হেফাজতের কর্মসুচীতে জামাতীরা হতাশ, টাকা ফেরত দাবী!
লিখেছেন লিখেছেন জুলিয়া ০৬ এপ্রিল, ২০১৩, ০৭:২১:২২ সন্ধ্যা
আজকের লংমার্চের সমর্থনের নামে জামাত-শিবির ও তাদের দোসর চেয়েছিল কয়েকটি লাশ, যা দিয়ে তাদের আন্দোলন চাঙ্গা করা যায়। কিন্তু হেফাজত তাদের হতাশ করেছে। একদিনের হরতাল ঘোষণার পর পরেই জামাত-শিবির ও বিএনপি কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
জামাত বিটে কাজ করে এমন একজন সাংবাদিক সহোকর্মীর সাথে কথা বলে খবর পেলাম এতে জামাত-শিবির রাগ করে হেফাজতকে দেয়া সব টাকা ফেরত র চেয়েছে।
এই হলো জামাতীদের মোনাফেকি আচরন।
বিষয়: বিবিধ
১৬৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন