Day Dreaming কি অদ্ভূত মিল! Day Dreaming বাংলাদেশ ও মিশর !! Day Dreaming

লিখেছেন লিখেছেন আবু সাইফ ২৮ জুলাই, ২০১৩, ০৫:৫০:১৭ সকাল

Day Dreaming কি অদ্ভূত মিল! Day Dreaming

.

Day Dreaming বাংলাদেশ ও মিশর !! Day Dreaming


.

বাংলাদেশে শাপলা চত্বর ও মিশরে রাবাআ স্কয়ার

.

বাংলাদেশে শাহবাগ চত্বর ও মিশরে তাহরীর স্কয়ার

.

আওয়ামী সরকারের পুলিশ/ নিরাপত্তা বাহিনী ও মিশরের পুলিশ/ নিরাপত্তা বাহিনী

.

আওয়ামী সরকারের অভিযান/বিবৃতি/মন্তব্য ও মিশরের সামরিক সরকারের অভিযান/বিবৃতি/মন্তব্য

.

.

গণহত্যার পর নসরসিটি থেকে মুরসি সমর্থকদের উতখাতের হুমকি

.

সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের ওপর শুক্রবার রাতভর গণহত্যা চালানোর পর এবার তাদেরকে ‘দ্রুততম সময়ে’ নসরসিটির রাবা আল-আদাবিয়া স্কয়ার থেকে উতখাতের হুমকি দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়

.

শনিবার এক সংবাদ সম্মেলনে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহামেদ ইব্রাহিম এই প্রত্যয় ঘোষণা করেন।

.

তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনী যত দ্রুত সম্ভব আইনের আওতায় থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেবে।’

.

সম্ভাব্য সবচেয়ে কম ক্ষয়ক্ষতি’ নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী সচেষ্ট থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

.

তিনি জোর দিয়ে বলেন, নিরাপত্তা বাহিনী ‘রক্তপাত এড়াতে’ চায় এবং বিক্ষোভস্থলের স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

.

মোহামেদ ইব্রাহিম বলেন, ‘আমি মনে করি- বিক্ষোভকারীদের চেতনা ফিরবে এবং রক্তপাত এড়াতে তাদের বিক্ষোভের ইতি টানবে।’

.

অন্যদিকে, শুক্রবার রাতভর সংঘর্ষে মুরসি সমর্থকদের ওপর পুলিশের গুলিবর্ষণ কথা অস্বীকার করেছেন তিনি। পুলিশ কেবল টিয়ারশেল নিক্ষেপ করছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী

.

প্রসঙ্গত, শুক্রবার সেনা অভ্যুত্থানের পক্ষে-বিপক্ষে রাজধানী কায়রোসহ মিশরজুড়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়। রাতে রাবা আল-আদাবিয়ায়র কাছে মুরসির সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনী ও অভ্যুত্থান সমর্থকদের গুলিতে অন্তত ১২০ জন নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত ৬৮টি লাশ গ্রহণের বিষয়টি স্বীকার করেছে

.

এদিকে, বিক্ষোভকারীদের ওপর ‘শক্তি প্রয়োগের’ নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্য পাওয়া যায়নি

.

উল্লেখ্য, সেনা অভ্যুত্থানে মুরসিকে উতখাতের পর এর আগে রিপাবলিকান গার্ড সদর দপ্তরের সামনে এক দফা গণহত্যা চালানো হয়। এতে দেড় শতাধিক মুরসি সমর্থক নিহত হন। (তূলনীয়- আল্লামা সাঈদীর রায়ের পর গণহত্যা)

http://www.rtnn.net//newsdetail/detail/8/10/67813#.UfRb-az-aho

.......

....

খাদেম(?)আল হারামাইন-এর (আ)কাম-টাও দেখার মত!!!

=========================

সৌদি-ইসরাইল গোপন চুক্তি : অস্ত্র পাবে সিরিয় বিদ্রোহীরা :



.......

রয়টার্স, বিবিসি

.......

এদিকে ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে অস্ত্র কেনার জন্য গোপন চুক্তি করেছে সৌদি আরব। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের এসব অস্ত্র দেয়া হবে বলে জানা গেছে।

ইহুদিবাদী ইসরাইলের রেডিও জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে পাঁচ কোটি ডলারের অস্ত্র চুক্তি করেছে সৌদি সরকার। চুক্তি অনুযায়ী ইসরাইলি সেনাবাহিনীর পুরনো অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের সরবরাহ করা হবে। এসব অস্ত্রশস্ত্রের মধ্যে কয়েক ধরনের ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, সামরিক যান, কামান এবং নাইট ভিশন সংক্রান্ত যন্ত্রপাতি রয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

বিদেশি সমর্থনপুষ্ট তাকফিরি বিদ্রোহীদের সূত্র থেকে বলা হয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পো ও তার আশপাশের এলাকায় নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য এসব অস্ত্র ব্যবহার করা হবে। ব্রিটিশ ডেইলি টেলিগ্রাম গত মাসে জানিয়েছে, সৌদি আরব এর আগে তাকফিরি বিদ্রোহীদের রাশিয়ায় তৈরি কোনকুরস ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়েছে। এছাড়া, বিদ্রোহীদের সূত্র থেকে বলা হয়েছে, আলেপ্পো নগরীতে তারা সৌদি আরব থেকে পাঠানো ভারি অস্ত্রের চালান গ্রহণ করেছে

http://www.amardeshonline.com/pages/details/2013/07/28/209900#.UfRbfKz-aho

বিষয়: আন্তর্জাতিক

১৫০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File