[b]দেখা-সাক্ষাত/আলাপন খুবই কমে গেছে!![/b]
লিখেছেন লিখেছেন আবু সাইফ ২২ এপ্রিল, ২০১৩, ০৫:২৭:১৬ বিকাল
দেখা-সাক্ষাত/আলাপন খুবই কমে গেছে!!
খুবই কমে গেছে আজকাল
দেখা-সাক্ষাত, মধুর আলাপন
এখন কালবোশেখীর কাল-
আকাশ-জমিন সব লালে লাল!!
মৌসূমী ঝঞ্ঝা থেমে গেলে,
শান্তির বরষা ছায়া ফেলে-
দেখা দেবে স্নিগ্ধ সকাল;
ফুরফুরে মেজাজে হবে তখন
আবেগী আলাপ, স্মৃতিচারণ!!
ইনশাআল্লাহ.. এই তো জীবন!!
বিষয়: সাহিত্য
১২১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন