনিশ্চিত..
কিন্তু সত্য-মিথ্যার দ্বন্দ্বে যাঁরা মিথ্যাপন্থীদের দ্বারা নির্যাতিত তাঁদের পুরস্কার তাঁদের রবের কাছে নিশ্চিত....
আর তাঁদের পিতা-মাতা-স্ত্রী-সন্তানদের জন্যও - যাঁরা সত্যপথে ধৈর্যশীল!!
দুনিয়া জোড়া সত্য-মিথ্যার দ্বন্দ্ব-সংগ্রামে যাঁরা সত্যপথের পথিক ও সমর্থক তাঁদের সবার চিরস্থায়ী ঈদের সৌভাগ্য অর্জিত হোক- এবারের ঈদে এটাই প্রার্থনা মহান রবের দরবারে!!
আল্লাহুম্মা সল্লি আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহিল আখইয়ারি ওয়া সাল্লামা তাসলীমান কাছীরা
আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ
মন্তব্য করার আগেই এটি পোস্ট দেয়া হয়েছিল
বিষয়: বিবিধ
১৭১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন